গার্মেন্টসে কাটিং ইনচার্জ এর কাজ-দায়িত্ব ও কর্তব্য কি?

গার্মেন্টসে কাটিং ইনচার্জ এর কাজ-গার্মেন্টস সেক্টরে একজন কাটিং ইনচার্জ এর কাজ খুবই গুরুত্বপূর্ণ।কারণ একজন কাটিং ইনচার্জ এর উপরে নির্ভর করে ফেব্রিক কাটিং এর পুরো দায়িত্ব।তাই একজন কাটিং ইনচার্জকে তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে মনোযোগী হতে হয়।তার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্যগুলো যথাযথ পালন করলেই কর্মরত প্রতিষ্ঠানের সুনাম বজায় থাকে।

অনেকেই প্রশ্ন করে থাকেন গার্মেন্টসে কাটিং ইনচার্জ এর দায়িত্ব ও কর্তব্য কি। তাদের উদ্দেশ্যে আজকে আমার এই কনটেন্ট এর লেখা। আশা করছি শেষ পর্যন্ত পুরো লেখাটি পড়বেন এবং এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ধারণা পাবেন।

গার্মেন্টসে কাটিং সেকশন

একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে বা কারখানায় পোশাক তৈরিতে যতগুলো কাপড়ের টুকরা বা অংশ দরকার তার সবই যোগান দেয় কাটিং সেকশন অর্থাৎ পোশাক তৈরিতে কাপড়ের প্রয়োজন অনুসারে কাটার কাজ যে স্থানে হয় তাকে গার্মেন্টসের কাটিং সেকশন বলে। এই কাটিং সেকশনে ফেব্রিক বা কাপড়ে পোশাক তৈরির মেজারমেন্ট অনুযায়ী কাটিং করা হয়।

গার্মেন্টস কাটিং সেকশনের কাজ সমূহ

গার্মেন্টস কাটিং সেকশনে যে সমস্ত কাজ করা হয় তাহলো:

*প্রথমে ফেব্রিক কালেকশন করা হয় বায়ারের গার্মেন্টস ফেব্রিক চাহিদা অনুযায়ী কারণ হচ্ছে একেক বাইয়ার তার চাহিদাকৃত ফেব্রিক দ্বারা গার্মেন্টস তৈরি করতে চান।

*তারপর ফেব্রিক এন এ রিলেক্সড করা হয়।তবে এখানে সব ফেব্রিক এর জন্য একই রকম রিলেক্সড টাইমে রাখা হয় না একেক ফেব্রিক এর জন্য একেক রকম রিলেক্সট টাইম রাখা এর কারণ হচ্ছে সব ফেব্রিকের জিএসএম একই রকম হয় না। এখানে ফেব্রিকের রিলিক্স রাখার একটাই কারণ তা হচ্ছে সাধারণত আমরা জানি ফেব্রিক ফিনিশিং থেকে নিয়ে আসা হয় তখন ওই ফেব্রিক‌ গরম থাকে তাই ঠান্ডা করার জন্য ফেব্রিক রিলেক্সড রাখা হয়।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

*এরপর ফেব্রিক রিলাক্সজেশন থেকে এনে কাটিং টেবিলে বিছানোর জন্য প্রস্তুতি নেয়া হয়।

*তারপর ফেব্রিকের দৈর্ঘ্য ও প্রস্থের উপর ভিত্তি করে কাটিং টেবিলের উপর ফেব্রিক বিছানো হয়।নির্দিষ্ট পরিমাণ ফেব্রিক বিছানো হয় কারণ মাত্রা অতিরিক্ত ফেব্রিক পেছানো হলে ফেব্রিক কাটিং এর সময় ফেব্রিক নষ্ট হয়ে যায়।

*তারপর উত্তর লে-কৃত ফেব্রিকের ওপর মার্কার পেপার বিছানো হয় যে মার্কার পেপারে গার্মেন্টসের প্রতিটি প্যাটার্ন অঙ্কন করা থাকে।এমন ভাবে ফেব্রিকের সাথে মার্কার গাম টেপ দিয়ে আটকানো হয় যাতে ফেব্রিক নড়াচড়া করতে না পারে।

