রকেট কাস্টমার কেয়ার নাম্বার –বর্তমানে আমরা সকলেই কমবেশি মোবাইল ব্যাংকিং ব্যবহারে অভ্যস্ত। তাই ডাচ বাংলা ব্যাংকের সেবা প্রতিষ্ঠান রকেট মোবাইল ব্যাংকিং কম বেশি সকলে আমরা ব্যবহার করে থাকি। যার ফলে বিভিন্ন সময় আমাদের রকেট কাস্টমার কেয়ার নাম্বার (Rocket customer care number) বা রকেট হেল্পলাইন নাম্বার (Rocket helpline number) প্রয়োজন পড়ে থাকে।
তাই আজকের এই পোস্টটিতে আপনারা জানতে পারবেন, রকেট হেল্পলাইন নাম্বার কত? এবং রকেট কাস্টমার কেয়ার নাম্বার কত ? এবং জেলা ভিত্তিক রকেট কাস্টমার কেয়ার নাম্বার ।
এছাড়াও রকেট মোবাইল ব্যাংকিং সেবা পেতে যতগুলো যোগাযোগের মাধ্যম রয়েছে আজকেরে আর্টিকালে প্রত্যেকটি মাধ্যম সম্পর্কে আপনারা জানতে পারবেন। চলুন জেনে নিই Rocket customer care number & rocket helpline number bd সম্পর্কে বিস্তারিত।
Also Read
আপনারা কমবেশি সকলেই জানেন, বাংলাদেশে ডাচ বাংলা ব্যাংকের উদ্যোগে রকেট মোবাইল ব্যাংকিং সেবা সর্বপ্রথম চালু হয়। যার ফলে এখনো পর্যন্ত রকেট মোবাইল ব্যাংকিং গ্রাহক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বর্তমানে বিকাশ মোবাইল ব্যাংকিং এবং নগদ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান দুটি রকেট মোবাইল ব্যাংকিংয়ের চাইতেও জনপ্রিয় হয়ে গ্রাহকের সন্তুষ্টিতে কাজ করে যাচ্ছে।
রকেট মোবাইল ব্যাংকিং কি
বাংলাদেশের অন্যতম ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের নিজস্ব মোবাইল ব্যাংকিং পরিষেবার নাম হলো রকেট মোবাইল ব্যাংকিং পরিষেবা। মোবাইলের মাধ্যমে গ্রাহককে ডিজিটাল ব্যাংকিং সেবা সর্বপ্রথম চালু করে ডাচ বাংলা ব্যাংক ২০১১ সালে। ২০১১ সালে মোবাইল ব্যাংকিং সেবা চালু হওয়ার পর এর নাম ছিল ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং পরিষেবা।
২০১৬ সালে এই ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং পরিষেবার নাম পরিবর্তন করে রাখা হয় রকেট মোবাইল ব্যাংকিং পরিষেবা। অন্যান্য মোবাইল ব্যাংকিং পরিষেবার মতো রকেট মোবাইল ব্যাংকিং পরিষেবারও বিশেষ কিছু সুবিধা রয়েছে। গ্রাহকের কাছে জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে রকেট সুযোগ সুবিধাও দিন দিন বৃদ্ধি করছে।
রকেট মোবাইল ব্যাংকিং এর সুবিধা
রকেট মোবাইল ব্যাংকিং বর্তমানে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে আসছে। ডাচ বাংলা ব্যাংক এর আওতাভুক্ত রকেট সীমিত পরিসরে শুরুতে সেবা দিলেও বর্তমানে এর সেবা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বা রকেটের সুবিধা গুলো হলো-
১) বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় ব্যাংকিং সেবা প্রদান করা হয়।
২) রকেট মোবাইল ব্যাংকিং একটি সুবিধাজনক সহজলভ্য এবং নিরাপদ লেনদেনের মাধ্যম।
৩) রকেট মোবাইল ব্যাংকিং গ্রাহকের টাকা সঞ্চয়ের জন্য মোবাইল ব্যাংকিং সঞ্চয় বৃদ্ধিতে ভূমিকা রাখে।
৪) রকেট মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
