জানতে পারবেন উপায় অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানলে ৭৫ টাকা বোনাস সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এছাড়াও আজকের পোস্টে জানতে পারবেন বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
বর্তমানে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবা যতগুলো প্রতিষ্ঠান রয়েছে এরমধ্যে বর্তমানে নতুন নতুন কিছু সেবা প্রদান করার জন্য উপায় মোবাইল ব্যাংকিং সেবাটি গ্রাহকের কাছে খুবই জনপ্রিয়। বর্তমানে যে সকল সেবা প্রদান করছে উপায় -উপায় ক্যাশ ইন,উপায় ক্যাশ আউট, উপায় সেন্ড মানি, উপায় মেক পেমেন্ট, উপায় অ্যাড মানি, উপায় পে বিল, উপায় ট্রাফিক ফাইল, উপায় মোবাইলে রিচার্জ, উপায় রিকুয়েস্ট মানি, উপায় ইন্ডিয়া ভিসা এবং উপায় ডোনেশন থেকে শুরু করে আরো অনেক সুযোগ-সুবিধা।
এই সকল সুযোগ সুবিধার কারণে বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান উপায়কে অনেক গ্রাহক বেছে নেওয়ার ফলে উপায় অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চেয়ে google এবং ইউটিউব- ফেসবুক প্ল্যাটফর্ম গুলোতে সার্চ করছেন?
তাই আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে উপায় অফিশিয়াল নিয়মে উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে স্টেপ বাই স্টেপ দেখাবো। যাতে করে একজন সাধারন মোবাইল ব্যাংকিং সেবা গ্রাহকও খুব সহজে এই নিয়ম অবলম্বন করে বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে পারে।আর সবচাইতে বড় কথা আজকের এই নিয়ম অনুসরণ করে উপায় একাউন্ট তৈরি করলে ৭৫ টাকা পর্যন্ত পেয়ে যাবেন।
উপায় মোবাইল একাউন্ট খুলতে আপনি নিচের দেওয়া নিয়মগুলো অনুসরণ করুন-
উপায় একাউন্ট খোলার নিয়ম
উপায় একাউন্ট খোলার নিয়ম দুইটি রয়েছে। খুব সহজেই আপনার যদি সঠিকভাবে উপায় অ্যাকাউন্ট খুলতে চান তাহলে নিচে থাকা এই দুইটি পদ্ধতির যেকোনো একটি পদ্ধতিকে নির্বাচন করুন।
👉উপায় মোবাইল এপ্লিকেশন অর্থাৎ অ্যাপ ব্যবহার করে সেলফ রেজিস্ট্রেশন।
👉ম্যানুয়ালি স্থানীয় উপায় এজেন্ট পয়েন্টে একাউন্ট রেজিস্ট্রেশন।
উপায় মোবাইল এপ্লিকেশন দিয়ে উপায় একাউন্ট খোলার নিয়ম
শুরুতে আপনাদেরকে অনলাইন এর মাধ্যমে ঘরে বসে উপায় একাউন্ট কিভাবে খুলবেন সে বিষয়টি জানাবো। অর্থাৎ স্মার্ট মোবাইল ফোন দিয়ে ঘরে বসে উপায় অ্যাকাউন্ট খোলার নিয়ম।
ধাপ ০১:-উপায় অ্যাপ ডাউনলোড
সর্বপ্রথম আপনি আপনার স্মার্ট মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ চালু করে। আপনার স্মার্ট মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “upay” আপনার সামনে উপায় অফিশিয়াল এপ্লিকেশনটি চলে আসবে সেখান থেকে উপায় এপ্লিকেশনটি ইনস্টল করুন।
ধাপ ০২:- একাউন্ট রেজিস্ট্রেশন
এপ্লিকেশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে “রেজিস্ট্রেশন ও লগইন” করার অপশন পাবেন এখান থেকে রেজিস্ট্রেশন অপশনের উপরে ক্লিক করে দিন।
ধাপ ০৩:- মোবাইল নাম্বার
এ ধাপে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে উপায় একাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি লিখুন। মোবাইল নাম্বার সঠিকভাবে চেক করে পরবর্তী ধাপে গিয়ে আপনার মোবাইল সিম অপারেটর সিলেকশন করুন।
