Skip to content
SS IT BARI
  • হোম
  • ইসলামিক টিপস
  • মোবাইল সিম ইনফো
  • টেকনোলজি
  • উপার্জন করুন
রকেট একাউন্ট খোলার নিয়ম

রকেট একাউন্ট খোলার নিয়ম | Rocket Account Open

June 5, 2024 by Sanaul Bari

আপনি যদি রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চেয়ে থাকেন তাহলে আজকের এই পোস্টটি সম্পূর্ণ আপনার জন্য।

মনে রাখবেন রকেট একাউন্ট খোলার নিয়ম সঠিকভাবে জেনে না থাকলে চিরতরে আপনার সিম থেকে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রকেট একাউন্ট খোলা বন্ধ হয়ে যাবে। তাই অবশ্যই রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪ সঠিকভাবে জেনে বুঝে Rocket Account Open করতে হবে।

কারণ রকেটে একাউন্ট খোলার নিয়ম ২০২২ এবং রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৩ প্রতিবছরে কিন্তু ছোট ছোট বিষয় আপডেট হয়ে থাকে। এছাড়াও নতুনভাবে রকেট একাউন্ট খোলার নিয়ম বিভিন্ন রয়েছে।

আরও পড়ুন

  • নগদ একাউন্ট দেখার নিয়ম
    নগদ একাউন্ট দেখার কোড নাম্বার |নগদ একাউন্ট চেক করুন (১মিনিটে)
  • বিকাশ সেভিংস একাউন্ট খোলার নিয়ম
    সহজে বিকাশ সেভিংস একাউন্ট খোলার নিয়ম
  • নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা
    নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা কেমন দেয়?জেনে নিন
Powered by ProSEOBlogger

আজকের এই পোস্টের সম্পূর্ণভাবে যতগুলো রকেট একাউন্ট খোলার নিয়ম অর্থাৎ Rocket Account System রয়েছে প্রত্যেকটি নিয়ম সম্পর্কে কিভাবে রকেট একাউন্ট খুলবেন সবকিছু জানবো ইনশাল্লাহ।

রকেট মোবাইল ব্যাংকিং কি

রকেট মোবাইল ব্যাংকিং হচ্ছে ডাচ বাংলা ব্যাংক পরিচালিত মোবাইল ব্যাংকিং লেনদেন সেবা প্রতিষ্ঠান। ২০১১ সালে সর্বপ্রথম ডাচ বাংলা ব্যাংক এই মোবাইল ব্যাংকিং সেবা বাংলাদেশে চালু করে। যার ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবা হিসাবে নগদ –বিকাশ-এবং উপায় ছাড়াও আরো অনেক মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান রয়েছে।

রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যেকোনো ধরনের অনলাইন লেনদেন খুব সহজেই পরিচালনা করা যায়। যেমন অনলাইনে মাধ্যমে টাকা পাঠানো, যেকোনো ব্যাংকে মোবাইলের মাধ্যমে টাকা প্রদান করা, মোবাইল রিচার্জ করা, বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড থেকে শুরু করে পানি এবং বিদ্যুৎ বিল প্রদান করা এছাড়াও অনেক ধরনের লেনদেন সংক্রান্ত বিষয় পরিচালনা করা যায়।

রকেট একাউন্ট খোলার নিয়ম

একটি রকেট অ্যাকাউন্ট খুলতে, *322# ডায়াল করে রকেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন শুরু করুন।   তারপর ১ টাইপ করুন। এখন একটি ৪ সংখ্যার পিন কোড দিয়ে সাবমিট করুন। এখন আপনার রকেট একাউন্ট খোলা শেষ। এখন স্থানীয় রকেট এজেন্টের কাছে গিয়ে বা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে রকেট অ্যাপ খুলে KYC যাচাইকরণ সম্পূর্ণ করুন। অ্যাকাউন্ট এক্টিভ করার পরেই আপনি লেনদেন করতে পারবেন এবং রকেট অ্যাকাউন্টের সুবিধা উপভোগ করতে পারেন। আরো সহজ ভাবে রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে এবং বুঝতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন 👇

