নগদ কাস্টমার কেয়ার নাম্বার -বর্তমানে নগদ মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহক সংখ্যা বাড়ার ফলে আমাদের সমস্যার সমাধান এবং নগদ সম্পর্কিত তথ্য যাতে সরাসরি খুব দ্রুত আমাদের কাছে পৌঁছে যায় এজন্য নগদ চালু করেছে বিভিন্ন মাধ্যমে নগদ কাস্টমার কেয়ার সেবা সমূহ।
তাই আজকের এই পোস্টটি যদি আপনারা সম্পূর্ণভাবে পড়েন, তাহলে খুব সহজেই নগদ কাস্টমার কেয়ার নাম্বার, নগদ কাস্টমার কেয়ার লোকেশন, নগদ কাস্টমার কেয়ার হেড অফিসে সরাসরি কথা বলতে চাইলে নগদ কাস্টমার কেয়ার লাইভ চ্যাট থেকে শুরু করে নগদের কাস্টমার কেয়ারের সঙ্গে যতগুলো যোগাযোগের মাধ্যম রয়েছে, আজকের এই পোস্ট থেকে সম্পূর্ণভাবে প্রত্যেকটি নগদ কাস্টমার কেয়ার লোকেশন অর্থাৎ প্রতিটি জেলার নগদ কাস্টমার কেয়ার নাম্বার, লোকেশন সম্পর্কে সব কিছু জানতে পারবে।
আপনাদেরকে নগদ কাস্টমার কেয়ার নাম্বার এই সম্পর্কিত তথ্য জানানোর পূর্বে একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই যে, আমাদের ব্লগ সাইটে যতগুলো পোস্ট সম্পর্কে আপনি জানতে পারবেন প্রত্যেকটি পোস্টগুলো প্রতি মাসে অফিশিয়াল ওয়েবসাইটের সঙ্গে বা অফিশিয়াল তথ্যের সঙ্গে মিল রেখে আপডেট করা হয়। তাই আমাদের ব্লগার সাথে প্রত্যেকটি পোস্ট আপনার লাইভ আপডেট এবং সঠিক তথ্য পাবেন।
নগদ কাস্টমার কেয়ার লাইভ চ্যাট
বর্তমান যুগ যেহেতু অনলাইন যুগ।তাই আমরা কম বেশি প্রত্যেকেই স্মার্ট মোবাইল ফোন এবং ইন্টারনেট সংযোগ ব্যবহার করে থাকি। তাই এই স্মার্ট মোবাইল ফোন ইন্টারনেট সংযোগ এবং প্রযুক্তিকে ব্যবহার করে নগদ চালু করেছেন নগদ কাস্টমার কেয়ার লাইভ চ্যাট।
আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে নগদের কাস্টমার কেয়ারে লাইভ চ্যাটের সাহায্যে কথা বলতে পারবেন।
নগদ কাস্টমার কেয়ার লাইভ চ্যাটের সাহায্যে কথা বলতে নিচের লিংকটি ভিজিট করুন- https://www.facebook.com/MyNagad
যাদের স্মার্ট মোবাইল ফোন ইন্টারনেট সংযোগ এসব নেই তারা নিরাশ হবেন না আমি নগদের সঙ্গে যোগাযোগের প্রত্যেকটি মাধ্যম আজকে আপনাদেরকে জানাবো।
নগদ কাস্টমার কেয়ার হেড অফিস
আপনারা যারা নগদ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করছেন , যেহেতু নগদ মোবাইল ব্যাংকিং বর্তমানে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে এজন্য আমাদের অনেকেরই নগদ কাস্টমার কেয়ার হেড অফিসে সরাসরি যাওয়ার প্রয়োজন পড়ে থাকে। কিন্তু সমস্যা হয় নগদ কাস্টমার কেয়ার হেড অফিসে যাওয়ার পূর্বে আমরা সঠিক অ্যাড্রেসটা(ঠিকানা) জানিনা। যার ফলে অসম্পূর্ণ ঠিকানা বলে বা ভুল ঠিকানা বলে আমরা বিভিন্ন সময় ভুল লোকেশনে চলে যায়। যার কারণে আমাদের সময় অর্থ দুটিই নষ্ট হয়।
তাই আমি নিচে আপনাদেরকে নগদ কাস্টমার কেয়ার হেড অফিসের সঠিক ঠিকানাটি দিয়ে দিচ্ছি যে ঠিকানাটা আপনি রিক্সা চালক -বাস চালক অথবা ঢাকা শহরে যে কাউকে দেখালে বা বললে আপনাকে সে ঠিকানায় পৌঁছে দিবে।
ঠিকানা :- ডেল্টা ডালিয়া টাওয়ার লেভেল ১৩ এবং ১৪, ৩৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা ১২১৩।
শুধুমাত্র উপরের এই ঠিকানায় আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে নগদ কাস্টমার কেয়ার হেড অফিস পেয়ে যাবে।
নগদ কাস্টমার কেয়ার নাম্বার