৫) রকেট মোবাইল ব্যাংকিং একটি নিরাপদ ও প্রতারণারোধক লেনদেনের মাধ্যম হিসেবে সকলের নিকট জনপ্রিয়তা লাভ করেছে।
৬) রকেট মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাংকিং এর সুবিধা গ্রাহককে প্রদান করে।
৭) রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদান করছে রকেট মোবাইল ব্যাংকিং পরিষেবা।
৮) ব্যাংকিং ও এডভান্স পেমেন্ট ট্রানজেকশন সুবিধা হাতের নাগালে নিয়ে এসেছে রকেট।ডাচ বাংলা ব্যাংকের পরিষেবা রকেটের মাধ্যমে সুলভ মূল্যে দেশের অসংখ্য এজেন্ট পয়েন্টে অ্যাডভান্স পেমেন্ট ট্রানজেকশন সম্ভব হচ্ছে।
৯) নিরাপদ অর্থ লেনদেন করছে রকেট মোবাইল ব্যাংকিং পরিষেবা। রকেট মোবাইল ব্যাংকিং পরিষেবার মধ্য টাকার সুরক্ষা নিয়ে কোন চিন্তার কারণ নেই।
এছাড়াও রকেট মোবাইল ব্যাংকিং এ আরো অনেক ধরনের বর্তমানে সুযোগ-সুবিধা রয়েছে। যা সাধারণ জীবন যাপনকে আরো সহজ থেকে সহজতর করেছে।
রকেট হেল্পলাইন নাম্বার | Rocket Helpline Number
রকেট মোবাইল ব্যাংকিং এর যেকোন ধরনের সমস্যা এবং জিজ্ঞাসা থাকলে সরাসরি আপনি আপনার মোবাইলের যে কোন সিম অপারেটর থেকে সরাসরি কল করবেন – ১৬২১৬ নাম্বারে। আরে এটিই রকেট হেল্পলাইন নাম্বার।
এছাড়াও এই নাম্বারে যদি কখনো কোন সমস্যা হয় বা বাংলাদেশের বাহিরে থেকে রকেট হেল্পলাইন নাম্বারে কথা বলতে চান তাহলে কল করবেন ০৯৬৬৭১৬২১৬ এই নাম্বারে
এই নাম্বারে কল করে সরাসরি আপনি রকেট কাস্টমার ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
রকেট হেল্পলাইন নাম্বারে কথা বলার নিয়ম :-
👉রকেট হেল্পলাইনে কথা বলতে প্রথমে ১৬২১৬ এ নাম্বারে কল দিবেন।
👉এরপরে কিছুক্ষণের মধ্যেই হেল্পলাইন নাম্বার থেকে কলটি রিসিভ রোবটিক ভাবে কিছু বিষয় বলবে।
👉এরপর আপনাকে ভাষা নির্বাচন করার কথা বলা হবে আপনি ভাষা নির্বাচন করবেন।
👉এরপর মেনু গুলো বাছাই করতে বলা হবে। আপনি সরাসরি কাস্টমার ম্যানেজারের সঙ্গে কথা বলতে ০ প্রেস করবেন।
👉দেখবেন কিছুক্ষণের মধ্যে একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি অর্থাৎ আপনি যে রকেট হেল্পলাইন নাম্বারে কল করেছেন একজন কাস্টমার ম্যানেজার আপনার কলটি রিসিভ করবে। তখন আপনি তাকে বাংলা ভাষায় আপনার সমস্যার কথা খুলে বলবেন।
👉এরপর রকেট কাস্টমার ম্যানেজার আপনাকে কিছু সময় অপেক্ষা করতে বলবে। এরপর কিছুক্ষণের মধ্যে আপনার সমস্যাটি সমাধান করে দিয়ে তারা আপনাকে অবগত করবে।
আর এভাবে রকেট কাস্টমার কেয়ার বা রকেট হেল্পলাইন নাম্বারে আপনি সরাসরি কথা বলতে পারবেন।
রকেট কাস্টমার কেয়ার নাম্বার | Rocket customer care number
রকেট মোবাইল ব্যাংকিং এর কাস্টমার কেয়ার এর বিভিন্ন শাখা বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। নিম্নে কাস্টমার কেয়ারের ঠিকানা উল্লেখ করা হলো-
ঢাকা জেলার কাস্টমার কেয়ার অফিস
১) ঢাকা জেলার ডানিয়া উপজেলার অফিস-ডিবিএল মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা ব্যাংক লিমিটেড)। ১০৫০ (দ্বিতীয় তলা) ডানিয়া নয়াপাড়া ঢাকা- ১২৩৬।
২) ঢাকা শহরের এলিফ্যান্ট রোড-ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। ১১৭/১, বাটা সিগনাল, এলিফ্যান্ট রোড, ঢাকা।