*লে-কৃত ফেব্রিক থেকে যাতে মার্কার সরে না যায় এবং লে-কৃত ফেব্রিক সমূহ এক জায়গায় শক্তভাবে থাকে সে জন্য ক্লিপ ব্যবহার করা হয়।

*তারপর মার্কারের ওপর অংকন রেখা অনুযায়ী নাইস কাটার দিয়ে ম্যানুয়াল ভাবে ফেব্রিক কাটা হয়। এখানে খুব সাবধানতার সাথে একজন অপারেটর কাজ করে থাকেন। কারণ একটু ভুলের জন্য একটি গার্মেন্টসের অনেকগুলো বডির অংশ নষ্ট হয়ে যেতে পারে।

*অপারেটরের যাতে ফেব্রিক কাটিং এর সময় হাতের কোন প্রকার ক্ষতি না হয় সেজন্য তারা ম্যাটেল হ্যান্ড গ্লোবস ব্যবহার করে থাকেন।

*কাটিং শেষে গার্মেন্টসের কাটিং অংশের ফ্রন্ট ও ব্যাক সাইড সঠিক রাখার জন্য স্টিকার লাগানো হয় যাদের প্রিন্টিং সুইং এ কোন প্রকার ভুল ভ্রান্তি না হয়।এখানে ভুল হলেই গার্মেন্টসটি নষ্ট হয়ে যাবে তবে এখানে স্টিকারের আরো কাজ হচ্ছে সাইজ সঠিক রাখা ও কাটিং নাম্বার নির্দেশন করা। কাটিং নাম্বার বলতে ধরা যাক ফেব্রিক কাটিং করতে হবে ১০০০ কেজি এখন এই ফেব্রিক একসাথে কাটার সম্ভব নয় তাই যতবার এই ফেব্রিক কাটিং করা হবে কাটিং নাম্বার তত হবে।

*এরপর ফেব্রিক কাটিং সাইজ অনুযায়ী আলাদা আলাদা বাঁধা হয় যাতে কাটিং ফেব্রিক এলোমেলো না হয়।

*তারপর কাটিং ফেব্রিক কোয়ালিটি চেকিং এর কাছে পাঠানো হয় এখানে কাটিং ফেব্রিকের গুণগত মান যাচাই করা হয়। কাটিং ফেব্রিক এর সমস্যা হলে তার রিজেক্ট করে দিয়ে রিপ্লেস করা হয়। এখানে কোয়ালিটি চেক খুবই গুরুত্ব সহকারে দেখা হয় কারণ ভুল হলে তৈরি কৃত গার্মেন্টসের মেজারমেন্ট ভুল হবে।

কাটিং কোয়ালিটি ইনচার্জ এর দায়িত্ব কর্তব্য

একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে কাটিং কোয়ালিটি ইনচার্জ এর দায়িত্ব ও কর্তব্য অনেক। কাটিং সেকশনে ফেব্রিক বা পোশাকের মেজারমেন্ট অনুযায়ী কাটিং ঠিকমতো করার দায়িত্ব থাকে একজন কাটিং কোয়ালিটি ইনচার্জ এর ওপর। তিনি নির্দেশনা দিয়ে তার অধীনস্থদের সঠিকভাবে কাজ বুঝিয়ে দেন।  একজন কাটিং কোয়ালিটি ইনচার্জকে তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকা উচিত।

কাটিং কোয়ালিটি ইন চার্জ এর দায়িত্ব কর্তব্য গুলো হলো:

*কাজের সারসংক্ষেপ টেকনিক্যাল ম্যানেজার ও প্রোডাকশন ম্যানেজারের নির্দেশ মোতাবেক উৎপাদন প্রক্রিয়া সক্রিয় রাখতে ফ্লোরে কর্মরত কাটিং অপারেটর এবং সহকারী কাটিং অপারেটরদের এবং মার্কার ম্যানদের কার্যক্রম পরিচালনা করা।