এখন আপনাদেরকে জানাবো সবচাইতে জনপ্রিয় সহজ দ্রুত নগদ কাস্টমার ম্যানেজারের সঙ্গে সরাসরি নগদ সম্পর্কিত যেকোনো ধরনের সমস্যা, যেকোনো ধরনের প্রশ্ন জানার জন্য যোগাযোগ করবেন যে নাম্বারে।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন
নিচে থাকা নগদ মোবাইল ব্যাংকিং হেল্পলাইন এই নাম্বারটিতে সরাসরি আপনি আপনার মোবাইলের যেকোনো অপারেটর থেকে নগদ হেল্পলাইন নাম্বারে কথা বলতে পারবেন।
নগদ কাস্টমার কেয়ার নাম্বার হলো- ০৯৬ ০৯৬ ১৬১৬৭ আথবা ১৬১৬৭ নম্বর।
উপরের এই দুটি নাম্বারে যে কোন ব্যক্তি যে কোন মোবাইল অপারেটর থেকে সপ্তাহের সাত দিন রাত দিন ২৪ ঘন্টা যোগাযোগ করে কথা বলতে পারবেন।
নগদ কাস্টমার কেয়ার অনলাইন
আপনি চাইলে অনলাইনের মাধ্যমে ইমেইল করে নগদ কাস্টমার কেয়ারের সঙ্গে আপনার যেকোন সমস্যার বিষয় নিয়ে আলোচনা বা যোগাযোগ করতে পারবেন।
ইমেইল- Info@nagad.com.bd
উপরের এই ঠিকানায় আপনি আপনার সমস্যা নিয়ে ইমেইল করলে ২৪ ঘন্টার মধ্যে আপনি সেই ইমেইলের রিপ্লাই পাবেন ।
নগদ অফিস নাম্বার
অনেকে নগদ অফিস নাম্বার খুজে থাকেন? তাদের জন্য একটি কথা বলব নগদের কাস্টমার কেয়ার নাম্বারই নগদের অফিস নাম্বার যেটাকে আমরা নগদের হেল্পলাইন নাম্বার বলে থাকি।
নগদ কাস্টমার কেয়ার নাম্বার- ক্যারিয়ার
আমরা অনেকে নগদ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানে চাকুরীর জন্য যোগাযোগ করতে চেয়ে থাকি?
তাদের জন্য নগদের চাকুরি বিষয়ে যোগাযোগ করতে পারবেন নিচের থাকা এই ইমেইলের মাধ্যমে।
ইমেইল – hr.recruitment@nagad.com.bd
চাকুরী সম্পর্কিত সব ধরনের তথ্য আদান-প্রদানের মাধ্যম এই ইমেই। অর্থাৎ নগদ কাস্টমার কেয়ার নাম্বার এই ইমেইল আইডি ও আরেকটি চাকুরীর ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম।
নগদ কাস্টমার কেয়ার লোকেশন
আপনি যদি খুব সহজে বাংলাদেশের যেকোনো লোকেশনে নগদ কাস্টমার কেয়ারের তথ্য জানতে চান তাহলে খুব সহজে অনলাইনের মাধ্যমে কাজটি করতে পারবেন।
নগদ কাস্টমার কেয়ার হেল্পলাইনে যোগাযোগ করার জন্য নগদ চালু করেছে নগদ সেবা (Nagad Sheba). নগদের সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যেকোনো কাস্টমার কেয়ার লোকেশন সম্পর্কে জানতে পারবেন।
প্রথমে এই লিংকে ভিজিট করুন- https://nagad.com.bd/nagad-sheba/
আপনার সামনে নগদ সেবা সার্ভিস এর এই ইন্টারফেসটি চলে আসবে। এখান থেকে আপনি আপনার জেলা এবং থানা সিলেক্ট করে সার্চ করুন।সঙ্গে সঙ্গে আপনার সামনে সেই থানা এবং জেলার যতগুলো নগদ সেবা কেন্দ্র রয়েছে তার ঠিকানা,সার্ভিসের সময়কাল, কাউন্টার নাম্বার সকল ইনফরমেশন চলে আসবে।
নগদ কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা –ঢাকা বিভাগ
অনেকে রয়েছেন শুধুমাত্র নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার ঢাকা বিভাগের ঠিকানা সমূহ জানতে চেয়ে থাকেন।
- নগদ কাস্টমার কেয়ার বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা (বাইতুল মোকাররম মসজিদের পাশে কাউন্টার নাম্বার ২৭) অফিস সময় – সকাল ৯ টার থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত।
- নগদ কাস্টমার কেয়ার বনানী -বনানী বাস স্ট্যান্ডের পাশে ঢাকা ১২১৩। অফিস সময় :-সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
- নগদ কাস্টমার কেয়ার নাম্বার ঢাকা মোর বিরামপুর দিনাজপুর আনসার মাঠের পাশে ঢাকা মোর বিরামপুর দিনাজপুর।