৩) ঢাকা শহরের ফার্মগেট এলাকায়-ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। ২/খ (প্রথম তলায়) ইন্দিরা রোড, তেজগাঁও।
৪) ঢাকা শহরের মিরপুর এলাকায়-ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। প্লট #৯, রোড #২, ব্লক-বি, মিরপুর ১০, ঢাকা।
৫) ঢাকা শহরের মোহাম্মদপুর এলাকায়-সিনিয়র কমপ্লায়েন্স অফিসার, ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। ১১/২৮, আজম রোড, মোহাম্মদপুর ঢাকা-১০০৭।
৬) ঢাকা শহরের পুরান ঢাকায় এলাকায়-ডিবিএল মোবাইল ব্যাংকিং। ৩১ ঝণসন রোড, (তৃতীয় তলা) বংশাল, ঢাকা।
৭) ঢাকা শহরের প্রগতিসরণি এলাকায়-ডিবিএল মোবাইল ব্যাংক লিমিটেড। রোয়েটেক সেন্টার ৮৮/১ (তৃতীয় তলা) উত্তর বাড্ডা, ঢাকা।
৮) ঢাকা শহরের রামপুরা এলাকায়-ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। ছায়ানের (দ্বিতীয় তলা), ৮৯ মালিবাগ, ডিআইটি রোড, ঢাকা।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন
৯) ঢাকা শহরের তালতলা এলাকায়-ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। প্লট #সি/৫৫৬, হোল্ডিং#৯৩৩/সি, খিলগাঁও (মেইন রোড), ঢাকা- ১২১৯।
১০) ঢাকা শহরের টঙ্গী এলাকায়- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। বাড়ি #৭৮, রোড#২/২ মোল্লা রোড, টঙ্গী, গাজীপুর।
১১) ঢাকা শহরের উত্তর এলাকায়-ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। প্লট নম্বর ৭, সেক্টর নম্বর ৪, উত্তরা আবাসিক এলাকা, উত্তরা, ঢাকা ১২০৩।
১২) ঢাকা শহরের সাভার এলাকায়-ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। বিসমিল্লা সুপারমার্কেট (দ্বিতীয় তলা) বি-২২/১, বাজার রোড।
বাগেরহাট রকেট কাস্টমার কেয়ার ঠিকানা
বাগেরহাট সদর-ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। প্রথম তলা ১১৯/২, কে আলী রোড, বাগেরহাট সদর, বাগেরহাট।
বান্দরবান রকেট কাস্টমার কেয়ার ঠিকানা
বান্দরবান সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। মাস্টার গেস্ট হাউস (প্রথম তলা) মেইন রোড, বান্দরবান।
বরগুনা রকেট কাস্টমার কেয়ার ঠিকানা
বরগুনা সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। মোল্লা জালালুদ্দিন ভবন (দ্বিতীয় তলা) নজরুল ইসলাম রোড, বরগুনা সদর, বরগুনা।
বরিশাল রকেট কাস্টমার কেয়ার ঠিকানা
বরিশাল সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। বীর প্রতীক প্লাজা (প্রথম ফ্লোর) হাসপাতালের রোড, বরিশাল।
ভোলা রকেট কাস্টমার কেয়ার ঠিকানা
ভোলা সদর ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। ইউসুফ কমপ্লেক্স (দ্বিতীয় তলা),১৪৩৭৩৭, সদর রোড, ভোলা।
বগুড়া রকেট কাস্টমার কেয়ার ঠিকানা
বগুড়া সদর ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। (দ্বিতীয় তলা)জেরিন টাওয়ার, হোল্ডিং নম্বর ৩৫৫, ওয়ার্ড নম্বর ১০, শেরপুর রোড, রহমান নগর, বগুড়া।
ব্রাহ্মণবাড়িয়া কাস্টমার কেয়ার ঠিকানা