*কাজের রিপোর্টিং/ জবাবদিহিতা দিতে হয় টেকনিক্যাল ম্যানেজার ও প্রোডাকশন ম্যানেজারের নিকট।

*দায়িত্ব ও সতর্কতার সাথে ফেব্রিক গ্রহণ করা। এবং ফেব্রিক্স কাটিং এ আসার পর ফেব্রিক চেক করানোর ব্যবস্থা করা (কাপড়ের মধ্যে রিজেক্ট হোল বা ডাইং এর কোন সমস্যা আছে কিনা)।

*বায়ারের অর্ডারের গুরুত্ব অনুযায়ী সারাদিনের কাজের পরিকল্পনা দিনের শুরুতেই করা এবং কতটুকু কাপড় লাগবে কতটুকু মার্কিং করতে হবে তা নির্ধারণ করা।

*কাটিং ইনচার্জ এর কাজ কাটিং মেশিন সর্বোচ্চ কতটুকু কার্যকর উপায়ে ব্যবহার করা যায় এবং ফেব্রিক কতটা ভালোভাবে টেবিলে বিছানো যায় সেই বিষয়ে তার অধীনস্থদের প্রশিক্ষণ দেওয়া।

*দক্ষতার সহিত ফেব্রিক ব্যবহার করা এবং যথাসম্ভব অতিরিক্ত ফেব্রিক কমকাটা এবং সময়মতো শর্ট লিস্ট সংশ্লিষ্ট বিভাগে প্রদান করা।

*অর্ডারের পরিমাণ অনুযায়ী মার্চেন্ডাইজিং বিভাগের দেওয়া ফেব্রিক হিসাব ঠিক রাখা। এবং ফেব্রিক ঠিক আছে কিনা তা পরীক্ষা করা।

*কাটিং করতে যদি কোন সমস্যার সৃষ্টি হয় এবং তার সমাধান দিতে যদি কোন প্রকার সমস্যা হয় তাহলে সাথে সাথে পিএম টিএম এর সাথে পরামর্শ করা। এবং তাদের সাহায্য নেওয়া।

*কোন অবস্থাতেই যাতে লাইনের কর্ম পরিবেশ নষ্ট না হয় তা নিশ্চিত করা।

*কাটিং ইনচার্জ এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি এর নিয়ম কানুন গুলো ভালোভাবে মেনে চলা।

*মার্কার এসুরেন্স করা।

*কাটিং সেকশেনের সমস্ত নিয়মকানুন রক্ষা করা।

*কাটিং ম্যানেজারের কাজে সহায়তা করা।

*প্রোডাকশন শিডিউল সম্পর্কে জ্ঞান রাখা।

*টপ লেভেল ম্যানেজমেন্ট ও মিড লেভেল ম্যানেজমেন্ট এর মধ্য ভালো সম্পর্ক স্থাপন করা।

*সুইং সেকশনের প্রতিনিয়ত কাজ চলমান রাখার ব্যবস্থা করা।

*অতিরিক্ত ওয়েস্টেজ যেন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা।

*সাপ্তাহিক সিডিউল সম্পর্কে ম্যানেজার কে জানানো।

*কাটিং এর প্রোডাক্টিভিটি নিশ্চিত করা।

কাটিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজ

কাটিং কোয়ালিটি ইন্সপেক্টর এর দায়িত্ব ও কর্তব্য গুলো হলো:

*লে এবং স্প্রিডিং কোয়ালিটি চেক করা।

*লে দেওয়ার সময় ফেব্রিক্স ডিফেক্ট গুলো মার্ক করা এবং শেডিং চেক করা।

*লে হাইট এবং কাটিং কোয়ালিটি চেক করা।

*কাটিং প্যানেল সঠিক ভাবে নাম্বারিং ও বান্ডিলিং হয়েছে কিনা চেক করা।

*হার্ট প্যাটার্ন দ্বারা টপ মিডিল ও নিচের পাই চেক করা।

*ডিফেক্ট সম্পর্কে সুপারভাইজার কে অবগত করা এবং সমাধান করা।

*সঠিকভাবে রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট সুপারভাইজার কে অবশ্যই অবগত করা।