বর্তমানে বাংলাদেশী গ্রামীণফোন, বাংলালিংক, রবি এয়ারটেল এবং টেলিটক এর মাধ্যমে উপায় একাউন্ট খোলা যাচ্ছে। রেফারেল কোড বলে ফিচার দেখতে পাবেন এখানে আপনি আপনার যে কারোর” রেফার কোড” ব্যবহার করতে পারেন অথবা ব্যবহার না করলে কোন সমস্যা নেই।
নিচে থেকে “আপনার নাম্বার যাচাই করুন “এই অপশনের মধ্যে ক্লিক করলে আপনার নির্দিষ্ট সিম নাম্বারে একটি otp কোড চলে যাবে ওটিপি কোড ভেরিফাই সম্পন্ন করুন।
ধাপ ০৪:- ভোটার আইডি কার্ড ও নিজের ছবি
এ ধাপে উপায় একাউন্ট খোলা সম্পূর্ণ করতে তিনটি ধাপে আপনাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
আপনার ভোটার আইডি কার্ডের সামনের ও পিছনের ছবি তুলুন এবং সঠিকভাবে আপলোড করুন।এরপর আপনার নিজের চেহারার সেলফি তুলতে হবে এক্ষেত্রে তিনটি ছবি স্পষ্ট তুলে আপলোড করতে পারলে আপনার দেওয়া তথ্য যাচাই করবে উপায়। তথ্যগুলি সকল কিছু ঠিকঠাক থাকলে পরবর্তী যাচাইয়ের জন্য অন্যান্য কিছু প্রয়োজনীয় তথ্য জানতে চাইবে। এ সকল তথ্যগুলো দিয়ে পরবর্তী ধাপে প্রবেশ করুন।
ধাপ ০৫:- পেশা ও লিঙ্গ নির্বাচন
এ ধাপে আপনি কি পেশায় নিযুক্ত আছেন তা নির্বাচন করতে হবে এছাড়াও আপনাকে লিঙ্গ নির্বাচন করতে হবে অর্থাৎ আপনি ছেলে মেয়ে কোনটি নির্বাচন করুন।
এছাড়াও নিচের দিকে ইমেইল এড্রেস বলে একটি অপশন দেখতে পাবেন আপনি চাইলে আপনার নিজস্ব কোন ইমেইল থাকলে ব্যবহার করতে পারবেন। সকল তথ্যগুলো পুনরায় চেক দিয়ে পরবর্তী ধাপে প্রবেশ করুন।
ধাপ ০৬:-তথ্য রিভিউ করে নির্বাচন
উপরের পূর্ববর্তী ধাপে আপনি আপনার যে এনআইডি কার্ড এবং প্রয়োজনীয় তথ্য দিয়েছেন সেই সকল তথ্যাবলী গুলো আপনার সামনে পুনরায় দেখানো হবে। এনআইডি কার্ডে থাকা আপনার নাম আপনার জন্ম তারিখ আপনার ঠিকানা এই সকল তথ্যগুলি পুনরায় চেক করে রিভিউ করুন। কোন তথ্য যদি বাদ পড়ে অথবা কোন তথ্য যদি ভুল দেখা যায় তাহলে সেগুলো সঠিকভাবে পূরণ করে পরবর্তী ধাপে প্রবেশ করুন।
ধাপ ০৭ :- উপায় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাবমিট করুন
এখন আপনার সামনে উপায় মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানের টার্মস এন্ড কন্ডিশনের ঘর আসবে অর্থাৎ “agree with upay terms of service and privacy policy“এই লেখার পাশে টিক মার্ক অপশন থাকবে। সেখানে টিক মার্ক দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সাবমিট করুন।
এখন আপনার উপায় একাউন্ট খোলার নিয়ম অনুসারে রেজিস্ট্রেশন ফাইনালি সাবমিট হয়েছে।
ধাপ ০৮:- উপায় পিন সেট
এবার আপনার স্কিনের সামনে পিন কোড সেট করার একটি বক্স দেখতে পাবেন এখানে ৪ সংখ্যার উপায় পিন কোড ব্যবহার করুন। একাউন্ট নিরাপত্তার স্বার্থে এই পিন কোডটি চার সংখ্যার প্রথমে ব্যবহার করার পরও স্কিনে থাকা নিচে থেকে কনফার্ম অপশনে সেম চার সংখ্যার পিন কোডটি ব্যবহার করুন।
একাউন্টের নিরাপত্তার স্বার্থে উপায় থেকে পিন কোড সেট করার পূর্বে কিছু শর্ত রয়েছে :-👇
- প্রথম সংখ্যা পিন নাম্বারের বা পিন কোডের কখনই শূন্য(০) দিতে পারবেন না।
- সেম সংখ্যা ৪ সংখ্যার পিন নাম্বারে ব্যবহার করা যাবে। (২২২২)(৩৩৩৩)(১১১১)এ ধরনের সংখ্যা পিন নাম্বার ব্যবহার করা যাবে না।
- একই ধারাবাহিকতা অর্থাৎ সিরিয়াল নাম্বার ব্যবহার করে পিন নাম্বার তৈরি করা যাবে না। (৩৪৫৬)(১২৩৪)(৬৭৮৯) এরকম সিরিয়ালই নাম্বার ব্যবহার করা যাবে না।
উপরের এই শর্তাবলী মেনে পিন নাম্বার সেট করে পরবর্তী ধাপে প্রবেশ করুন।