রকেট একাউন্ট খুলতে কি কি প্রয়োজন

শুরুতেই আমরা জানবো রকেট একাউন্ট খুলতে কি কি আমাদের প্রয়োজন হয়। যা আগে থেকে রেডি রাখলে রকেট একাউন্ট খোলা আরও সহজ হয়ে যাবে।

👉একটি যেকোনো অপারেটর মোবাইল সিম (যা পূর্বে কখনো রকেট একাউন্ট খোলা হয়নি)

👉রকেট একাউন্ট আবেদনকারী ভোটার আইডি কার্ড।

👉একটি মোবাইল ফোন (বাটন ফোন বা স্মার্টফোন)

👉স্মার্ট ফোন দিয়ে খুললে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

উপরের এই সকল প্রয়োজনীয় কাগজপত্র রকেট একাউন্ট খোলার পূর্ব থেকে রেডি রাখবেন।

সহজে রকেট একাউন্ট খোলার নিয়ম | How to Rocket Account Open

রকেট একাউন্ট খোলার তিনটি নিয়ম রয়েছে –

১.ডায়াল কোড (*322#) ব্যবহার করে।

২.রকেট মোবাইল অ্যাপের মাধ্যমে।

৩.রকেট এজেন্ট এর কাছে গিয়ে।

উপরে তিনটি ভাবে খুব সহজেই নতুন নিয়মে রকেট একাউন্ট খোলা যায়। এখন নিচে আমরা প্রত্যেকটি ধাপে সহজে কিভাবে রকেট একাউন্ট খোলা যায় সে সম্পর্কে জানব 👇

রকেট ডায়াল কোড ব্যবহার করে রকেট একাউন্ট খোলার নিয়ম| Rocket Account Open Code

রকেট ডায়াল কোড ব্যবহার করে একটি রকেট একাউন্ট রেজিস্ট্রেশন করা যায় কিন্তু রকেট একাউন্ট একটিভ করার জন্য অবশ্যই অ্যাপ থেকে কেওয়াইসি অথবা এজেন্টের কাছে গিয়ে অ্যাকাউন্ট একটিভ করে নিতে হবে।

ধাপ ১# :- সর্বপ্রথম ডায়াল করতে ব্যবহার করে রকেট একাউন্ট খোলার জন্য ডায়াল প্যাডে গিয়ে *322# লিখে ডায়াল করুন এরপর যে সিম থেকে রকেট একাউন্ট খুলতে চান সেই সিমটি নির্বাচন করুন।

রকেট একাউন্ট খোলার নিয়ম

ধাপ ২#:-এরপর আপনার সামনে প্রথম ধাপে নিচের ছবির মত এরকম একটি পপ-আপ উইন্ডো আসবে এখানে আপনি রকেটে একটি একাউন্ট খুলতে ১ লিখে সেন্ড করুন।

রকেট একাউন্ট খোলার নিয়ম

ধাপ ৩# এই ধাপে আপনাকে আপনার একটি ৪ সংখ্যার পিন কোড লিখতে হবে। মনে রাখবেন এই চার সংখ্যার পিন কোড টি ব্যবহার করে পরবর্তীতে আপনি রকেট একাউন্টে লগইন করতে পারবেন এবং আপনার একাউন্টে এক্টিভ করতেও এই পিন কোডটি প্রয়োজন হবে।

রকেট একাউন্ট খোলার নিয়ম

ধাপ ৪ #:- ব্যাস আপনার রকেট একাউন্ট খোলার প্রি-রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন হয়েছে। আপনার সামনে সবকিছু ঠিকঠাক থাকলে রকেট থেকে একটি ধন্যবাদ জানিয়ে একাউন্ট নাম্বার সহ একটি পপ-আপ ম্যাসেজ দেখানো হবে।

