বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করার নিয়ম

বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক –আপনি যদি একজন বাংলালিংক গ্রাহক হয়ে থাকেন আর প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য।আজকের পোস্টে জানতে পারবেন বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করবেন? কিভাবে এবং বাংলালিংক এমবি চেক করবেন কিভাবে? এবং এই বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করা সম্পর্কিত সকল বিষয় আজকে পোস্টে জানতে পারবেন।

বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স বা বাংলালিংক এমবি চেক করার দুটি পদ্ধতি রয়েছে । প্রথমটি হল *৫০০০*৫০০# কোড ডায়াল করে এবং দ্বিতীয়টি হল মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে বিস্তারিত নিচে আলোচনা করেছি।

আপনার সকলে জানেন বর্তমানে যতগুলি বাংলাদেশের সিম কোম্পানী রয়েছে এর মধ্যে উন্নত এবং শীর্ষ অবস্থানে রয়েছে বাংলালিংক সিম কোম্পানি॥তাই বাংলাদেশের প্রচুর গ্রাহক এই বাংলালিংক সিম ব্যবহার করার ফলে তারা বাংলালিংকে এমবি এবং ইন্টারনেট ব্যবহার করে থাকে যার ফলে অনেক সময় আমরা ভুলে যায় বাংলালিংকের ইন্টারনেট ব্যালেন্স চেক করার নিয়ম সম্পর্কে তাই আজকের পোস্টে সুন্দরভাবে এবং সহজভাবে যতগুলি বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করার সিস্টেম রয়েছে বা নিয়ম রয়েছে প্রত্যেকটি নিয়ম আপনাদেরকে আলোচনা করব।

বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করার নিয়ম

বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করার তিন ধরনের নিয়ম রয়েছে আমি প্রত্যেকটি নিয়ম নিচে আলোচনা করছি:-

বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক কোড

বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন ইউএসএসডি কোডের মাধ্যমে ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য আপনি আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *৫০০০*৫০০# ।সঙ্গে সঙ্গে আপনি আপনার বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্সে কত রয়েছে সেই মেসেজটি পেয়ে যাবেন।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

আশা করছি আপনারা যারা বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করার কথা ভেবেছিলেন ওপরের এই নিয়মে যে কোন বাটন মোবাইল অথবা স্মার্ট মোবাইল ফোন থেকেও আপনারা চেক করে নিতে পারবেন।

মাই বিএল অ্যাপের মাধ্যমে বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক

আপনারা যারা স্মার্ট মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছেন এবং ইন্টারনেট সংযোগ রয়েছে তারা খুব সহজেই মাইবিএল অফিসিয়াল এই বাংলালিংক সিম কোম্পানির অ্যাপ এর মাধ্যমে খুব সহজেই বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক থেকে শুরু করে বাংলালিংক এর যতগুলি অফার সবকিছু এখান থেকে দেখতে পাবেন,জানতে পারবেন এবং ক্রয় করতে পারবেন।

👉Google Play Store এ গিয়ে মাই বিএল লিখে সার্চ করুন।এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নিন।

👉এখন আপনি আপনার যে বাংলালিংক নাম্বারের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে চাচ্ছেন সেই বাংলালিংক নাম্বারটি দিয়ে লগইন করে নিন।

👉লগইন সম্পন্ন হয়ে গেলে হোমস্ক্রিনে একটি আপনি আপনার বাংলালিংক ব্যালেন্স বাংলালিংক ইন্টারনেট প্যাক এবং বাংলালিংকের ইন্টারনেট ব্যালেন্স দেখতে পাবেন।

আরো সহজে কাজটি বোঝার জন্য বা করার জন্য নিচের ইমেজগুলো অনুসরণ করুন👇বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করার নিয়ম

আশা করছি আপনারা যারা স্মার্ট মোবাইল ইউজার রয়েছেন তারা খুব সহজে উপরের দেখানো এই অ্যাপের মাধ্যমে আপনারা বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন।

হেল্প লাইনের মাধ্যমে বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক

আপনি চাইলে সরাসরি ওয়ান টু ওয়ান এ কল করে আপনি আপনার কাঙ্খিত বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন।

বাংলালিংক এমবি চেক ২০২৪

আপনি যদি বাংলালিংকের এমবি চেক করতে চান তাহলে দুটি পদ্ধতিতে আপনি বাংলালিংকে এমবি চেক করতে পারবেন।

১. আপনার সিমের ডায়াল প্যাডে এ ডায়াল করবেন *৫০০০*৫০০#তাহলে সঙ্গে সঙ্গে আপনার ইন্টারনেট ব্যালেন্স বা এমবি ব্যালেন্স কত সেটি জানতে পারবেন|

২. ⁠MyBL অ্যাপের মাধ্যমে খুব সহজে বাংলালিংক এমবি ব্যালেন্স চেক করতে পারবেন।গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ইন্সটল করে একটিভ করে নিবেন।

বাংলালিংক এমবি চেক কোড

*৫০০০*৫০০# এই কোডটি যেকোনো বাংলালিংক সিম এক্টিভ করে ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনি banglalink ইন্টারনেট এমবি চেক করতে পারবেন।

বাংলালিংক এমবি অফার দেখার কোড

বাংলালিংক এমবি অফার দেখতে ডায়াল করতে হবে *৮৮৮# অথবা মাই বাংলালিংক অ্যাপ থেকে সরাসরি বাংলালিংকে ইন্টারনেট বা এমবি অফার গুলি দেখতে পাবেন।

বাংলালিংক এর সকল ইউএসএসডি কোড সমূহ
  • নিজের বাংলালিংক নাম্বার চেক করতে ডায়াল করুন *৫১১#।
  • বাংলালিংক মোবাইল ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২৪#।
  • বাংলালিংক সিমের মিনিট চেক করতে ডায়াল করুন *১২৪*২#।
  • বাংলালিংক সিমের এমবি চেক বা ইন্টারনেট চেক করতে ডায়াল করুন *৫০০০*৫০০# অথবা *১২৪*৩#।

আশা করছি banglalink সিমের উপরের এই কোডগুলি আপনার উপকারে আসবে।

শেষ কথা

আশা করছি আপনারা যারা বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স কোড সম্পর্কে জানতে চেয়েছেন তারা সঠিক তথ্যটি পেয়েছেন এছাড়াও মানুষের সকল সিম সম্পর্কিত সব ধরনের তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখুন।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-

রবি ইন্টারনেট ব্যালেন্স চেক করার নিয়ম
সহজ নিয়মে এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক করুন

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

  • ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
  • বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন
  • বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি। বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।