নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা কেমন দেয়?জেনে নিন

নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা –তৎকালীন সময়ে মানুষ ডাক বিভাগ ব্যবহার করে তথ্য আদান প্রদান এবং অর্থসংক্রান্ত লেনদেন করতেন। কিন্তু বর্তমানে মানুষের মধ্যে আধুনিকতার অগ্রসর হয়, এখন আর সেই ডাক বিভাগ ব্যবহার হয় না। সকলে আধুনিকভাবে আন্তঃযোগাযোগ এবং অর্থসংক্রান্ত লেনদেন করে থাকে। এতে করে সময় এবং নিরাপত্তা দুটি সমান ভাবে পাওয়া যায়।

বর্তমানে অর্থসংক্রান্ত লেনদেন দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য অনেক মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়েছে কিন্তু তার মধ্যে নগদ মোবাইল ব্যাংকিং হচ্ছে অন্যতম। গ্রাহকদের সবথেকে বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে। তাই আজ আপনাদের মাঝে নগদ ব্যাংকিং সংক্রান্ত তথ্য , নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা, নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার, নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা হিসাব শেয়ার করব এবং এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, চলো তাহলে শুরু করা যাক।

নগদ মোবাইল ব্যাংকিং কি?

বাংলাদেশের একটি ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। এটি মূলত পোস্ট অফিসের পোস্টাল ক্যাশ কার্ড, যা ব্যবহার করে গ্রাহকরা সহজে অর্থসংক্রান্ত লেনদেন করতে পারেন।

২০১৮ সালের ১১ই নভেম্বর Nagad mobile banking সেবা কার্যক্রম শুরু হলেও ২০১৯ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ৪৮ তম বর্ষপূর্তিতে এটির বাংলাদেশের সকল নাগরিকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। বর্তমানে Nagad mobile banking সেবার অধিক জনপ্রিয়তা রয়েছে। কারণ এর সেবা গ্রহণ করে বাংলাদেশের জনগণ সন্তুষ্টি প্রকাশ করেছে এবং এর সুবিধা গুলো ব্যবহার করে অধিক মাত্রায় ব্যবহারকারীর মাত্রা বৃদ্ধি পেয়েছে।

নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা

নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা পেতে চাইলে সবার আগে আপনাকে একটি নগদ একাউন্ট খুলতে হবে। আর এই মুনাফা অপশনটি চালু করার জন্য আপনাকে যা করতে হবে- প্রথমে আপনি যখন নগদ একাউন্ট ওপেন করবেন তখন একটি মুনাফা অপশন দেখাবে। সেটি অন করার পর একটি নগদ অ্যাকাউন্ট খুললে আপনারা  সে অ্যাকাউন্টে অর্থ জমা রাখার পর থেকে মুনাফা যোগ হতে শুরু করবে।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

Nagad mobile banking হতে মুনাফা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সঞ্চয় করতে হবে। আর এই সঞ্চয় এর উপর আপনাকে মুনাফার পরিমাণ নির্ধারণ করে দেয়া হবে।

নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার

নগদ মোবাইল ব্যাংকিং সেবা থেকে মুনাফা পাওয়ার জন্য প্রথমে সঞ্চয় করতে হবে। সঞ্চয়ের উপর মুনাফা প্রদান করা হয়।এ সংক্রান্ত সকল তথ্য নিম্নে দেয়া হল। যাতে করে আপনারা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখার ফলে নির্দিষ্ট পরিমাণ মুনাফা পেতে পারেন।

  • আপনার নগদ একাউন্টে টাকার পরিমান ০-৪৯৯৯.৯৯ টাকা থাকে তাহলে আপনি কোন মুনাফা পাবেন না।
  • আপনার একাউন্টে যদি ৫,০০১-৪৯,৯৯৯.৯৯ টাকা থাকে তাহলে আপনি সেই টাকার উপর ১.৫০% হারে মুনাফা পাবেন।
  • এছাড়াও আপনার একাউন্টে যদি ৫০,০০০-৯৯,৯৯৯.৯৯ টাকা থাকে তাহলে আপনি সেই টাকার উপর ২.৫০% হারে মুনাফা পাবেন।
  • আপনার একাউন্টে যদি ১,০০০০০-১,৯৯,৯৯৯.৯৯ টাকা থাকে তাহলে আপনি সেই টাকার উপর ৩.৫০% হারে মুনাফা পাবেন।
  • এছাড়াও আপনার একাউন্টে যদি ২,০০০০০-৩,০০০০০ টাকা থাকে তাহলে আপনি সেই টাকার উপর ৭.৫০% হারে মুনাফা পাবেন।

