Teachmint অ্যাপ সম্পর্কে কমবেশি আমরা সকলেই অনলাইন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের এড দেখে আসতেছি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানেনা এই অ্যাপের মাধ্যমে কি কি কাজ করা যায় এবং কিভাবে এটি একাউন্ট করা যাবে? এর প্রধান কাজ কি এবং এই অ্যাপের সকল খুঁটিনাটি বিষয় সহকারে সবকিছু আমাদের আজকের এই পোস্ট থেকে জানতে পারবেন।
Teachmint অ্যাপ কি
teachmint এই অ্যাপস কে সংক্ষেপে অনলাইন ক্লাসরুম বলা হয়। এই অ্যাপস এর মাধ্যমে ঘরে বসে একজন শিক্ষক ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা প্রদান অনলাইনের মাধ্যমে করতে পারবেন এবং একজন ছাত্র বিভিন্ন রকম শিক্ষকের বিভিন্ন অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করে পড়াশোনা ঘরে বসেই করতে পারবে।
এই অ্যাপসটি এডুকেশনাল অ্যাপস, এই অ্যাপস এর মাধ্যমে আপনি ঘরে বসেই অনলাইনে ক্লাস নিতে পারবেন এবং ছাত্ররা অনলাইনের মাধ্যমে পড়াশোনাও গ্রহণ করতে পারবেন।
তাই এই অ্যাপসটি এখন খুবই বাংলাদেশের জনপ্রিয় হতে চলেছে, এজন্য আপনিও যদি আপনার কাউকে শিক্ষা প্রদান করতে ইচ্ছুক হন বা একজন টিচার হয়ে থাকেন তাহলে এই অ্যাপসটি এখনি ডাউনলোড করে নিন, এবং অন্যান্য ছাত্রদেরকে অনলাইনের মাধ্যমে শিক্ষা প্রদান করুন।
আর আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে ঐ মোবাইল অ্যাপস টি ডাউনলোড করে নিতে পারেন কারণ এই অ্যাপসে আপনি বিভিন্ন রকম ভালো বাংলাদেশের বিভিন্ন শিক্ষকের ক্লাস করতে পারবেন এবং এবং ঘরে বসেই বিভিন্ন রকম ভিডিও ক্লিপ পেয়ে যাবেন।
Teachmint অ্যাপস এর সুবিধা এবং কাজ
বর্তমান ডিজিটাল যুগে এই অ্যাপসটি খুবই আমাদের জন্য সুবিধাজনক, কারণ এটি ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের জন্য মূলত তৈরি করা হয়েছে। আমরা এখন অনেক রকম আবহাওয়া জনিত এবং দেশের স্বাস্থ্য সমস্যার কারণে আমরা স্কুল কলেজ ভার্সিটিতে, যেয়ে অনেক সময় শিক্ষা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তাই আপনি ঘরে বসে অনলাইনে মাধ্যমে এই অ্যাপসের মাধ্যমে উচ্চ শিক্ষা প্রদান এবং গ্রহণ করতে পারছেন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন
Teachmint এর মাধ্যমে অনলাইনে শিক্ষকতা শুরু করুণ মাত্র ২ মিনিটে। শেখান, যেকোনো জায়গা থেকে যেকোনো ডিভাইসে, সম্পূর্ণ ফ্রিতে। Teachmint অ্যাপ ফিচারঃ
- ব্যবহার করুন ১০০% ফ্রিতে
- করুন আনলিমিটেড লেকচার রেকর্ডিং
- নিন আনলিমিটেড লাইভ ক্লাসেস
- ডিজিটাল হোয়াইটবোর্ড সুবিধা
- আনলিমিটেড শিক্ষার্থী সংযোজন সুবিধা
- অটোমেটেড এটেন্ডেন্স ফিচার
- অনলাইন টেস্ট এবং এসাইনমেন্ট সুবিধা
- শিক্ষার উপকরণ শেয়ার করাl
- শিক্ষার্থীদের সাথে লাইভ চ্যাট করা
- মোবাইল, ডেস্কটপ অথবা ট্যাবলেট এ শেখানোর সুবিধা।t
- Android এবং iOS দুটি অ্যাপ এ ব্যবহার করার সুবিধা।
এছাড়াও ছাত্রদের জন্য রয়েছে লাইভ ক্লাসের ব্যবস্থা এবং শিক্ষকদের সঙ্গে যেকোনো সমস্যা নিয়ে সরাসরি কথা বলার সুযোগ।এবং ক্লাসের সাবজেক্ট অনুযায়ী বিভিন্ন রকম ভিডিও ক্লিপ এবং গাইডলাইন।
মোটকথা এই অ্যাপসটি এমনভাবে সাজানো, এখানে ছাত্র এবং শিক্ষক এরা সব ধরনের পড়াশোনা সম্পর্কিত তথ্য জানতে পারবে খুব সহজে অনলাইনের মাধ্যমে ঘরে বসে।
Teachmint এ্যাপস ডাউনলোড করার নিয়ম
আপনি গুগল প্লে স্টোরে গিয়ে Teachmint লিখুন,লিখলেই তাদের অফিশিয়াল অ্যাপসটি আপনার সামনে চলে আসবে। সেখান থেকে আপনি খুব সহজেই তাদের অ্যাপসটি ইন্সটল করে নিন অথবা আমাদের দেয়া এই লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔
প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-
স্মার্টফোনকে ডেক্সটপ মোড করার নিয়ম ফেসবুক হ্যাক এড়াতে এখুনি সজাগ থাকুন এন্ড্রয়েড নতুন ফোন কিনার পর যেসব বিষয় চেক করবেন? সহজে এন্ড্রয়েড ফোন আপডেট করুন স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর সহজ টিপস জেনে নিন
↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇
- ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন।
- বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇
➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন।
➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।
➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।