বয়স্ক ভাতা অনলাইন আবেদন | Boyosko Varat Jonno Abedon Korar Niyom

বয়স্ক ভাতা অনলাইন আবেদন- আপনি যদি বয়স্ক ভাতা অনলাইনে আবেদন করার জন্য আগ্রহী হয়ে থাকেন? তাহলে আজকের এই পোস্টটি সম্পূর্ণ আপনার জন্য বয়স্ক ভাতা অনলাইন আবেদন সম্পর্কিত খুঁটিনাটি সকল বিষয়গুলি আজকের এই পোস্টে জানতে পারবেন। এছাড়াও বয়স্ক ভাতা কিভাবে আবেদন করবেন? বয়স্ক ভাতার আবেদন করার সকল নিয়ম-কানুন। কাদের জন্য প্রযোজ্য? কাদের জন্য প্রযোজ্য না সকল বিষয়গুলি আপনারা এ টু জেড জানতে পারবেন।

আমাদের বাংলাদেশের বয়জ্যৈষ্ঠ উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭ থেকে ৯৮ অর্থবছরে বয়স্ক ভাতা কর্মসূচি চালু করা হয়।

প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে পাঁচজন পুরুষ ও পাঁচজন মহিলার ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কে প্রতি মাসে ১০০ টাকা হারে ভাতা প্রদান আওতায় আনা হয়।

পরবর্তীতে আমাদের দেশের সকল পৌরসভা ও সিটি কর্পোরেশনে এ কর্মসূচি আওতায় নিয়ে আসা হয়।

বর্তমানে ২০২৩ -২৪ অর্থ বছরে ৫৮লাখ এক হাজার বয়স্ক ব্যক্তিকে প্রতি মাসিক ৬০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়।

বয়স্ক ভাতা কর্মসূচি সমাজসেবা অধিদপ্তর দ্বারা পরিচালিত। বয়স্ক ভাতা কর্মসূচিরমূলক এবং উদ্দেশ্য বয়স্ক জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান । এছাড়াও বয়স্কদের পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি আর্থিক অনুদানের মাধ্যমে তাদের মনোবল জোরদার করণ- চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করা।

বয়স্ক ভাতা পাওয়ার জন্য যোগ্যতা

  • বয়স্ক ভাতা পাওয়ার জন্য নাগরিক প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • সংশ্লিষ্ট স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন থাকতে হবে।
  • বয়স্ক পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছরের মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর হতে হবে।
  • প্রার্থীর বার্ষিক আয় অনুর্ধ ১০০০০ টাকা হতে হবে।
  • সমাজসেবা অধিদপ্তর থেকে বাছাইকৃত ভাবে নির্বাচিত হতে হবে।

উপরের এই সকল যোগ্যতা ব্যক্তি শুধুমাত্র বয়স্ক ভাতা অনলাইন আবেদন করতে পারবে।

  • সর্বোচ্চ বয়স্ক ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে।
  • এছাড়াও যিনি শারীরিকভাবে অক্ষম এবং কর্মহীনতা আছে তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
  • এছাড়াও তালাকপ্রাপ্ত এবং ভূমিহীন গৃহ বা বয়স্ক নারীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স্ক ভাতার আবেদন অযোগ্য

  • সরকারি কর্মচারী পেনশন ভোগী হলে।
  • দু:স্ত মহিলা হিসেবে ডিজিডি কার্ড ধারী হলে।
  • অন্য কোনভাবে নিয়মিত সরকারি অনুদান বা ভাতা প্রাপ্ত হলে।
  • অন্য কোন বেসরকারি সংস্থার সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিত আর্থিক অনুদান বা ভাতা প্রাপ্ত হলে।

উপরের এই কয়টি বিষয় যদি একজন বয়স্ক ভাতা প্রাপ্তির মধ্যে থাকে তাহলে সে বয়স্ক ভাতা অনলাইন আবেদন করতে পারবে না।

বয়স্ক ভাতা অনলাইন আবেদনের নিয়ম ২০২৪

নতুন নিয়মে ২০২৪ অর্থবছরে আপনারা যারা অনলাইনে বয়স্ক ভাতা আবেদন করতে চাচ্ছেন তারা নিচের এই নিয়মগুলি অনুসরণ করুন।

