বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার নিয়ম, যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র(আপডেট)

বয়স্ক ভাতা অনলাইন আবেদন- আপনি যদি বয়স্ক ভাতা অনলাইনে আবেদন করার জন্য আগ্রহী হয়ে থাকেন? তাহলে আজকের এই পোস্টটি সম্পূর্ণ আপনার জন্য বয়স্ক ভাতা অনলাইন আবেদন সম্পর্কিত খুঁটিনাটি সকল বিষয়গুলি আজকের এই পোস্টে জানতে পারবেন। এছাড়াও বয়স্ক ভাতা কিভাবে আবেদন করবেন? বয়স্ক ভাতার আবেদন করার সকল নিয়ম-কানুন। কাদের জন্য প্রযোজ্য? কাদের জন্য প্রযোজ্য না সকল বিষয়গুলি আপনারা এ টু জেড জানতে পারবেন।

আমাদের বাংলাদেশের বয়জ্যৈষ্ঠ উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭ থেকে ৯৮ অর্থবছরে বয়স্ক ভাতা কর্মসূচি চালু করা হয়।

প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে পাঁচজন পুরুষ ও পাঁচজন মহিলার ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কে প্রতি মাসে ১০০ টাকা হারে ভাতা প্রদান আওতায় আনা হয়।

পরবর্তীতে আমাদের দেশের সকল পৌরসভা ও সিটি কর্পোরেশনে এ কর্মসূচি আওতায় নিয়ে আসা হয়।

বর্তমানে ২০২৩ -২৪ অর্থ বছরে ৫৮লাখ এক হাজার বয়স্ক ব্যক্তিকে প্রতি মাসিক ৬০০ টাকা হারে ভাতা প্রদান করা হয়।

বয়স্ক ভাতা কর্মসূচি সমাজসেবা অধিদপ্তর দ্বারা পরিচালিত। বয়স্ক ভাতা কর্মসূচিরমূলক এবং উদ্দেশ্য বয়স্ক জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান । এছাড়াও বয়স্কদের পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি আর্থিক অনুদানের মাধ্যমে তাদের মনোবল জোরদার করণ- চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করা।

আরও পড়ুন-বর্তমানে মাতৃত্বকালীন ভাতা কত টাকা?

বয়স্ক ভাতা পাওয়ার জন্য যোগ্যতা

  • বয়স্ক ভাতা পাওয়ার জন্য নাগরিক প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • সংশ্লিষ্ট স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন থাকতে হবে।
  • বয়স্ক পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছর আর মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর হতে হবে।
  • প্রার্থীর বার্ষিক আয় অনুর্ধ ১০০০০ টাকা হতে হবে।
  • সমাজসেবা অধিদপ্তর থেকে বাছাইকৃত ভাবে নির্বাচিত হতে হবে।

উপরের এই সকল যোগ্যতা ব্যক্তি শুধুমাত্র বয়স্ক ভাতা অনলাইন আবেদন করতে পারবে।

  • সর্বোচ্চ বয়স্ক ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে।
  • এছাড়াও যিনি শারীরিকভাবে অক্ষম এবং কর্মহীনতা আছে তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
  • এছাড়াও তালাকপ্রাপ্ত এবং ভূমিহীন গৃহ বা বয়স্ক নারীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স্ক ভাতার আবেদন অযোগ্য

  • সরকারি কর্মচারী পেনশন ভোগী হলে।
  • দু:স্ত মহিলা হিসেবে ডিজিডি কার্ড ধারী হলে।
  • অন্য কোনভাবে নিয়মিত সরকারি অনুদান বা ভাতা প্রাপ্ত হলে।
  • অন্য কোন বেসরকারি সংস্থার সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিত আর্থিক অনুদান বা ভাতা প্রাপ্ত হলে।

উপরের এই কয়টি বিষয় যদি একজন বয়স্ক ভাতা প্রাপ্তির মধ্যে থাকে তাহলে সে বয়স্ক ভাতা অনলাইন আবেদন করতে পারবে না।

বয়স্ক ভাতা অনলাইন আবেদনের নিয়ম ২০২৫-২০২৬

নতুন নিয়মে ২০২৫-২০২৬ অর্থবছরে আপনারা যারা অনলাইনে বয়স্ক ভাতা আবেদন করতে চাচ্ছেন তারা নিচের এই নিয়মগুলি অনুসরণ করুন।