- নগদ কাস্টমার কেয়ার নাম্বার ঢাকা রায়পুর মেইন রোড লক্ষ্মীপুর (লক্ষ্মীপুর হাজী মার্কেট দ্বিতীয় তলা, বাগবাড়ী, ঢাকা রায়পুর মেইন রোড, সদর লক্ষীপুর -৩৭০০
নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা –চট্টগ্রাম
- চট্টগ্রাম এলিট মটরস, সেকেন্দার সেন্টার তৃতীয় তলা, অক্সিজেন সার্কেল বাইজিদ চট্টগ্রাম।
- চট্টগ্রাম তাহের মসজিদ-০৪, নিচতলা, গোডাউন রোড, সীতাকুণ্ড উত্তর বাজার, চট্টগ্রাম।
- চট্টগ্রাম সাউথল্যান্ড সেন্টার, ত্বতীয় তলা আগারবাগ, চট্টগ্রাম।
- বান্দরবান ও রাঙ্গামাটি বান্দরবান বাজার,২ নং গলি বান্দরবান চট্টগ্রাম।
নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা- কুমিল্লা বিভাগ
- কুমিল্লা আর্টিসান নাসির সেন্টার, ষষ্ঠ তলা নজরুল এভিনিউ, কান্দির পাড়া, কুমিল্লা।
- কুমিল্লা পাইওনিয়ার সিটি নিউ মার্কেট, তৃতীয় তলা, দৌলতগঞ্জ বাজার, লাকসাম, কুমিল্লা।
- কুমিল্লা মায়া ট্রেড, মীর হোসেন ভিলা, বাড়ি নাম্বার ৮১ দ্বিতীয় তলা, জামে মসজিদ রোড, চৌদ্দগ্রাম, কুমিল্লা ৩৫০০।
- কুমিল্লা পানসি express তাকওয়াজ প্লাজা(প্রথম তলা), অফিস রোড, বুড়িচং বাজার, বুড়িচং, কমিল্লা।
নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা –রংপুর বিভাগ
- রংপুর মধুবন, প্রোথান পোস্ট অফিস ৫৪০০,রংপুর।
- নগদ কাস্টমার কেয়ার নাম্বার রংপুর সদর, বাড়ি #৩৪০,রোড#০১,১ম তলা,মুলতান পুকুরপাড় রংপুর সদর রংপুর।
- দিনাজপুরের মোহাম্মদ আব্দুল কাওসার, টন ঢিলা প্রথম তলা, কেতুয়ালি থানার পাশে, মশান কালী মন্দির রোড, কালিটোলা দিনাজপুর সদর দিনাজপুর।
- দিনাজপুর ও গাইবান্ধা মোহাম্মদ জাকারিয়া মাসুদ এবং আব্দুল জলিল সুপারমার্কেট প্রথম তলা ৩৩০ সি এন বি রোড, গোপাল বাগ গোবিন্দগঞ্জ গাইবান্ধা।
- পঞ্চগড় এইচডি এন্টারপ্রাইজ মহিলা, কলেজ রোড, আটোয়ারী, পঞ্চগড।
নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা –খুলনা বিভাগ
- নগদ কাস্টমার কেয়ার বকখালি মোড় খুলনা বিভাগ, আকিজ উদ্দিন হাসপাতাল, আরও বেকারি খুলনা।
- খুলনা আনার বাগ ৪৭ নিউ নিসিপ্যাল, ট্রাঙ্কের রোড খুলনা।
- খুলনা ৩০বিআইডিসি রোড, প্লট ৩০, ব্লক বিসমিল্লাহ ভবন খালিশপুর, খুলনা।
নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা- রাজশাহী বিভাগ
- নগদ কাস্টমার কেয়ার লক্ষীপুর রাজশাহী, লক্ষ্মীপুর গেটার রোড রাজশাহী।
- নগদ কাস্টমার কেয়ার, বগুড়া আজাদ পাম্প,গুহাইল রোড, সূত্রাপুর, বগুড়া।
- নগদ কাস্টমার কেয়ার নওগাঁ, খাস নওগাঁ ভি সাইট সাউথইস্ট ব্যাংক, পুরাতন হাসপাতাল রোড, নওগাঁ সদর, নওগাঁ।
- নগদ কাস্টমার কেয়ার নাম্বার জয়পুরহাট আরিয়া মহিলা কলেজ,সদর রাস্তা জয়পুরহাট।
নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা- ময়মনসিং বিভাগ
- নগদ কাস্টমার কেয়ার ময়মনসিংহ ফুলপুর, পুরাতন শহীদ মিনারের কাছে ফুলপুর ময়মনসিং।
- ময়মনসিংহ ৮৩, জেলা স্কুল রোড, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এর বিপরীতে, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।
- ময়মনসিংহ নবাব আলী মার্কেট, মহিলা কান্দা,সায়ামগঞ্জ, গৌরীপুর, ময়মনসিংহ।
নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা- সিলেট বিভাগ