ব্রাহ্মণ বাড়িয়া সদর-ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড (প্রথম তলা), সারাক বাজার, ব্রাহ্মণবাড়িয়া।
চাঁদপুর রকেট কাস্টমার কেয়ার অফিস ঠিকানা
চাঁদপুর সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। প্রিয়ংগান শপিং সেন্টার (দ্বিতীয় তলা) চাঁদপুর সদর, চাঁদপুর।
চুয়াডাঙ্গা রকেট কাস্টমার কেয়ার অফিস ঠিকানা
চুয়াডাঙ্গা সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। জান্নাত প্লাজা (প্রথম তলা), চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা।
চট্টগ্রাম কাস্টমার কেয়ার অফিস ঠিকানা
১) বাহাদ্দার হাট-ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। ইসলাম টাওয়ার (তৃতীয় তলা), ৫৯ সিডিএ এভিনিউ, মুরাদপুর, বাহাদরহাট, চট্টগ্রাম।
২) আগ্রাবাদ- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। খান ভবন (তৃতীয় তলা) ৪২৯ মনসুরাবাদ ডি টি রোড, ডাবল মিউরিং, চট্টগ্রাম
কুমিল্লা রকেট কাস্টমার কেয়ার অফিস ঠিকানা
কুমিল্লা সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। মিসেস রোকেয়া বেগম ৩৩৩, ঝাউতলা (তৃতীয় ফ্লোর), বদুর তলা, কুমিল্লা।
কক্সবাজার রকেট কাস্টমার কেয়ার অফিস
কক্সবাজার সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। 21 ঝাউতলা (দ্বিতীয় তলা) মেইনরোড, কক্সবাজার সদর, কক্সবাজার।
দিনাজপুর রকেট কাস্টমার কেয়ার অফিস
দিনাজপুর সদর- ডাচবাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। (প্রথম তলা) মালদা পট্টি, দিনাজপুর সদর, দিনাজপুর।
ফরিদপুর রকেট কাস্টমার কেয়ার অফিস ঠিকানা
ফরিদপুর সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। ৩০ উত্তর ফরিদপুর (প্রথম তলা)।
ফেনী রকেট কাস্টমার কেয়ার অফিস ঠিকানা
ফেনী সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। ৫৭৭ ভূইয়া প্লাজা (দ্বিতীয় তলা) পোস্ট অফিস রোড, ফেনী।
গাইবান্ধা রকেট কাস্টমার কেয়ার অফিস ঠিকানা
গাইবান্ধা সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। (প্রথম তলা) মাস্টার পাড়া, গাইবান্ধা সদর, গাইবান্ধা।
গাজীপুর রকেট কাস্টমার কেয়ার অফিস ঠিকানা
গাজীপুর সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। এশিয়ান টাওয়ার (দ্বিতীয় তলা), জে-৮০ বাস স্ট্যান্ড বাজার রোড, জয়দেবপুর, গাজীপুর।
গোপালগঞ্জ কাস্টমার কেয়ার ঠিকানা
গোপালগঞ্জ সদর ডাচবাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। ৫ মাদ্রাসা রোড (প্রথম ফ্লোর), গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
হবিগঞ্জ কাস্টমার কেয়ার অফিস ঠিকানা
হবিগঞ্জ সদর- ডাচ বাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। শাপলা 99 +প্রথম তলা),#৩৯ টাউন মসজিদ রোড, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ।
জামালপুর রকেট কাস্টমার কেয়ার অফিস ঠিকানা
জামালপুর সদর ডাচবাংলা মোবাইল ব্যাংক লিমিটেড। ওয়াজেদ আলী চৌধুরী মেনশন (প্রথম তলা) সাকাল বাজার, জামালপুর সদর, জেলা: জামালপুর।