ধাপ -০১ ঃ বয়স্ক ভাতা আবেদন করার জন্য অনলাইনে প্রথমে আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইল ডিভাইজে গিয়ে গুগল থেকে সার্চ করুন ” https://dss.bhata.gov.bd/online-Applicationবয়স্ক ভাতা অনলাইন আবেদন করার নিয়ম

ধাপ -০২ ঃএখানে গিয়ে নতুন আবেদনকারীর তথ্য* ভাতা কার্যক্রম* এখান থেকে আপনি বয়স্ক ভাতা নির্বাচন করুন।
এরপর নিচের দিকে আবেদনকারী যাচাই করণ।
এখানে বয়স্ক ভাতা আবেদনকারীর ভোটার আইডি কার্ডের সঙ্গে মিল রেখে নাম, জাতীয় পরিচয় পত্র নাম্বার জন্ম তারিখ লিঙ্গ নির্বাচন করে ক্যাপচা পূরণ করে। জাতীয় পরিচয় পত্র যাচাই করুন এই বাটনে ক্লিক করে যাচাই করুন।উপরে সকল ইনফরমেশন ঠিকঠাক থাকে নিচে থেকে সাবমিট করুন বাটন ক্লিক করুন।নিচের ছবির সঙ্গে সুন্দরভাবে মিলিয়ে নিন।বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার নিয়ম

ধাপ -০৩ ঃআপনার ভোটার আইডি কার্ড যাচাই সম্পন্ন হয়ে গেলে নিচের দিকে আসলে ব্যক্তিগত তথ্য বলে একটি অপশন আপনারা পাবেন। এখানে আপনার ছবি আপনার একটি সিগনেচার, পিতার নাম, মাতার নাম,শিক্ষাগত যোগ্যতা, আপনার বয়স, পেশা এসব ইনফরমেশন গুলো প্রদান করতে হবে।নিচের ছবির সঙ্গে সুন্দরভাবে মিলিয়ে নিন।বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার নিয়ম

ধাপ -০৪ ঃএই ধাপে নিচের দিকে আসলে আপনার যোগাযোগের ঠিকানা প্রথমে আপনাকে স্থায়ী ঠিকানা দিতে হবে অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে থাকা জেলা, বিভাগ,এলাকা এই তথ্যগুলো পূরণ করবেন।বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার নিয়ম

ধাপ -০৫ ঃএরপর আপনাকে বর্তমান ঠিকানা দিতে হবে অর্থাৎ বর্তমানে আপনি কোথায় আছেন কোন জেলা কোন বিভাগ কোন এলাকা কোন বাসাতে সব ইনফরমেশন দিয়ে দিবেন। যদি স্থায়ী ঠিকানার মত বর্তমান ঠিকানাও সেম থাকে নিচে জাস্ট টিক দিয়ে দিবেন।বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার নিয়ম

ধাপ -০৬ ঃএ ধাপে বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত। এখানে বয়স্ক ভাতা আবেদনকারীর কর্মক্ষমতা এবং বর্তমানে সে কোন সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে কিনা। এই সকল প্রয়োজনীয় তথ্যগুলি এখানে প্রদান করতে হবে।বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার নিয়ম

ধাপ -০৭ ঃব্যাংক এম এফ এস এর তথ্য:-এখানে বয়স্ক ভাতা আবেদনকারী যে মাধ্যমে পেমেন্ট নিতে আগ্রহ সেই একাউন্ট নাম্বার অথবা মোবাইল ব্যাংকিং নাম্বারটি যুক্ত করে দিবে। এখানে আপনি নগদ- বিকাশ* রকেট যুক্ত করতে পারবেন।
পাশাপাশি ধাপে নিচের দিকে নুমিনির তথ্য বলে একটু অপশন পাবেন। আপনাদের যদি চান নমিনির তথ্য পূরণ করবেন তাহলে হ্যাঁ টিক দিবেন, আর যদি না চান তাহলে না টিক দিবেন। তবে না দেওয়াই ভালো আর হ্যাঁ দিলে আপনাকে নমিনির প্রয়োজনের সকল তথ্য পূরণ করতে হবে।বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার নিয়ম

ধাপ -০৮ ঃযোগ্যতার অন্যান্য তথ্য :- এই ধাপটি অবশ্যই আপনাকে পূরণ করতে হবে এখানে আবেদনকারীর বর্তমানে কয়জন পরিবারের খাবারের ব্যক্তি আছে, পরিবারের সদস্য সংখ্যা কত জন,জমা জমি আছে কিনা এই তথ্যগুলি পূরণ করতে হবে।বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার নিয়ম