কিন্তু এখন আপনি ব্যালেন্স দেখা এবং কোন ধরনের লেনদেন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না কেওয়াইসি ফর্মটি আপনি পূরণ করছেন। অর্থাৎ রকেট একাউন্ট অ্যাক্টিভিশন আপনাকে করতে হবে। এর জন্য আপনার জাতীয় পরিচয় পত্র, ছবি সাবমিট করে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করতে হবে।

এই কাজগুলো আপনি আপনার মোবাইলে রকেট অ্যাপ থেকে করতে পারবেন অথবা রকেট এজেন্ট এর কাছে গিয়ে সম্পন্ন করতে হবে।

অ্যাপ দিয়ে রকেট একাউন্ট খোলার নিয়ম | Rocket Account Open By App

রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কিত যতগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে সবচাইতে সহজ অ্যাপ দিয়ে রকেট একাউন্ট খোলা। অর্থাৎ খুব সহজেই যে কেউ নিজেই নিজের রকেট একাউন্ট খুলতে পারবে স্মার্ট মোবাইল ফোন এবং রকেট অ্যাপের সাহায্যে। রকেট অ্যাপ দিয়ে কিভাবে একাউন্ট খোলা যায় 👇

ধাপ ১#:- সর্বপ্রথম আপনি আপনার স্মার্ট মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখুন “Rocket বা রকেট” এবার নিছের ছবির মত এইরকম রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপটি আপনার সামনে চলে আসলে সেখান থেকে আপনি অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।রকেট একাউন্ট খোলার নিয়ম

ধাপ ২ #:- এরপর আপনি আরো সহজে রকেট অ্যাপ দিয়ে একাউন্ট খোলার জন্য উপরের দিকে একটি ভাষা পরিবর্তন করার অপশন দেখতে পাবেন সেখান থেকে আপনি বাংলা ভাষা নির্বাচন করে দিন অথবা ইংরেজী ভাষাতেও কন্টিনিউ করতে পারবেন।রকেট একাউন্ট খোলার নিয়ম

ধাপ ৩#:- এখন আপনি যে নাম্বারটি রকেট একাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি লিখে পরবর্তী ধাপে প্রবেশ করুন। (এখানে “You are not registered to mobile banking. Do you want to register?” এই লেখাটি সহ একটি পপআপ মেসেজ আসবে। এখান থেকে হ্যাঁ লেখাতে ক্লিক করে দিন।)

ধাপ ৪#:- এছাড়াও আপনার সামনে “instruction ” বলে নতুন একটি পপ-আপ উইন্ডো আসতে পারে। এখান থেকে নিচে এসে “I understand “এখানে ক্লিক করে দিবেন।রকেট একাউন্ট খোলার নিয়ম

ধাপ ৫#:- সঙ্গে সঙ্গে আপনার সামনে “please wait ” আসবে এবং আপনার কাছে রকেট মোবাইল ব্যাংকিং অফিস থেকে একটি কল করা হবে। আপনি কলটি রিসিভ করবেন এবং রিসিভ থাকা অবস্থায় আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড ওপেন করে চার সংখ্যার একটি পিন নির্বাচন করবেন।রকেট একাউন্ট খোলার নিয়ম

ধাপ ৬#:- ৪ সংখ্যার পিন নির্বাচন করার সঙ্গে সঙ্গে অটোমেটিক কলটি কেটে যাবে এবং আপনার সামনে নিচের ছবির মতো এই রকম একটি উইন্ডো আসবে।এখানে আপনাকে ৬ সংখ্যার একটি ওটিপি কোড আপনার সিমে পাঠানো হবে মেসেজ আকারে। সেই ওটিপি কোডটি বসিয়ে নিচে থেকে আপনার চার সংখ্যার পিন নাম্বারটি নির্বাচন করে “verify” এই অপশনটি নির্বাচন করুন।রকেট একাউন্ট খোলার নিয়ম