আশা করছি উপরের এ সকল জেলা এবং ঠিকানা বা এড্রেস এর মধ্যে যদি আপনার বাসা বাড়ি ঠিকানা হয়ে থাকে তাহলে খুব সহজেই এই ঠিকানায় গিয়ে হাতে আপনার রকেট কাস্টমার কেয়ার অফিসের সাহায্য নিতে পারবেন।
রকেট লাইভ চ্যাট | rocket live chat bd
আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা রকেট মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে যে রকেট লাইভ চ্যাটের সাহায্যে রকেট মোবাইল ব্যাংকিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে চেয়ে থাকে?তাদেরকে বলব রকেট লাইভ চ্যাট এখনো পর্যন্ত চালু করা হয়নি। তবে আশা করছি খুব দ্রুত রকেট লাইভ চ্যাট এই সার্ভিসটি চালু করবে।
তবে আপনি চাইলে রকেট ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি তাদেরকে এসএমএস করতে পারেন আপনার সমস্যাটির কথা লিখে। তবে তার রিপ্লাই পাওয়ার সম্ভাবনা খুবই কম।
ডাচ বাংলা ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান রকেট মোবাইল ব্যাংকিং এর কাছে আমাদের অনুরোধ থাকবে খুব দ্রুত রকেট লাইভ চ্যাট চালু করার জন্য।
রকেট হেড অফিসের ঠিকানা | Rocket head office address
এছাড়াও আপনারা যদি চান রকেট মোবাইল ব্যাংকিং এর হেড অফিস সরাসরি ভিজিট করবেন। নিচের এই অ্যাড্রেস কি নোট দিয়ে রাখুন 👇
রকেট হেড অফিসের ঠিকানা – ৪৭ মতিঝিল কমার্শিয়াল এরিয়া, ঢাকা -১০০০, বাংলাদেশ।
টেলিফোন – ০২২২৩৩৫৪১৯৬ এবং ০২২২৩৩৫৯২২৯
ফ্যাক্স –(৮৮০২)৯৫৬১৮৮৯
সুইফ্ট কোড – DBBLBDDH
রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপ
রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপ এর মধ্যে রয়েছে রকেট মোবাইল ব্যাংকিং এর সকল সেবা যা আপনি পাবেন হাতের নাগালে।রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপ টি ব্যবহার করে একজন গ্রাহক ক্যাশ আউট থেকে ক্যাশ ইন করা ছাড়াও সমস্ত সেবা ভোগ করতে পারবে।মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, merchant payment ইত্যাদি সকল ধরনের সেবা অ্যাপের মাধ্যমে ঘরে বসে আপনি পেতে পারেন।
এছাড়াও আপনার একাউন্টে চেক করার জন্য যদি আপনি চেক কোড ডায়াল করে ব্যালেন্স চেক করা ঝামেলার মনে করেন তাহলে সহজেই আপনি রকেট মোবাইল ব্যাংকিং অ্যাপ টি থেকে আপনার ব্যালেন্স দেখতে পারেন।
এছাড়াও রকেট একাউন্টে ব্যাংক থেকে ফান্ড ট্রান্সফার করা কিংবা ব্যাংকে ফান্ড ট্রান্সফার করার মত কঠিন কঠিন কাজগুলো বেশ সহজে করা সম্ভব রকেট অ্যাপের মাধ্যমে।ডিবিএল এর কোর ব্যাংকিং এর সকল ফিচার রকেট অ্যাপ এ রয়েছে। রকেট অ্যাপ ব্যবহার করে নিকটস্থ ডিবিএল ব্রাঞ্চ এটিএম এজেন্ট বা মার্জেন্ট খুঁজে পাওয়া সম্ভব।
এই সমস্ত সেবাগুলো রকেট অ্যাপের মাধ্যমে পেতে অবশ্যই আপনি আপনার মোবাইলের অ্যাপ স্টোর বা প্লেস্টোর থেকে এখনই রকেট অ্যাপটি সার্চ করে ডাউনলোড করে নিন।
রকেট ক্যাশ আউট চার্জ কত
রকেট একাউন্টে ক্যাশ আউট চার্জ ১৬.৭০ টাকা। সেন্ট মানি করার ক্ষেত্রে একজন গ্রাহক ২৫ হাজার টাকা পর্যন্ত কোনরকম চার্জ ছাড়াই সেন্ড মানি করতে পারবে।রকেট একাউন্ট থেকে ডিবিএল ব্যাংক একাউন্টে বা কার্ড ট্রান্সফারের ক্ষেত্রে ০.৯% সেন্ড মানি ফি প্রযোজ্য।