  • বয়স্ক ভাতা আবেদন করার জন্য অনলাইনে প্রথমে আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইল ডিভাইজে গিয়ে গুগল থেকে সার্চ করুন ” https://mis.bhata.gov.bd/onlineApplication
  • সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক ভাতা আবেদন করার মূল ওয়েবসাইটটি চলে আসবে।বয়স্ক ভাতা অনলাইন আবেদন
  • প্রথমে বয়স্ক ভাতা আবেদন করার জন্য কার্যক্রম থেকে নির্বাচন করুন এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন।
  • সঙ্গে সঙ্গে আপনার সামনে “অগ্রসর জাতি গোষ্ঠীর বিশেষ ভাতা “বলে একটি অপশন দেখতে পাবেন এই অপশনটি নির্বাচন করুন।বয়স্ক ভাতা অনলাইন আবেদন
  • এখন আপনার সামনে বয়স্ক ভাতা আবেদনের যে ফর্মটি রয়েছে সে ফর্মটি চলে আসবে প্রথমে এখানে আপনাকে ব্যক্তিগত তথ্য দিয়ে যাচাই করতে হবে এখানে আপনার জাতীয় পত্র নাম্বার অথবা জন্ম সনদের নাম্বার প্রদান করুন। এরপর নিচে থাকা “যাচাই করুন “অপশন টির উপরে ক্লিক করুন ।বয়স্ক ভাতা অনলাইন আবেদন
  • এছাড়াও নিচে থেকে আপনাকে ভাতা অনুযায়ী আরো কিছু তথ্য প্রদান করতে হবে যেমন আপনার বৈবাহিক অবস্থা আপনার বার্ষিক আয় এই সকল ইনফরমেশনগুলি আপনাকে প্রদান করতে হবে।
  • এই ফর্মে যোগাযোগের তথ্য বলে একটি সেকশন দেখতে পাবেন এই সেকশনের সমাজ কল্যাণ অধিদপ্তর কিভাবে আপনার সাহায্য যোগাযোগ করবে সকল বিষয় আপনাকে তথ্য প্রদান করতে হবে।বয়স্ক ভাতা অনলাইন আবেদন

উপরের এই সকল ইনফরমেশন গুলো আপনি সঠিকভাবে প্রদান করবেন। কোন মিথ্যা তথ্য দিলে সমাজ সেবা কল্যাণ অধিদপ্তর থেকে আপনার আবেদনটি ক্যান্সেল করা হবে।

উপরের সকল বিষয়গুলি আপনার প্রদান করা হয়ে গেলে আপনি ফরমটি ডাউনলোড করে এক কপি সঙ্গে নিবেন এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক সিগনেচার নিয়ে সমাজসেবা অধিদপ্তরে জমা দিবেন।

সমাজ কল্যাণ অধিদপ্তর আপনারা আবেদনটি চেক করে সকল বিষয় ঠিকঠাক থাকলে বয়স্ক ভাতার জন্য আপনাকে বিবেচিত করবে।

আশা করছি যারা বয়স্ক ভাতা অনলাইনে আবেদন করার কথা ভাবছেন তারা উপরে দেখানোর নিয়ম অনুসরণ করলে খুব সহজে এই কাজটি করতে পারবেন।

Boyosko Vhata Online Application 2024

এছাড়াও আরেকটি সহজ নিয়ম রয়েছে নিয়মটি অনুসরণ করে খুব সহজে আপনারা বয়স্ক ভাতা অনলাইন আবেদন করতে পারবেন। নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

  • প্রথমেই আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে এই লিঙ্কে প্রবেশ করুন“ www.mygov.bd ”এই ওয়েবসাইটের হোম পেজটি চলে আসলে উপরে থাকার “রেজিস্ট্রেশন” উপরে ক্লিক করে দিয়ে আপনার ফোন নাম্বার এবং আপনার নাম দিয়ে প্রথমেই ওয়েবসাইট রেজিস্ট্রেশন করে নিন।বয়স্ক ভাতা অনলাইন আবেদন
  • এরপর আপনি এই ওয়েবসাইটে আপনার ইউজার আইডির সঙ্গে পাসওয়ার্ডটি ব্যবহার করুন অর্থাৎ পাসওয়ার্ড সেট করে নিন।
  • পরবর্তী ধাপে সাইন আপ করা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগইন করে নিন ।
  • বয়স্ক ভাতা অনলাইন আবেদনআপনার সামনে এই ওয়েবসাইটের রেজিস্ট্রেশন কৃত প্রোফাইল সহ হোম পেজটি চলে আসবে। এখান থেকে আপনি অনুদান ভাতা ঋণ “এই অপশনটি বাছাই করুন।বয়স্ক ভাতা অনলাইন আবেদন
  • এরপরে আপনার সামনে সেবা অনুসারে সেবা প্রদানের প্রত্যেকটি ভাত আবেদন ফরম চলে আসবে।
  • এখান থেকে “বয়স্ক ভাতা মঞ্জুরির আবেদনপত্র” বলে একটি অপশন দেখতে পাবেন তার ওপরে ক্লিক করে দিন।বয়স্ক ভাতা অনলাইন আবেদন
  • এখন আপনার সামনে বয়স্ক ভাতা মঞ্জুরীর আবেদনের  নিয়মসবলি সেগুলি আসবে এবং পাশে থেকে আপনি “আবেদন করুন” বলে একটি অপশন দেখতে পাবেন তার ওপরে ক্লিক করে দিন।বয়স্ক ভাতা অনলাইন আবেদন
  • আপনার সামনে ছবির নেই এরকম বয়স্ক ভাতা অনলাইনে আবেদন ফরমটি চলে আসবে এখান থেকে প্রয়োজনের সকল তথ্য গুলি পূরণ করে নিচে থাকা আবেদন করুন “এই অপশনে ক্লিক করে আপনারা আবেদনটি করে ফেলবেন অনলাইনে।বয়স্ক ভাতা অনলাইন আবেদন
  • পরবর্তীতেই আবেদন ফরমটি প্রিন্ট আউট করে। আপনার নিকটস্থ সমাজসেবা অধিদপ্তরে জমা দিবেন।