এখানে আপনি যে মুনাফার হার দেখতে পাচ্ছেন সে মুনাফার আপনারা বাৎসরিক হিসেবে পাবেন। কিন্তু এক বছরের মুনাফা গুলো প্রতি মাসে যে অংশ আসবে সেটি আপনারা প্রতিমাসে পেয়ে যাবেন।নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা

নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা হিসাব

আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি উদাহরণের মাধ্যমে নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা হিসাবটি সম্পূর্ণ পরিষ্কার একটি ধারণা দিচ্ছি। যাতে করে আপনারা খুব সহজেই এই মুনাফা সংক্রান্ত হিসাব ঠিক বুঝতে পারেন।

উদাহরণস্বরূপ,

ধুরুন আপনি নগদ একাউন্টে ১০,০০০ টাকা জমা রেখেছেন। আর এই ১০,০০০ টাকার ওপর ১.৫০% হারে মুনাফা পাবেন তার মানে হচ্ছে আপনি প্রতি ১০০ টাকায় ১.৫০ টাকা পাবেন।

ধরা যাক,

১ টাকায় পাবেন (১.৫০/১০০) = ০.০১৫ টাকা

তাহলে হে ১০,০০০ টাকায় পাবেন (১০০০০/০.০১৫)=১৫০ টাকা।

এখানে ১৫০ টাকা আপনি বাৎসরিক হিসাবে নগদ মোবাইল ব্যাংকিং সেবা হতে মুনাফা পাবেন।  আর যখন আপনি প্রতিমাসে পাবেন তখন এই টাকার পরিমাণ দাঁড়াবে। (১৫০/১২)= ১২.৫ টাকা ।

সুতরাং আপনি এক বছরে ১০,০০০ টাকার ওপর পাবেন ১৫০ টাকা এবং আর এই ১৫০ টাকা প্রতি মাস হিসেবে পাবেন ১২.৫ টাকা।

নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা পাওয়ার শর্ত

আপনি যদি Nagad mobile banking সেবা ব্যবহার করে মুনাফা পেতে চান তাহলে অবশ্যই নির্ণয়ের শর্ত গুলো আপনাকে পালন করতে হবে নতুবা আপনি কোন মুনাফা পাবেন না।

★Nagad mobile banking মুনাফা পাওয়ার জন্য কমপক্ষে আপনাকে প্রতিমাসে দুটি লেনদেন সম্পন্ন করতে হবে।

★লেনদেন সম্পন্ন করার পর দিন শেষে মাসজুড়ে আপনার একাউন্টে কমপক্ষে ১,০০০ টাকা রাখতে হবে।

★প্রতি মাসে আপনার একাউন্টে টাকা থাকবে সেটার উপর আপনার মুনাফার পরিমাণ হিসাব করা হবে।

★এছাড়া  সরকারি সকল নিয়ম কানুন মেনে ট্যাক্স এবং ভ্যাট কেটে নেওয়ার পর বছরে দুই বার আপনার অ্যাকাউন্টের মুনাফার অর্থযুক্ত করে দেওয়া হবে।

নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার

আপনি যখন নগদ মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করবেন তখন আপনার বিভিন্ন সময়ে Nagad mobile banking সংক্রান্ত তথ্য জানার জন্য অথবা কোন সমস্যায় পড়লে সেই সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য তাদের সহযোগিতার প্রয়োজন।

তাদের সহযোগিতার জন্য আপনারা বেশ কয়েকটি পথ অবলম্বন করতে পারেন।  তার মধ্যে সবচেয়ে সহজ পথ হচ্ছে আপনি তাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করা। নিম্নে তাদের হেল্পলাইন নাম্বার উল্লেখ করা হলো এবং সাথে আপনারা কোন কোন পদ্ধতিতে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সেগুলো সম্পর্কে অবগত করা হলো।

১।Nagad mobile banking হেল্পলাইন নাম্বার 096 096 16167

২।নগদ মোবাইল ব্যাংকিং নিজস্ব ওয়েবসাইট  www.nagad.com

৩।Nagad mobile banking ইমেইল এড্রেস  info@nagad.com.bd

৪।নগদ মোবাইল ব্যাংকিং কল সেন্টার –16167

৫।Nagad mobile banking ফেসবুক পেজ –Nagad

নগদ মোবাইল ব্যাংকিং প্রশ্ন উত্তর

১. নগদ একাউন্ট খোলার জন্য কোন অর্থ প্রদান করতে হয় কি?