রকেট মোবাইল ব্যাংকিং এর সেবা সমূহ কি কি
রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে একজন গ্রাহক বাংলাদেশের যে কোন স্থান থেকে ব্যাংকিং সুবিধা ভোগ করতে পারবে। বর্তমানে স্মার্টফোন নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই স্মার্টফোনের দৌলতে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং সেবা আরো জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাহকের কাছে। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর সেবা সমূহ-
*রকেট মোবাইল ব্যাংকিং যেকোনো সময় গ্রাহককে ক্যাশ ইন করার সুবিধা প্রদান করে।
*যে কোন স্থান থেকে রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে একজন গ্রাহক তার টাকা ক্যাশ আউট করতে পারে এজেন্ট পয়েন্টে গিয়ে।
* রকেট মোবাইল ব্যাংকিং গ্রাহককে মার্চেন্ট পেমেন্ট করার সুবিধা প্রদান করে।
*রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ইউটিলিটি বিল পেমেন্ট করা যায়।
*রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে চাকুরীজীবীদের বেতন প্রদান করা হয়।
*বিদেশে রেমিটেন্স ট্রান্সফার করার সুবিধা প্রদান করে রকেট মোবাইল ব্যাংকিং।
* রকেট এর মাধ্যমে মোবাইল ব্যালেন্স রিচার্জ করা যায়।
*রকেট এর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে মোবাইল ব্যাংকিং এর সহায়তায় টাকা ট্রান্সফার করা যায় অন্যজনের একাউন্টে।
*রকেটের মাধ্যমে সরকারি ভাতা প্রদান করা হয়।
*রকেট মোবাইল ব্যাংকিং এটিএম হতে টাকা উত্তোলন করার সুবিধা প্রদান করে গ্রাহককে।
রকেট মোবাইল ব্যাংকিং একাউন্ট চেক কোড
সাধারণত একজন গ্রাহকের একাউন্টে কত টাকা রয়েছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা এড হয়েছে ইত্যাদি জানার জন্য নিজের একাউন্ট চেক করতে হয়।
রকেটে গ্রাহকের একাউন্ট চেক করার জন্য ২টি পদ্ধতি রয়েছে। যথা-
১) ম্যানুয়ালি *৩২২# ডায়াল করে একাউন্ট চেক করা যায়।
২) রকেট অ্যাপ ব্যবহার করে একাউন্ট চেক করা যায়।
রকেট একাউন্টে পিন পরিবর্তন
রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে খুব সহজে নিজের পিন নাম্বার নিজেই পরিবর্তন করা যায়। এই প্রসেসটি সহজ হওয়ায় তা গ্রহদের জন্য খুবই সুবিধাজনক হয়েছে। যেকোনো সময় গ্রাহকের পিন সংক্রান্ত কোনো সমস্যা হলে এজেন্টের কাছে দৌড়াদৌড়ি না করে ঘরে বসেই নিজের পিন নিজেই পরিবর্তন করতে পারবে। নিম্ম ে রকেট একাউন্টে প্রিন্ট পরিবর্তন করার নিয়ম দেওয়া হল;
*প্রথমে, আপনার মোবাইলের ডাইল অপশনে গিয়ে *৩২২#এই নাম্বারটি ডায়াল করে রকেট মেনুতে চলে যান।
*রকেট মেনুর সেভেন অপশন অর্থাৎ চেঞ্জ পিন অপশনে সিলেক্ট করুন।
*আপনার বর্তমান পিন দিয়ে রিপ্লে দিতে হবে।
*আপনার বর্তমান পিন দিয়ে রিপ্লে করার পর আপনি যার সংখ্যার নতুন পিন লিখে দিন।
*নতুন পিন লেখার পর রিপ্লে দিলে আপনার পিন নাম্বার সেট হয়ে যাবে।