আশা করছি এই নিয়মটি অনুসরণ করে খুব সহজেই আপনারা অনলাইনের মাধ্যমে বয়স্ক ভাতা আবেদন করতে পারবেন।এছাড়াও বয়স্ক ভাতা আবেদন করা সম্পর্কিত অনলাইন কোন সমস্যা হয়ে থাকে সরাসরি আপনারা ইমেইল করতে পারবেন এবং ফোন করতে পারবেন।

ইমেল আইডি –  support@mygov.bd

ফোন- 09666727278

বয়স্ক ভাতা কত টাকা ২০২৪

  • বয়স্ক ভাতা ১৯৯৭-৯৮ অর্থবছরের শুরু হওয়ার সময় প্রতি বয়স্ক ব্যক্তিকে ১০০ টাকা করে প্রদান করে আসছিল বাংলাদেশ সরকার।
  • বর্তমানে ২০২৩-২৪ অর্থবছরে একজন বয়স্ক ব্যক্তির বয়স্ক ভাতা বৃদ্ধি করে ৬০০ টাকা করেছে।

উপরের এই ইনফরমেশন গুলি সম্পূর্ণ বয়স্ক ভাতা ওয়েবসাইট থেকে সংগৃহীত।

বয়স্ক ভাতা আবেদনের বয়স কাল কত?

বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার পূর্বে অবশ্যই আপনাকে বয়স সম্পর্কে জানতে হবে। বয়স্ক ভাতা যেন আবেদন করতে হলে পুরুষের বয়স ৬৫ বছরের মধ্যে ও মহিলার বয়স ৬২ বছরে ঊর্ধ্বে হতে হবে।

বয়স্ক ভাতা সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর

বয়স্ক ভাতা অনলাইনে আবেদন করা যায়?

হ্যাঁ বয়স্ক ভাতা আবেদনটি আপনি অনলাইনের মাধ্যমে বর্তমানে করতে পারবেন।

বয়স্ক ভাতা টাকা কত?

বর্তমান ২০২৩-২৪ অর্থবছরের একজন বয়স্ক ব্যক্তির ভাতা প্রদান করছে ৬০০ টাকা করে প্রতিমাস প্রতিজন।

বয়স্ক ভাতা আবেদন করতে অনলাইনে কি টাকা লাগে?

না বয়স্ক ভাতা অনলাইন আবেদন করতে কোন ধরনের টাকা প্রয়োজন নেই।

বয়স্ক ভাতা আবেদনের যোগ্যতা?

  • অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • পুরুষ হলে 65 বছর মহিলা হলে 62 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে।
  • ভোটার আইডি কার্ড জন্ম সনদ থাকতে হবে।

শেষ কথা – বয়স্ক ভাতা অনলাইনে আবেদন এই সম্পর্কিত উপরের সকল তথ্যগুলি বয়স্ক ভাতা অনলাইন ওয়েবসাইট থেকে সংগৃহীত। ভাষা জনিত কোন ভুল করেই হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং উপকৃত হয়ে থাকলে পোস্টটিতে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

আপনার জন্য-

প্রতিবন্ধী ভাতার আবেদন ফরম পূরণ করার সহজ নিয়ম
প্রতিবন্ধী ভাতা কবে দিবে? প্রতিবন্ধী ভাতা কত টাকা? প্রতিবন্ধী ভাতা পাওয়ার নিয়ম কি?
মোবাইল দিয়ে টাকা আয় করার নতুন মাধ্যম (প্রমাণসহ)
গেম খেলে টাকা আয় পেমেন্ট বিকাশে –নগদে -রকেটে

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

  • ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
  • বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন
  • বাংলায় বাংলাদেশি ই সার্ভিস সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি। বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।