ধাপ -০৯ ঃফর্ম জমা :- ধাপে উপরের সকল তথ্য গুলি সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচের থেকে সাবমিট অপশনে ক্লিক করে। অনলাইনে মাধ্যমে বয়স্ক ভাতার আবেদনপত্র কি আপনারা জমা দিবেন। আবেদনপত্র টি সঠিকভাবে জমা দেওয়া হলে সুন্দরভাবে একটি নোটিফিকেশন আসবে এবং সম্পূর্ণভাবে আবেদন পত্রটি জমা হয়েছে এ ধরনের মেসেজ দেখতে পাবেন। এরপর আপনি ট্র্যাকিং নাম্বার দিয়ে পরবর্তীতে আপনার আবেদনপত্রের বর্তমান অবস্থান ট্র্যাক করতে পারবেন আশেপাশে আবেদনপত্র টি এখান থেকে এখনই আপনারা ডাউনলোড করতে পারবেন।
বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার নিয়ম

আশা করছি উপরের দেখানোর নিয়ম অনুসরণ করে নতুন নিয়মে বয়স্ক ভাতা অনলাইন আবেদন সম্পূর্ণ করতে পারবেন।

বয়স্ক ভাতা কত টাকা ২০২৫-২৬

  • বয়স্ক ভাতা ১৯৯৭-৯৮ অর্থবছরের শুরু হওয়ার সময় প্রতি বয়স্ক ব্যক্তিকে ১০০ টাকা করে প্রদান করে আসছিল বাংলাদেশ সরকার।
  • বর্তমানে ২০২৩-২৪ অর্থবছরে একজন বয়স্ক ব্যক্তির বয়স্ক ভাতা বৃদ্ধি করে ৬০০ টাকা করেছে।

উপরের এই ইনফরমেশন গুলি সম্পূর্ণ বয়স্ক ভাতা ওয়েবসাইট থেকে সংগৃহীত।

বয়স্ক ভাতা আবেদনের বয়স কাল কত?

বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার পূর্বে অবশ্যই আপনাকে বয়স সম্পর্কে জানতে হবে। বয়স্ক ভাতা যেন আবেদন করতে হলে পুরুষের বয়স ৬৫ বছরের মধ্যে ও মহিলার বয়স ৬২ বছরে ঊর্ধ্বে হতে হবে।

প্রশ্ন উত্তর

বয়স্ক ভাতা অনলাইনে আবেদন করা যায়?

হ্যাঁ বয়স্ক ভাতা আবেদনটি আপনি অনলাইনের মাধ্যমে বর্তমানে করতে পারবেন।

বয়স্ক ভাতা টাকা কত?

বর্তমান ২০২৩-২৪ অর্থবছরের একজন বয়স্ক ব্যক্তির ভাতা প্রদান করছে ৬০০ টাকা করে প্রতিমাস প্রতিজন।

বয়স্ক ভাতা আবেদন করতে অনলাইনে কি টাকা লাগে?

না বয়স্ক ভাতা অনলাইন আবেদন করতে কোন ধরনের টাকা প্রয়োজন নেই।

বয়স্ক ভাতা আবেদনের যোগ্যতা?

  • অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • পুরুষ হলে 65 বছর মহিলা হলে 62 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে।
  • ভোটার আইডি কার্ড জন্ম সনদ থাকতে হবে।

শেষ কথা

বয়স্ক ভাতা অনলাইনে আবেদন এই সম্পর্কিত উপরের সকল তথ্যগুলি বয়স্ক ভাতা অনলাইন ওয়েবসাইট থেকে সংগৃহীত। ভাষা জনিত কোন ভুল করেই হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং উপকৃত হয়ে থাকলে পোস্টটিতে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।

আরও পড়ুন-মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন করার নিয়ম

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉টেক নিউজের সকল খবর সবার আগে পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আমি মোঃ সানাউল বারী। পেশায় আমি একজন চাকরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকরির পাশাপাশি, আমি গত ১৪ বছর ধরে আমার নিজস্ব ওয়েবসাইটে লেখালেখি করছি এবং আমার নিজস্ব ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট তৈরি করছি। বিশেষ দ্রষ্টব্য - লেখায় যদি কোনও ভুল থাকে, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ধন্যবাদ।