সহজে উপায় এজেন্ট একাউন্ট খোলার নিয়ম জানুন

উপায় এজেন্ট একাউন্ট খোলার নিয়ম -উপায় মোবাইল ব্যাংকিং বর্তমানে খুবই জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বলা যেতে পারে। তাই প্রতিনিয়ত উপায় মোবাইল ব্যাংকিং গ্রাহক সংখ্যা বৃদ্ধির ফলে উপায়ের আপনি একজন এজেন্ট হতে পারবেন।

এই উপায়ের একজন প্রতিনিধি বা ডিস্ট্রিবিউটর হতে অর্থাৎ উপায়ে এজেন্ট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে আজকের এই পোস্টটি সম্পূর্ণভাবে পড়ুন।এছাড়াও আজকের এই পোস্ট থেকে আপনারা জানতে পারবেন উপায় মোবাইল ব্যাংকিং কি? এবং উপায় একাউন্ট সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয়।

বর্তমান বাংলাদেশ মোবাইল ব্যাংকিং নগদ -রকেট এবং বিকাশের পাশাপাশি গ্রাহক সন্তোষটি নিয়ে কাজ করে যাচ্ছে উপায় মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান।

উপায় মোবাইল ব্যাংকিং কি?

২০২১ সালের ১৭ ই মার্চ যাত্রা শুরু করে উপায় মোবাইল ব্যাংকিং। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই অনেক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে।ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের(UCB) একটি ডিজিটাল অর্থনৈতিক সেবা এই উপায়।

UCB ব্যাংকের আওতাধীন এই উপায় মোবাইল ব্যাংকিং। উপায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা লেনদেন করা যায় খুব দ্রুত এবং কম খরচে । এছাড়াও উপায় মোবাইল ব্যাংকিং এ রয়েছে, অনলাইনে বিল পেমেন্ট করা অর্থাৎ ক্রেডিট কার্ড বিল পল্লী বিদ্যুৎ বিল থেকে শুরু করে অনেক ধরনের বিল পেমেন্ট করার সুবিধা।

এছাড়াও মোবাইল রিচার্জ ব্যাংক টাকা ট্রান্সফার থেকে শুরু করে অন্যান্য আরও সুযোগ সুবিধা।মোটকথা উপায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনলাইন ভিত্তিক লেনদেনের সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে।

উপায় মোবাইল ব্যাংকিং এজেন্ট হতে কি কি প্রয়োজন

উপায় মোবাইল ব্যাংকিং এজেন্ট হতে হলে আপনাকে প্রয়োজনীয় কিছু কাগজপত্র জোগাড় করতে হবে যেগুলো আপনাকে অবশ্যই এজেন্ট হওয়ার জন্য সাবমিট করতে হবে। কি কি কাগজপত্র দরকার সেগুলো জেনে নিন-

১) প্রথমে উপায় এজেন্ট হতে হলে একটি ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান থাকতে হবে।

২) দ্বিতীয়ত দোকানের ট্রেড লাইসেন্স থাকতে হবে।

৩) উপায় এজেন্ট হতে হলে ব্যক্তির নিজের নামে রেজিস্ট্রেশন করা একটি সিম ও তার জাতীয় পরিচয় পত্র লাগবে।

৪) আবেদনকারী ব্যক্তির একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে ‌।

৫)আপনি যে ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবসা করবেন সেই প্রতিষ্ঠানে বসে একটি ছবি তুলতে হবে।

এই সকল উপরের প্রয়োজনীয় কাগজপত্র থাকলেই আপনি  উপায় এজেন্ট একাউন্ট খুলতে পারবেন।

উপায় এজেন্ট হতে হলে কত টাকা থাকতে হবে

উপায় মোবাইল ব্যাংকিং এজেন্ট হতে ব্যক্তিকে নগদ টাকা ইনভেস্ট করতে হবে। উপায় মোবাইল ব্যাংকিং এজেন্ট হতে হলে তাকে লক্ষ লক্ষ টাকার লেনদেন করতে হবে। তাই অবশ্যই একজন এজেন্টের নগদ টাকা থাকতে হবে না থাকলে সে এজেন্ট হতে পারবেনা এবং এজেন্টের আয়কর সার্টিফিকেট বা টিন সার্টিফিকেট থাকতে হবে যা প্রতিনিধিকে দেখাতে হবে ।

উপায় এজেন্টদের কমিশন কেমন?