ধাপ ৬#:- সঠিকভাবে ভেরিফাই হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করুন। রকেট একাউন্ট খোলা হয়ে গেলেও আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারলেও আপনি এখন কোনভাবেই কোন ধরনের লেনদেন করতে পারবেন না ।কারণ আপনাকে কেওয়াইসি (KYC) ভেরিফাই করতে হবে।eKYC ভেরিফাই করতে ড্যাশবোর্ড থেকেই “eKYC ভেরিফাই করুন” এই লেখাটির উপরে ক্লিক করুন।

ধাপ ৭#:- এখন আপনার রকেট একাউন্ট ব্যবহারের ধরন সিলেক্ট করুন এখানে আপনি একজন জেনারেল কনজিউমার নাকি রেমিটেন্স কনজিউমার তা সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু সাধারন একজন জেনারেল কনজিউমার অর্থাৎ সাধারণভাবে একাউন্ট ব্যবহার করতে চাই আপনারা সেটি নির্বাচন করতে পারেন। আর আপনি যদি বিদেশী রেমিটেন্স কনজিউমার হয়ে থাকেন অর্থাৎ বিদেশ থেকে রেমিটেন্স নিতে চান তাহলে রিমিটেন্স কনজিউমার সিলেক্ট করুন।রকেট একাউন্ট খোলার নিয়ম

তবে মনে রাখবেন, আপনি যদি রেমিটেন্স কনজিউমার হন তাহলে বিদেশ থেকে প্রপ্ত রেমিটেন্স গ্রহণ করতে পারবেন এবং ক্যাশ আউট করতে পারবেন। কিন্তু অন্যান্য সেবা গুলো ব্যবহার করতে পারবেন না।এরপর রকেটের অন্যান্য শর্তাবলির সঙ্গে একমত হলে পরবর্তী ধাপে প্রবেশ করুন।

ধাপ ৭#:- এ ধাপে আপনার জাতীয় পরিচয় পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশের ছবি তুলে আপলোড করতে হবে। আপলোড সম্পূর্ণ হয়ে গেলে আপনার জাতীয় পরিচয়পত্রের যাবতীয় তথ্যগুলো আপনার সামনে আসবে আপনি চাইলে এখান থেকে কোন তথ্য পরিবর্তন পরিবর্ধন করতে পারবেন।রকেট একাউন্ট খোলার নিয়ম

এরপর অন্যান্য তথ্যাবলী পূরণ করুন বলে একে অপশন আসবে যেমন -আপনার লিঙ্গ, বৈবাহিক অবস্থা, ধর্ম, পেশা এবং আপনার একাউন্ট কি ধরনের লেনদেন হবে তা সিলেক্ট করুন।

ধাপ ৮#:- এই ধাপ খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। আপনার ছবি তুলে আপলোড করতে হবে। এখানে আপনার চেহারা সম্পূর্ণভাবে মোবাইলের ক্যামেরার সামনে আনতে হবে ।তারপর আপনাকে হাসতে এবং চোখের পলক ফেলতে বলা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে স্বয়ংক্রিয় ভাবে ফেস ভেরিফাই হয়ে যাবে।রকেট একাউন্ট খোলার নিয়ম

ধাপ ৯ #:- এ পর্যন্ত আপনি যতগুলো তথ্যাদি দিয়েছেন সকল তথ্য গুলো রিভিউ করার জন্য আপনার সঙ্গে বিস্তারিত দেখানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে কনফার্ম বাটনে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন অর্থাৎ রকেট একাউন্ট অ্যাক্টিভেশন বা eKYC ভেরিফিকেশন সাবমিট করা হয়ে যাবে।

ধাপ ১০#:- ব্যাস কিছুক্ষণের মধ্যে রকেট কোম্পানি আপনার সকল তথ্য গুলো যাচাই বাছাই করে মোবাইলে এসএমএস এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট একটিভ হয়েছে কিনা জানিয়ে দিবে।

