পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং করুন ঘরে বসে ২ মিনিটে

আজকের আলোচনায় যে সকল বিষয় থাকবে তা হচ্ছে “পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং”পিজি হাসপাতাল ডাক্তারের তালিকা পিজি হাসপাতালে মোবাইল নাম্বার  সহ পিজি হাসপাতাল সম্পর্কিত খুঁটিনাটি সকল বিষয়।

পিজি হাসপাতাল সম্পর্কে আমরা কমবেশি সকলেই যানি, পিজি হাসপাতাল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং বড় একটি হাসপাতাল।

পিজি হাসপাতলে বাংলাদেশের সবচাইতে বড় বড় ডাক্তারগন আমাদেরকে চিকিৎসা দিয়ে থাকেন, তবে এই পিজি হাসপাতালে তাদের চিকিৎসা পাওয়াটা খুবই কঠিন কারণ পিজি হসপিটাল সরকারি হওয়ার জন্য এর চিকিৎসা খরচ খুবই কম,এজন্য বাংলাদেশের সকল প্রকৃতির মানুষ এই পিজি হসপিটাল এর টিকেট পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই পিজি হসপিটালের অনলাইন টিকেট সংগ্রহ করবেন।

পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং করার নিয়ম

পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনে অথবা কম্পিউটার থেকে এই (www.wbhealth.gov.in) ওয়েবসাইটের এড্রেস লিখে সার্চ করুন অথবা এই লিংকে ক্লিক করুন।পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং,

এরপরে আপনাকে যেটি করতে হবে এই ওয়েবসাইটের হোমপেজের হাতের বাম পাশে আসলে গভার্নেন্স(Governance) বলে একটি অপশন দেখতে পাবেন, সেই অপশনটির উপরে ক্লিক করবেন।পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং,

এরপরে আপনার সামনে আরেকটি উইন্ডো চলে আসবে, সেখানে নিচের দিকে হাতের বামে দেখতে পাবেন ওপিডি টিকেট বুকিং (OPD) Ticket Booking বলে একটি অপশন রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করলেই আপনার সামনে অনলাইন টিকেট বুকিং করার সিস্টেম অথবা ইন্টারফেসটি চলে আসবে।

এখন পিজি হসপিটালের অনলাইন টিকেট বুকিং করার ইন্টারফেসটি চলে আসবে নিচের ছবির সঙ্গে মিলিয়ে নিন।পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং,

পরে আপনি অনলাইন টিকেট বুকিং এই অপশনটির উপরে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার সামনে নিচের ছবির মত একটি ইন্টারফেস চলে আসবে। যেখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন করে নিবেন।পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং,

আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা সম্পূর্ণ হয়ে গেলে সেখান থেকে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে পিজি হাসপাতালে টিকেট বুকিং করে ফেলতে পারবেন।

এভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই আপনার নিত্যদিনের এপোয়েটমেন্ট করে রাখতে পারবেন।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

নির্ধারিত দিনে 7 দিন পূর্বে বেলা এগারোটা পর্যন্ত টিকেট কাটার অপশন খোলা থাকবে ,সাধারণ আউটডোর টিকিট কাটতে খরচ 2 টাকা হলেও, অনলাইনে টিকিট কাটার জন্য কোন খরচ প্রদান করতে হয় না।

তাই আপনারা চাইলে এখন থেকে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে ঘরে বসে পিজি হাসপাতালে টিকেট বুকিং করতে পারবেন যেটি আপনার কাছে খুবই সহজ যোগ্য মনে হবে।

পিজি হাসপাতালে অনলাইন টিকেট করার পর করণীয় কি?

পিজি হাসপাতাল অনলাইনের মাধ্যমে টিকেট বুকিং করা হয়ে গেলে, আপনাকে যেটি করতে হবে তা হচ্ছে সাধারণ আউটডোর টিকিট কেটে তা জমা দিতে হবে নির্দিষ্ট কাউন্টারে। সেখানে বারকোড স্ক্যান করে আপনার টিকেট তারা কনফার্ম করে দিবে। এই টিকেট নিয়ে সরাসরি ডাক্তার দেখানোর সুযোগ পাবেন। প্রতিটা রোগী স্ক্যানিংয়ের জন্য জনসাধারণের পিছনে অপেক্ষা করার প্রয়োজন থাকবেনা।