একটি ব্যবসা করার ক্ষেত্রে সেই ব্যবসার লাভ কত সেটি জানা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক তেমনি উপায় মোবাইল একাউন্ট এজেন্ট হতে হলে আপনি কি পরিমাণ কমিশন বা লাভ পাবেন তা আপনাকে  জানা দরকার। অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার মত উপায়েও ভালো অংকের কমিশনের সুযোগ রয়েছে।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

মোবাইল ব্যাংকিং সেবা এর মাধ্যমে একজন এজেন্ট ক্যাশ আউট ও ক্যাশ ইন এ প্রতি হাজারের ৪.১০ পয়সা করে পাবেন অর্থাৎ প্রতিটি ক্যাশ আউটের ৪.১০ পয়সা এবং ক্যাশ ইন এ ৪.১০ পয়সা করে পাবেন আর ১ লাখ লেনদেনে পাবেন ৪১০ টাকা এই টাকা সাথে সাথে আপনার এজেন্ট একাউন্টে যোগ করে দেওয়া হবে। আর কাস্টমারের টাকা তুলতে হবে উপায় ডিস্ট্রিবিউটর এর অফিস কর্মকর্তা ডি এস ও এর কাছ থেকে। এতে কোন চার্জ প্রযোজ্য হবে না। আবার নতুন কোন কাস্টমারের একাউন্ট খুলে দিলে  কিছু টাকা আপনার একাউন্টে যুক্ত হয়ে যাবে। এর পরিমাণ বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে।

অনলাইনে এজেন্ট একাউন্ট খোলা যাবে কিনা?

যদি কেউ বলে উপায় এজেন্ট অ্যাকাউন্ট অনলাইনে খুলে দেওয়া যাবে তাহলে সেটা নিছক প্রতারণা ছাড়া কিছুই নয়। কারণ অনলাইনে উপায় এজেন্ট অ্যাকাউন্ট খোলা কখনোই সম্ভব নয় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আপনাকে কিভাবে উপায় মোবাইল ব্যাংকিং এজেন্ট করে দেবে? অর্থাৎ এমন কথা যদি কেউ আপনাকে বলে বা আশ্বাস দেয় তাহলে কখনোই তার ফাঁদে পা দেবেন না।

বাংলাদেশের প্রতিটি জেলায় উপায় প্রতিনিধি রয়েছে আপনি এজেন্ট হতে চাইলে সেই প্রতিনিধির নাম্বার সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করে উপায় এজেন্ট হিসেবে যুক্ত হতে পারেন।

উপায় একাউন্ট এর সাহায্যে মোবাইল ব্যাংকিং এর সকল ধরনের সুবিধা আপনি ভোগ করতে পারবেন।সেন্ড মানি এড- মানি- পে বিল ইত্যাদি সাধারণ সেবা প্রদানসহ নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। এছাড়াও ইউসিবি ব্যাংকের গ্রাহকরা চাইলে এটিএম বুথ থেকে তাদের উপায় অ্যাকাউন্ট এর টাকা তুলতে পারবে।

উপায় এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

আশা করছি উপরের নিয়ম-কানুন গুলো থেকে আপনি বুঝে পেরেছেন যে উপায়ে এজেন্ট একাউন্ট কিভাবে খুলতে হয়।তারপরে কিছু বিষয় আমি নিচে বর্ণনা করছি উপায় এজেন্ট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কিত।

প্রথমে উপরে নিয়ম অনুসারে আপনি প্রত্যেকটি প্রয়োজনীও কাগজপত্র গুলো রেডি করবেন। এরপর আপনার জেলা অথবা উপজেলা অথবা বাজারে নিকটস্থ উপায় এজেন্ট এর দোকানে যোগাযোগ করবেন।

এরপর উপায় এজেন্ট অ্যাকাউন্ট খুলতে চান এ বিষয়ে আমার সঙ্গে কথা বলবেন এবং ওনার মাধ্যমে উপায় প্রতিনিধির নাম্বার সংগ্রহ করবেন। এরপর প্রয়োজনে কাগজপত্র রেডি করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে থাকবেন উপায় এজেন্ট প্রতিনিধি নিজে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে এসে তাদের সকল শর্তগুলো ঠিকঠাক আছে কিনা চেক করে আপনাকে উপায় এজেন্ট ডিস্ট্রিবিউটর অর্থাৎ উপায় এজেন্ট একাউন্ট তৈরি করে দিবে।

এছাড়াও আপনি সরাসরি উপায় হেল্পলাইন নাম্বারে কথা বলেও উপায় এজেন্ট অ্যাকাউন্ট খোলা সম্পর্কিত বিষয় জানতে পারবেন।এবং ইউসিবি ব্যাংকে গিয়েও সরাসরি উপায় এজেন্ট একাউন্ট খোলা সম্পর্কে কথা বলতে পারবেন।

মোটকথা উপায় এজেন্ট অ্যাকাউন্ট কখনো অনলাইনের মাধ্যমে খোলা যায় না। উপায় এজেন্ট একাউন্ট খুলতে হলে অবশ্যই সরাসরি উপায় প্রতিনিধির সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে।