নিচের ছবির মতো এরকম একটিভ সাকসেসফুল হয়ে গেলে আপনি খুব সহজে এখন থেকে আপনার রকেট একাউন্টের সব ধরনের লেনদেন করতে পারবেন।রকেট একাউন্ট খোলার নিয়ম

এজেন্টের কাছ থেকে রকেট একাউন্ট খোলার নিয়ম | Rocket Account Open from Agent

রকেটে এজেন্টের মাধ্যমে রকেট একাউন্ট খোলার জন্য আপনাকে স্থানীয় নিকটস্থ যেকোনো রকেট এজেন্টের কাছে গিয়ে অ্যাকাউন্ট খোলার বিষয়ে বলতে হবে।

রকেটের এজেন্ট আপনার ভোটার আইডি কার্ড আপনার ছবি এবং আপনার মোবাইল ফোন থাকলে সঙ্গে সঙ্গে আপনাকে রকেট অ্যাকাউন্ট খুলে দিবে।

তবে এজেন্ট এর কাছ থেকে রকেট একাউন্ট খোলার পূর্বে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড, ছবি, একটি মোবাইল ফোন এছাড়াও সরাসরি ফেস ভেরিফাইয়ের জন্য আপনার নিজেকে সশরীরে এই সকল কাগজপত্রসহ এজেন্ট এর দোকানে যোগাযোগ করতে হবে।

এছাড়াও আপনার নিকটস্থ ডিবিবিএল শাখা/ রকেট অফিস বা ডিবিবিএল এজেন্ট অফিসে গিয়ে KYC ফ্রম সংগ্রহ করে সেই ফর্মটি পূরণ করে কেওয়াইসি ফরম এর সাথে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং স্বাক্ষর সহ জমা দিয়ে এবং পরবর্তীতে আপনার সকল তথ্যাদি তারা চেক করে ভেরিফাই সম্পন্ন করে আপনাকে জানিয়ে দিবে। এভাবেও রকেট অ্যাকাউন্ট খুলতে পারবেন।

আশা করছি, আপনারা যারা রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চেয়েছেন বা রকেট মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলতে চাচ্ছেন তাহারা উপরের দেখানো এই নতুন নিয়মে খুব সহজেই ঘরে বসে অথবা এজেন্টের কাছে গিয়ে অথবা বাটন মোবাইল ফোনের মাধ্যমে ডায়াল কোড ব্যবহার করে রকেট একাউন্ট খুলে নিতে পারবেন।

বাটন ফোনে রকেট একাউন্ট খোলার নিয়ম

বাটন ফোনের রকেট একাউন্ট খোলার জন্য আপনি যে সিমে রকেট একাউন্ট খুলবেন সেই সিমটি বাটন মোবাইল ফোনে একটিভ করে নিন। এরপর ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *322#।এরপর ১ নির্বাচন করে ৪ সংখ্যার পিন সেট করুন (পিন নাম্বারটা অবশ্যই মনে রাখবেন পরবর্তীতে আপনাকে কেওয়াইসি এবং অ্যাকাউন্ট লগইট করার সময় প্রয়োজন হবে) ।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

এরপর আপনার অ্যাকাউন্ট প্রি- রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। পরবর্তীতে রকেট একাউন্ট অ্যাক্টিভ বা কেওয়াইসি ভেরিফিকেশন করতে উপরের ধাপ গুলো অনুসরণ করুন।মোট কথা বাটন ফোনের রকেট একাউন্ট খোলার নিয়ম অর্ধেক আপনি সম্পূর্ণ করতে পারবেন অর্থাৎ অর্ধেক অ্যাপের মাধ্যমে অথবা এজেন্টের কাছ থেকে রকেট একাউন্ট সম্পন্ন করতে হবে।

রকেট একাউন্ট খুললে কিভাবে বোনাস পাওয়া যায়?