*১০০% কাট প্যানেলের ফেব্রিক্স কোয়ালিটি সঠিক ভাবে চেক করা।

*ডিফেক্টস পার্টগুলো একই নাম্বারের রোল থেকে রিপ্লেজ করা আর হয়েছে কিনা তারা নিশ্চিত করা।

*প্রিন্টিং পার্টগুলো কালার সাইজ মেজারমেন্ট প্রিন্টিং পজিশন স্পট ও প্রিন্টিং quality সোয়াচ অনুযায়ী চেক করা।

*এমব্রয়ডারি পার্টগুলো স্টিচিং মেজারমেন্ট পজিশন থ্রেড কালার ব্রোকেন নিডল হোল লুজ/আনকাট চেক করা।

*সবকিছুর উপর রিপোর্ট তৈরি করে অবশ্যই সংশ্লিষ্ট সুপারভাইজার কে অবগত করা।

কাটিং সেকশনে কাজ করতে হলে অবশ্যই ফেব্রিক্স বা কাপড় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ফেব্রিক্স কাপ কাপড়ের কোন প্রকার ভুল থাকলে তা শনাক্ত করার দক্ষতা থাকা একজন কাটিং ইনচার্জ এর ক্ষেত্রে খুবই দরকারী। এছাড়াও কাটিং ইনচার্জকে ফেব্রিক কাটিং এর কোন প্রকার ভুল হলে তা সমাধানের সর্বোচ্চ উপায় জানতে হবে।

প্রশ্ন-১: মার্কার প্যাটার্ন কাকে বলে?

উত্তর:পোশাক কারখানায় একসাথে অনেক কাপড় কাটার জন্য একটা একটা করে কাপড়ের স্তরে স্তরে সাজিয়ে কাটা হয়।

কাটার জন্য কাপড়ের উপরের স্তরে একটা দাগ দেওয়া কাগজ বিছানো হয়। উক্ত কাগজের দাগ নির্ণয় করে কাপড় কাটা হয় এই কাগজটাকে মার্কার প্যাটার্ন বলে।

প্রশ্ন-২: সুইং সেকশনের কাজ কি?

উত্তর:ছোট ছোট টুকরা কাপড়ের অংশকে মানুষের পরিধানযোগ্য করে তৈরি করা বা সেলাই করাই হচ্ছে সুইং সেকশন এর কাজ।

প্রশ্ন-৩: কাটিং কোয়ালিটি সুপারভাইজার কে?

উত্তর:গার্মেন্টস ফ্যাক্টরিতে কিংবা অন্য কোথাও কাটিং সেকশন নিয়ন্ত্রণ করার জন্য সুপারভাইজার এর দায়িত্ব পালন করে যে তাকেই বলা হয় কাটিং কোয়ালিটি সুপারভাইজার।

শেষ কথা-

আশা করছি এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা কাটিং কোয়ালিটি সেকশনের কাজ সম্পর্কে ধারণা গ্রহণ করতে পেরেছেন। এ কনটেন্টটি সম্পর্কে কারো কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আরো নতুন নতুন বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকবেন।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-

গার্মেন্টস কোয়ালিটি পলিসি বা নীতিমালা
ফিনিশিং কোয়ালিটির কাজ
গার্মেন্টস বা যে কোন চাকরিতে প্রমোশনাল লেটার বা পদোন্নতির আবেদন পত্র
বাংলাদেশের কয়েকটি শীর্ষ স্থানীয় গার্মেন্টস কোম্পানির নাম
গার্মেন্টস কি কত প্রকার ও কি কি
কোন সেলাই মেশিনের কেমন দাম
রিজাইন লেটার বাংলা ও ইংলিশে
গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলার অফিসার
গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ 
সুইং কোয়ালিটির কাজ কি

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

  • ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
  • বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন
  • বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

 

SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ টিম