বর্তমানে রকেট মোবাইল ব্যাংকিং বাংলাদেশের স্বনামধন্য একটি নিরাপদ আর্থিক লেনদেন মাধ্যম। রকেট মোবাইল ব্যাংকিং এ USSD অথবা SMS+IVR ব্যবহার করা হয়ে থাকে। পিন প্রযুক্তিতে লেনদেনের জন্য USSD ও IVR এই দুইটি অত্যন্ত নিরাপদ পদ্ধতি।ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বা রকেট একাউন্টে গ্রাহকরা টাকা রেখে সন্তুষ্ট থাকার ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিন দিন।ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমিক গ্রাহকরা দুই ধরনের কার্যক্রম সম্পাদন করে থাকে।
একটি হলো ব্যাংকিং কার্যক্রম ঘরে বসে সম্পাদন করতে পারে অন্যটি হলো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোবাইল রিচার্জ ইউটিলেটিভ বিল ইত্যাদি পরিশোধ করতে পারে। তাই নিরাপদ লেন দিনের জন্য নিশ্চিন্তে আপনি রকেট একাউন্ট তৈরি করতে পারেন।
সচরাচর জিজ্ঞাসা
রকেট মোবাইল ব্যাংকিং এর হেল্পলাইন নাম্বার কত?
উত্তর: রকেট কাস্টমার সার্ভিস হেল্পলাইন নাম্বার হলো ১৬২১৬।
কোন সিম দিয়ে রকেট একাউন্ট খোলা যায়?
উত্তর: রকেট একাউন্ট খোলার জন্য নির্দিষ্ট কোন সিম প্রয়োজন নেই। যে কোন সিম দিয়ে আপনি রকেট একাউন্ট খুলতে পারবেন।
রকেট মোবাইল ব্যাংকিং এর চেক কোড কত?
উত্তর: রকেট একাউন্ট বা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর চেক কোড হলো *৩২২#।
শেষ কথা-
প্রিয় পাঠক পাঠিকা বন্ধুরা আশা করছি আপনারা আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েছেন। যারা রকেট মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার নাম্বারগুলো সম্পর্কে জানতেন না তারা অবশ্যই আজকের আর্টিকেলটি পড়ে জানতে পেরেছেন। আমার আর্টিকেলটি যদি আপনাদের সামান্য উপকারে আসে সেখানেই আমার সার্থকতা।
যদি আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার বন্ধুদের সাথে আমাদের ওয়েবসাইটটি শেয়ার করবেন। যেকোনো প্রয়োজনে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো পোস্ট এ পর্যন্তই।
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔
আপনার জন্য-
নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার জেলা ভিত্তিক আপডেট নাম্বার নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা কেমন দেয়? নগদ একাউন্ট চেক করুন (১মিনিটে)
আমাদের আরো সেবা সমূহ :-
- ইংলিশে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- ব্লগিং,ইউটিউবিং,ফেসবুকিং থেকে ইনকাম সম্পর্কিত ভিডিও পেতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত সকল তথ্য পেতে – এখানে ভিজিট করুন।
- ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত সকল ভিডিও পেতে –এখানে ভিজিট করুন।
- ফেসবুকিং – ইউটিউবিং এবং ব্লগিং সম্পর্কিত পোস্ট পেতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত পোস্ট পেতে – এখানে ভিজিট করুন
↘️আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇
➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন।
➡️Telegram গ্রুপ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।