আপনি যখন KYC অ্যাকাউন্ট একটিভ করবেন তখনই শুধুমাত্র রকেট নতুন একাউন্ট খোলার জন্য ১৫ টাকা বোনাস পেয়ে যাবেন। যেকোনো সময় রকেট মোবাইল ব্যাংকিং কর্তৃপক্ষ এই এমাউন্টটি বাতিল এবং এই এমাউন্টটি বৃদ্ধি করতে পারে। তবে বর্তমানে রকেট একাউন্ট সম্পূর্ণ করার পর এবং একটিভ করার পর এই ১৫ টাকা নতুন অ্যাকাউন্ট ওপেনকারীরা পেয়ে যায়।

রকেট একাউন্ট চেক করার কোড | Rocket account check|Rocket account check code

একাউন্ট করা হয়ে গেলে রকেট একাউন্ট চেক করার কোড ব্যবহার করে খুব সহজে অ্যাকাউন্ট ব্যালেন্স জানতে পারবেন।

👉রকেট একাউন্ট চেক করতে ডায়াল করুন *322#

👉এরপর আপনার সামনে রকেটের সকল সেবা লিস্ট আসবে। এখান থেকে আপনি ৫ সিলেক্ট(My Acc) করে সেন্ড বাটন ক্লিক করুন।রকেট একাউন্ট খোলার নিয়ম

👉এরপর আপনার সামনে নতুন রকেটের কিছু সেবা লিস্ট আসবে এখান থেকে আপনি ব্যালেন্স চেক করতে ১ লিখে (Balance) সেন্ড বাটনে ক্লিক।রকেট একাউন্ট খোলার নিয়ম

👉এখন আপনাকে ৪ সংখ্যার পিন দিতে বলা হবে।সংখ্যার পিন দিয়ে সেন্ড অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।

রকেট একাউন্ট খোলার নিয়মরকেট একাউন্ট খোলার নিয়ম

রকেট একাউন্ট সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর

রকেট ডায়াল কোড কত?

রকেটের ডায়াল কোড হচ্ছে – *322#

রকেট ব্যালেন্স চেক করার নিয়ম কি?

রকেট ব্যালান্স চেক ২ ভাবে করতে পারবেন একটা হচ্ছে রকেট অ্যাপ ব্যবহার করে আরেকটি ডায়াল কোড ব্যবহার করে।

ডায়াল কোড ব্যবহার করে রকেট ব্যালেন্স চেক করতে *322# লিখে প্রথমে ডায়াল করুন। এরপর ব্যালেন্স চেক করতে ৫ নির্বাচন করুন। এরপর ১ নির্বাচন করে আপনার পিন নাম্বার দিন। পিন নাম্বার দিলে রকেট ব্যালেন্স দেখতে পাবেন।

অ্যাপ দিয়ে রকেট ব্যালেন্স চেক করতে, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এতে লগইন করে   ব্যালেন্স চেক করুন।

রকেট ক্যাশ আউট চার্জ কত?

বর্তমানে সাধারণ একাউন্টের জন্য রকেট ক্যাশ আউট চার্জ ৯ টাকা করে প্রতি হাজারে।

রকেট কাস্টমার কেয়ার নাম্বার কত?

রকেট কাস্টমার কেয়ার নাম্বার -১৬২১৬

রকেট টাকা দেখার নিয়ম কি?

ডায়াল কোড *322# ব্যবহার করে আপনি টাকা দেখতে পাবেন।

রকেট হেল্পলাইন নাম্বার কত?

সরাসরি রকেটের হেল্পলাইন নাম্বারে কথা বলতে ১৬২১৬ তে কল করুন

রকেট থেকে লোন নেওয়া কি সম্ভব?

না এখনো পর্যন্ত রকেট মোবাইল ব্যাংকিং কোন লোন সিস্টেম চালু করে নাই।

রকেট হাজারে কত টাকা কাটে?