- নগদ কাস্টমার কেয়ার সিলেট বিয়ানীবাজার, সিলেট দ্বিতীয় তলা, লেন ১,নিউ মার্কেট, বিয়ানীবাজার, সিলেট।
- সিলেট দেওয়ান কমপ্লেক্স, বিমানবন্দর সড়ক, সিলেট ৩১০০।
- সিলেট বুলু ওয়াটার সপিং সিটি, ৭সি,লেভেল ৬,জিন্দাবাজার,সিলেট।
নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা- বরিশাল বিভাগ
- নগদ কাস্টমার কেয়ার বরিশাল, ফজলুল হক এভিনিউ, বরিশাল।
- নগদ কাস্টমার কেয়ার পটুয়াখালী, বাংলাদেশ ব্যাংক আব্দুর রহমান রোড হেট্রোগ্রাম ৪০০০ হেট্রোগ্রাম পটুয়াখালী।
প্রশ্ন উত্তর
নগদ কাস্টমার কেয়ার নাম্বার কত?
নগদ কাস্টমার কেয়ারের দুইটি নাম্বার রয়েছে –১)১৬১৬৭ ২)০৯৬ ০৯৬ ১৬১৬৭
এছাড়াও বিভিন্ন মাধ্যম রয়েছে যে সকল মাধ্যমে নগদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারবেন।
নগদ কাস্টমার কেয়ার নাম্বার কিভাবে কল করবো?
প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে ডায়াল কলের মাধ্যমে হেল্পলাইন নাম্বারে বা হট লাইন নাম্বারে কথা বলতে পারবেন। হট লাইন নাম্বারে কল দিতে প্রথমে আপনার মোবাইল ফোনে ব্যালেন্স যুক্ত করুন এবং ১৬১৬৭ নাম্বারে কল দিন। পরবর্তীতে ভাষা নির্বাচন করুন এবং কাস্টমার ম্যানেজারের সঙ্গে সরাসরি কথা বলুন।
নগদ এর প্রতিষ্ঠাতা কে?
নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভির।
নগদে ক্যাশ আউট চার্জ কত?
নগদে ক্যাশ আউট চার্জ বর্তমানে ১২.৫০ টাকা মোবাইল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে।
নগদ একাউন্ট দেখার কোড কত?
নগদ একাউন্ট দেখার কোড -*১৬৭# ডায়াল করে বর্তমান নগদ একাউন্টে কত টাকা আছে তা দেখতে পারবেন।
নগদে সর্বনিম্ন কত টাকা সেন্ড মানি করা যায়?
নগদে আপনি সর্বনিম্ন দশ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন।
নগদের সেন্ড মানি চার্জ কত?
বর্তমানে নগদের সেন্ড মানি চার্জ ৫ টাকা।
শেষ কথা – আশা করছি আপনারা যারা নগদ কাস্টমার কেয়ার নাম্বার সম্পর্কে জানতে চেয়েছিলেন? উপরের তথ্য থেকে আপনার প্রয়োজনীয় তথ্যটি আপনি পেয়ে গিয়েছেন। আমাদের এই পোস্ট থেকে যদি বিন্দু পরিমাণ আপনি উপকৃত হয়ে থাকেন। তাহলে অবশ্যই আমাদের এই পোস্টটিতে কমেন্টস করবেন। এছাড়াও যদি আপনার নগদ কাস্টমার কেয়ার নাম্বার সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকে তাহলেও অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল-ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
↘️আজ এ পর্যন্তই ভালো থাকুন এবং পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।
প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-
সহজ ভাবে বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম
উপায় একাউন্ট খোলার নিয়ম (মুহূর্তেই ৭৫ টাকা বোনাস)
আমাদের আরো সেবা সমূহ :-
- ইংলিশে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- ব্লগিং,ইউটিউবিং,ফেসবুকিং থেকে ইনকাম সম্পর্কিত ভিডিও পেতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত সকল তথ্য পেতে – এখানে ভিজিট করুন।
- ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত সকল ভিডিও পেতে –এখানে ভিজিট করুন।
- ফেসবুকিং – ইউটিউবিং এবং ব্লগিং সম্পর্কিত পোস্ট পেতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত পোস্ট পেতে – এখানে ভিজিট করুন