পিজি হাসপাতাল মোবাইল নাম্বার

হাসপাতালের পরিষেবা পেতে হলে হাসপাতালের ঠিকানা সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে। পিজি হাসপাতালের সম্পূর্ণ ঠিকানা নিচে দেওয়া হল। যেখান থেকে সহজেই ঢাকা পিজি হাসপাতালে আসা যায়। কোনো সমস্যা হলে প্রয়োজনীয় যোগাযোগ নম্বরও রয়েছে। তাদের সাথে কথা বললে হাসপাতালে আসা অনেক সহজ হয়ে যাবে।

হাসপাতালটি শাহবাগের শাহবাগমোরে জাতীয় জাদুঘরের উত্তরে অবস্থিত।

ফোন: + 8-02-961051-58, + 8-02-961058-60, + 6-02-614545-49 + 6-02-612550-54

পিজি হাসপাতাল কবে ছুটি থাকে?

সাধারণত শুক্রবারে বাংলাদেশের সব সরকারি হাসপাতাল বন্ধ থাকে। সেক্ষেত্রে শুক্রবার পিজি হাসপাতাল ও তাদের চিকিৎসা সেবা বন্ধ থাকবে। যাইহোক, জরুরী বিভাগটি 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন খোলা থাকে। রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে পিজি হাসপাতাল সবসময় পাশে আছে। সেজন্য শুক্রবার এখানে আসা যে কোনো রোগী নিঃসন্দেহে এখানে সেবা পাবেন। তবে শুক্রবার ছুটিতে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাই সপ্তাহে ছয় দিন আসলে খুব ভালো যাবে।

পিজি হাসপাতাল সাধারণত সরকারি ছুটির দিনে বন্ধ থাকে। সপ্তাহের সাত দিন শুক্রবারও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে আপনি সবসময় একজন ডাক্তার পাবেন। এছাড়া জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ২৪ ঘণ্টা/৭ দিন পাবেন।

পিজি হাসপাতালের ডাক্তারদের তালিকা

মেডিসিন বিশেষজ্ঞ

১.সোহেল মাহমুদ আরাফাত

প্রফেসর, ইন্টারনাল মেডিসিন বিভাগ

ইমেইল: arafat2001@gmail.com

২.মোঃ আবুল কালাম আজাদ

প্রফেসর, ইন্টারনাল মেডিসিন বিভাগ

ইমেইল: drazad1971@gmail.com

৩.সুনীল কুমার বিশ্বাস

প্রফেসর, ইন্টারনাল মেডিসিন বিভাগ

ইমেইল: sunilbsmmu@bsmmu.edu.bd

নিউরো মেডিসিন

১.ডাঃ মোঃ তসলিম উদ্দিন

শারীরিক ওষুধ

প্রফেসর, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ

ইমেইল: taslimpmr@bsmmu.edu.bd

২.মোঃ শহিদুর রহমান

ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিভাগ

ইমেইল: shahidurpmrbd@gmail.com

কিডনি বিশেষজ্ঞ

মোঃ আনোয়ারুল কবির ডা

গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড

ইমেইল: kabiranwarmd@gmail.com

থাইরয়েড, হরমোন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ

মোহাম্মদ আবুল হাসনাত ড

অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, এন্ডোক্রিনোলজি এবং মেটাবলিজম বিভাগ

ইমেইল: hasanatdr@yahoo.com

চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

ডাঃ মোঃ কামরুল হাসান জয়গিদার

অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চর্মরোগ ও ভেনেরোলজি বিভাগ

লিভার বিশেষজ্ঞ

আইয়ুব আল-মামুন ডা অধ্যাপক, হেপাটোলজি বিভাগ

ইমেল: ayubmamunal@gmail.com

পিজি হাসপাতালে টেস্ট খরচ

পি.জি হাসপাতালে আপনি যে সকল স্বাস্থ্য পরীক্ষা কম খরচে করতে পারবেন এবং কোনটার কত মূল্য ,তার কিছু তালিকা প্রকাশ করা হল –

পিজি হাসপাতাল অনলাইন টিকেট বুকিং,

Test 02

test 03

test 04

test 05

test 06

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

আপনার জন্য-

স্টার সিনেপ্লেক্স অনলাইন টিকেট কাঁটার নিয়ম

রকেট হেল্পলাইন নাম্বার কত?

রকেট মোবাইল ব্যাংকিং এর সুবিধা

নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার জেলা ভিত্তিক আপডেট নাম্বার

নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা কেমন দেয়?

নগদ একাউন্ট চেক করুন (১মিনিটে)

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

  • ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
  • বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন
  • বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি। বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।

Leave a Comment