রকেট মোবাইল ব্যাংকিং প্রতি হাজার ৯ টাকা পর্যন্ত ক্যাশ আউট চার্জ নেই।

রকেট লাইট চ্যাট কি আছে?

না এখনো পর্যন্ত রকেট মোবাইল ব্যাংকিং তাদের লাইভ চ্যাট অপশন চালু করেনি। তবে অতি শীঘ্রই চালু হতে পারে

রকেট সেন্ড মানি চার্জ কত?

এখনো পর্যন্ত রকেট সেন্ড মানি চার্জ ফ্রি আছে।

রকেট থেকে মোবাইল রিচার্জ কি সম্ভব?

হ্যাঁ রকেট থেকে মোবাইল রিচার্জ করা সম্ভব।

বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার কি সম্ভব?

বর্তমানে বিকাশ থেকে রকেটে টাকা ট্রান্সফার করা সম্ভব না তবে বিনিময় অ্যাপের মাধ্যমে করা সম্ভব।

রকেট একাউন্ট খুললে কত টাকা বোনাস পাওয়া যায়?

নতুন রকেট একাউন্ট খুললে আপনার একাউন্ট একটিভ হওয়ার পর ১৫ টাকা বোনাস পাবেন।

শেষ কথা ;

আশা করছি আপনারা যারা রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চাই গুগলের সার্চ করে এই পোস্টটি সম্পূর্ণভাবে পড়েছেন এবং একাউন্ট তৈরি করেছেন। তাদের উদ্দেশ্যে একটি কথাই বলব যদি আপনি উপকৃত হয়ে থাকেন আমার এই ব্লগ পোস্ট থেকে তাহলে অবশ্যই পোষ্টের কমেন্টসে জানিয়ে দিবেন। এছাড়াও বাংলাদেশের সকল মোবাইল ব্যাংকিং সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করে রাখুন।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

আপনার জন্য-

রকেট হেল্পলাইন নাম্বার কত?

রকেট মোবাইল ব্যাংকিং এর সুবিধা

নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার জেলা ভিত্তিক আপডেট নাম্বার

নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা কেমন দেয়?

নগদ একাউন্ট চেক করুন (১মিনিটে)

আমাদের আরো সেবা সমূহ :-

  • ইংলিশে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
  • ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
  • ব্লগিং,ইউটিউবিং,ফেসবুকিং থেকে ইনকাম সম্পর্কিত ভিডিও পেতে – এখানে ভিজিট করুন।
  • বাংলায় টেকনোলজি সম্পর্কিত সকল তথ্য পেতে – এখানে ভিজিট করুন।
  • ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত সকল ভিডিও পেতে –এখানে ভিজিট করুন।
  • ফেসবুকিং – ইউটিউবিং এবং ব্লগিং সম্পর্কিত পোস্ট পেতে – এখানে ভিজিট করুন।
  • বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত পোস্ট পেতে – এখানে ভিজিট করুন

↘️আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন।

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন।

➡️Telegram গ্রুপ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।

Categories মোবাইল ব্যাংকিং Tags How to rocket account open, Rocket account check, Rocket account check code, Rocket account open, Rocket account open by app, Rocket account open code, Rocket account open system, জন্ম নিবন্ধন দিয়ে রকেট একাউন্ট খোলার নিয়ম, বাটন ফোনে রকেট একাউন্ট খোলার নিয়ম, রকেট একাউন্ট খোলার নিয়ম
বাইক চালানোর পূর্বে যে সকল বিষয় চেক করবেন
অটোমেশন কি? অটোমেশন ব্যবহারের ক্ষেত্রসমূহ
Sanaul Bari

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আমি মোঃ সানাউল বারী। পেশায় আমি একজন চাকরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকরির পাশাপাশি, আমি গত ১৪ বছর ধরে আমার নিজস্ব ওয়েবসাইটে লেখালেখি করছি এবং আমার নিজস্ব ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট তৈরি করছি। বিশেষ দ্রষ্টব্য - লেখায় যদি কোনও ভুল থাকে, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ধন্যবাদ।

...