উত্তরঃ নগদ একাউন্ট খোলার জন্য কোন অর্থ প্রদান করতে হয় না।  একদম ফ্রিতে  আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে নগদ একাউন্ট খুলতে পারবেন।

২. নগদ একাউন্ট খোলার জন্য কোন কাগজপত্র প্রয়োজন হয় কি?

উত্তরঃ নগদ একাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার  জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হবে।  জাতীয় পরিচয় পত্রের  ছবি সংযুক্ত করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।  আপনার ছবি ভেরিফিকেশনের জন্য  আপনার নিজের ছবি তুলে দিতে হবে।

৩. নিয়মিত নগদ অ্যাকাউন্ট  ব্যবহার করলে  মুনাফা অর্জন সম্ভব?

উত্তরঃ নগদ একাউন্ট ব্যবহার করে মুনাফা অর্জন সম্ভব হবে। তবে অবশ্যই আপনার একাউন্টে ১০০০ টাকা রাখতে হবে এবং  সেই সঞ্চয় এর উপর মুনাফা আপনাকে দেয়া হবে।

৪. নগদ একাউন্ট কর্তৃক মুনাফা পেতে চাইলে শর্তগুলো একান্ত প্রয়োজন আছে কি?

উত্তরঃ নগদ একাউন্ট কর্তৃক মুনাফা পেতে চাইলে অবশ্যই এর পূর্ববর্তী শর্তগুলো মেনে চলতে হবে নতুবা আপনি কোন মুনাফা পাবেন না।

৫. নগদ গ্রাহকদের মুনাফা কোন হিসাবে দিয়ে থাকেন?

উত্তরঃ নগদ গ্রাহকদের সঞ্চয় এর পরিমাণের ওপর প্রদান করে থাকে।  তাদের এই মুনাফিক হিসেবে হয়ে থাকলেও প্রতি মাসে তারা এক বছরের মুনাফা করে দিয়ে থাকে।

নগদ একাউন্টের সর্বোচ্চ কত টাকা রাখা যায়?

একটি নগদ একাউন্টে আপনি সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন।তবে বিশেষ ক্ষেত্রে একটি পরিবর্তন পরিবর্ধন হতে পারে।

নগদে টাকা জমানোর নিয়ম?

নগদের মনুফা সম্পর্কে জেনে যে কোন ভাবে নগদ একাউন্টে আপনি টাকা জমাতে পারবেন।

নগদ একাউন্ট এর ইন্টারেস্ট কত?

০-৪৯৯৯.৯৯টাকা =০%
৫০০০১-৪৯৯৯৯.৯৯টাকা=১.৫০℅
৫০০০০-৯৯৯৯৯.৯৯টাকা= ২.৫০%
১০০০০০-১৯৯৯৯৯.৯৯টাকা=৩.৫০℅
২০০০০০-৩০০০০০ টাকা=৭.৫০%

নগদে ক্যাশ আউট চার্জ কত?

বর্তমানে নগতে ১২.৫০টাকা প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ।

নগদে একদিন সর্বোচ্চ কত টাকা ক্যাশ ইন করা যায়?

নগদে একদিনে আপনি সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ ইন করতে পারবেন।

শেষ কথা –

আশা করছি আপনারা যারা নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা সম্পর্কে জানতে চেয়ে পোস্টটি সম্পূর্ণভাবে পড়েছেন। তারা ইতিপূর্বে নগদ মুনাফার আপডেট নিয়ম অনুসারে বিষয়টি সম্পূর্ণভাবে জানতে পেরেছেন। যদি পোস্টটি থেকে বিন্দু পরিমান উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। এছাড়াও নগদ মোবাইল ব্যাংকিং সম্পর্কিত সব ধরনের তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের “মোবাইল ব্যাংকিং “ক্যাটাগোরিটি ভিজিট করুন।
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

আপনার জন্য-

নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার জেলা ভিত্তিক আপডেট নাম্বার

আমাদের আরো সেবা সমূহ :-

↘️আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Telegram গ্রুপ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি। বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।