উপায় মোবাইল ব্যাংকিং এ যোগাযোগের মাধ্যম:-

উপায় হেল্পলাইন নাম্বার অর্থাৎ উপায় কাস্টমার কেয়ার নাম্বার থেকে শুরু করে উপায় মোবাইল ব্যাংকিং এর যতগুলো যোগাযোগের মাধ্যম রয়েছে সবকটি মাধ্যম নিচে দিয়ে দিচ্ছি যাতে করে খুব সহজেই উপায় মোবাইল ব্যাংকিং সম্পর্কিত যেকোনো বিষয়ে আপনি পরামর্শ নিতে পারেন।

উপায় হেল্পলাইন নাম্বার

প্রোফাইল হেল্পলাইন নাম্বারে সরাসরি কল করে সপ্তাহের সাত দিন ২৪ ঘন্টা আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আপনার সমস্যার বিষয়টি নিয়ে কথা বলতে পারবেন।

উপায় কাস্টমার সাপোর্ট

এছাড়াও আপনি সরাসরি উপায় প্রতিনিধিদের সঙ্গে মেসেজিং এর মাধ্যমে কথা বলতে।নিচে দেওয়ায় লিংকে ক্লিক করুন 👇সরাসরি কানেক্টেড হতে পারবেন উপায় প্রতিনিধিদের সঙ্গে।

এখানে ক্লিক করুন

উপায় ফেসবুক মেসেঞ্জার সাপোর্ট

এছাড়াও যারা ফেসবুক ইউজার করে রয়েছেন তারা ফেসবুক মেসেঞ্জারে মাধ্যমে উপায় প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। ফেসবুক মেসেঞ্জারে মাধ্যমে যোগাযোগ করতে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন 👇

এখানে ক্লিক করুন

উপায় ইমেইল সাপোর্ট

customerservice@upaybd.com (শুধুমাত্র কাস্টমার সার্ভিসের জন্য

info@upaybd.com  (শুধুমাত্র মিডিয়ার জন্য)

উপায় হেড অফিস ঠিকানা

প্লট সিডব্লিউএস (এ) – ১, রোড ৩৪, গুলশান এভিনিউ, ঢাকা – ১২১২, বাংলাদেশ

উপায় পয়েন্ট (কাস্টমার সার্ভিস সেন্টার) UCB তাকওয়া ইসলামিক ব্রাঞ্ছ, প্লট 3, ব্লক 5(E)H8, গুলশান অ্যাভেনিউ, গুলশান – -১, ঢাকা ১২১২ – সময়: সকাল ৯: ০০ – সন্ধ্যা ৭: ০০

সচরাচর জিজ্ঞাসা

উপায় এজেন্ট কমিশন কত?

বর্তমানে প্রতি লাখে ৪১০ টাকা উপায় এজেন্ট ক্যাশ ইন এবং ক্যাশ আউট এর উপরে দিয়ে থাকে।

উপায় এজেন্ট একাউন্ট অনলাইনে খোলা যায় কিনা?

উপায় এজেন্ট একাউন্ট অনলাইনে খোলার কোন উপায় নেই। অবশ্যই সরাসরি উপায় প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে হবে।

প্রশ্ন: উপায় মোবাইল ব্যাংকিং সেবা এর যাত্রা শুরু কবে?

উত্তর: বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা উপায় মোবাইল ব্যাংকিং এর যাত্রা শুরু হয় ২০২১ সালের ১৭ ই মার্চ।

প্রশ্ন: উপায় মোবাইল ব্যাংকিং কোড কত?

উত্তর: উপায় মোবাইল ব্যাংকিং কোড হচ্ছে*২৬৮#।

প্রশ্ন: উপায়এজেন্ট এর কাছ থেকে ক্যাশ আউটে  চার্জ কত?

উত্তর: এজেন্ট এর কাছ থেকে ক্যাশ আউট করলে উপায় মোবাইল ব্যাংকিংয়ে চার্জ কাটবে হাজারে ১৪ টাকা।

শেষ কথা-

বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা উপায়ের একাউন্ট খোলা সম্পর্কে আজকে আর্টিকেলেটি শেষ পর্যন্ত পড়ে আশা করছি উপায় মোবাইল ব্যাংকিং এজেন্ট হওয়ার পদ্ধতি সম্পর্কে অবগত হয়েছেন।আমাদের আর্টিকেলটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে আমাদের ওয়েবসাইটটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মত বিদায় নিচ্ছি।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

আপনার জন্য-

উপায় একাউন্ট খোলার নিয়ম
নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা কেমন দেয়?

নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার জেলা ভিত্তিক আপডেট নাম্বার

আমাদের আরো সেবা সমূহ :-

↘️আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Telegram গ্রুপ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ টিম