Related Posts

govt-job-circular

সরকারি চাকরির খবর ২০২৫ | সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

chatgpt-diay-income

ChatGPT দিয়ে মাসে ৩০ থেকে ৫০ হাজার টাকা ব্লগ কনটেন্ট লিখে আয় করার সুযোগ ২০২৫

boesel-bideshi-niyog

বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | জাপান, সিঙ্গাপুর, সৌদি আরবসহ বিভিন্ন দেশে চাকরি

আমাদের সম্পর্কে

SSITBARI.COM একটি বাংলা মাল্টি ব্লগ ওয়েবসাইট। এই ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে আপনি সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবেন। অর্থাৎ – নতুন আপডেটেড প্রযুক্তি, অনলাইন পাসপোর্ট, অনলাইন ভোটার আইডি, অনলাইন জন্ম নিবন্ধন, অনলাইন ড্রাইভিং লাইসেন্স, অনলাইন জমির দলিল এবং অনলাইন টিকিট সম্পর্কিত সমস্ত বিষয়।
এছারাও আপনি বিনোদন, খেলাধুলা,চাকরির খবর, ইসলামিক, মোবাইল প্রযুক্তি, কম্পিউটার প্রযুক্তি, আপডেটেড মোটরবাইক, টেলিকম প্রযুক্তি এবং আরও অনেক নতুন বিষয় সম্পর্কেও জানতে পারবেন।

তাই সকল আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট সাবস্ক্রাইব করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অনুসরণ করুন।

নতুন পোস্ট সমূহ

  • govt-job-circularসরকারি চাকরির খবর ২০২৫ | সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
  • chatgpt-diay-incomeChatGPT দিয়ে মাসে ৩০ থেকে ৫০ হাজার টাকা ব্লগ কনটেন্ট লিখে আয় করার সুযোগ ২০২৫
  • boesel-bideshi-niyogবোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | জাপান, সিঙ্গাপুর, সৌদি আরবসহ বিভিন্ন দেশে চাকরি
  • ashurar-namazer-niyotআশুরার নামাজের নিয়ত ২০২৫: নিয়ম, দোয়া, রাকাত ও ফজিলত
  • ashurar-roja-koyti-2025আশুরার রোজা কয়টি ২০২৫: কবে রাখা হবে, হাদিসের আলোকে নির্দেশনা ও ফজিলত

বিভাগসমূহ

  • Banking Info (11)
  • অটোকার (4)
  • অনলাইন টিকেট (19)
  • ইতিহাস (3)
  • ইনফো (5)
  • ইসলামিক টিপস (103)
  • উপার্জন করুন (10)
  • গার্মেন্টস টেক (16)
  • চাকরির খবর (2)
  • জন্ম নিবন্ধন (8)
  • জমি-জমা সংক্রান্ত (1)
  • টেক আপডেট (2)
  • টেকনোলজি (43)
  • ট্রেডিং নিউজ (12)
  • পত্র লেখার নিয়ম (19)
  • পাসপোর্ট সংক্রান্ত (2)
  • ভাতা (24)
  • ভোটার আইডি কার্ড (3)
  • মোবাইল ব্যাংকিং (34)
  • মোবাইল রিভিউ (32)
  • মোবাইল সিম ইনফো (41)
  • লাইসেন্স সংক্রান্ত (3)
  • শিক্ষা ইনফো (2)
  • হাসপাতাল ও ডাক্তার লিস্ট (2)
  • হেলথ টিপস (34)

সাথেই থাকুন!

ফ্রি সাবস্ক্রাইব করুন

টেকনোলজি সম্পর্কিত সব ধরনের আপডেট সবার আগে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন 👇

Join 480 other subscribers
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা ও নীতিমালা
  • বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন
Copyright © 2025 SS IT BARI. All Rights Reserved.