ধাপ ০৯:- শেষ ধাপ
উপরের ধাপ গুলি সঠিকভাবে মেনে সকল কার্যক্রম গুলি কমপ্লিট করে থাকলে খুব সহজে উপায় অ্যাকাউন্ট খোলার নিয়ম অনুসারে আপনার অ্যাকাউন্টের পিন কোড সেটাপ সম্ভব হবে এবং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হবে।
ধাপ ১০:- লগইন করুন
সঠিকভাবে পিন কোড সেট করার পর পরবর্তীতে আপনার উপায় একাউন্টে দেওয়া মোবাইল নাম্বার এবং পিন ব্যবহার করে উপায় মোবাইল অ্যাপস এর মাধ্যমে উপায় মোবাইল ব্যাংকিং সেবা পরিচালনা করতে পারবেন।
এছাড়াও উপায় ইউ এস ডি কোড ডায়াল করেও উপায় এর সকল সেবাগুলো উপভোগ করতে পারবেন।
আশা করছি আপনারা যারা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে উপায় একাউন্ট করার নিয়ম সম্পর্কে জানতে চেয়েছিলেন? তাহারা উপরের দেখানো এই নিয়ম এবং উপরের দেখানো প্রত্যেকটি ধাপের বর্ণনা এবং স্ক্রিনশট ইমেজ গুলো দেখে খুব সহজেই উপায় একাউন্ট তৈরি করে ফেলতে পারবেন ঘরে বসে অনলাইনে মাধ্যমে।
এজেন্ট পয়েন্টে উপায় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার নিয়ম
আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের স্মার্ট মোবাইল ফোন নেই যাহারা এই উপরের এই নিয়মগুলো অনুসরণ করতে অপারগ তারা খুব সহজেই উপায় স্থানীয় এজেন্ট পয়েন্টে গিয়ে, প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে খুব সহজেই এজেন্ট পয়েন্ট থেকে উপায় একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন।
এজেন্ট পয়েন্টে যাওয়ার পূর্বে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবির সঙ্গে নিয়ে যাবেন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন
এছাড়া যে সিম নাম্বারে উপায় একাউন্ট খুলতে চাচ্ছেন সেই সিম এবং একটি অ্যাক্টিভ মোবাইল ফোন সঙ্গে নিয়ে যাবেন কারণ ওটিপি ভেরিফাই প্রয়োজন হতে পারে।
উপরে সকল ডকুমেন্টস গুলো সঙ্গে নিয়ে স্থানীয় উপায় এজেন্ট পয়েন্টে গিয়ে উপায় অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এ বিষয়ে বললে তারা সকল প্রসেস সম্পূর্ণ করে আপনাকে উপায়ে একাউন্ট তৈরি করে দিবেন।
আশা করছি উপরে নিয়ম অনুসরণ করলে খুব সহজেই উপায় একাউন্ট খোলার নিয়ম অনুসারে উপায়ে স্থলে এজেন্ট এর কাছ থেকে উপায় একাউন্টটি তৈরি করে নিতে পারবেন।
বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম
অনেকে রয়েছে যাদের স্মার্ট মোবাইল ফোন নেই আর উপরের সকল বিষয় সম্পর্কে অপারগ তারা চাইলে বাটন মোবাইল ফোনের মাধ্যমে উপায় একাউন্ট খুলতে পারবেন।
প্রথমে চেষ্টা করবেন পরিবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব যে কারো স্মার্ট মোবাইল ফোন দিয়ে আপনার উপায় অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতে। যদি এটি সম্ভব না হয় তাহলে বাটন ফোনে উপায়ে একাউন্ট খোলার জন্য স্থায়ী নিকটস্থ উপায় এজেন্ট পয়েন্টে আপনার বাটন মোবাইল ফোনে একটি অ্যাক্টিভ সিম সংযোগ সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এজেন্টের সঙ্গে যোগাযোগ করবেন।
তারা বাটন ফোনের একাউন্ট খুলে দিবে। পরবর্তীতে আপনি বাটন ফোন দিয়েই উপায়ে একাউন্ট পরিচালনা করতে পারবেন।
উপায় একাউন্ট চার্জ– Upay Account Charge
আপনারা জানেন উপায় একাউন্ট এরচার্জসবচাইতে কম।
- উপায় একাউন্ট এর ক্যাশ আউট চার্জ মাত্র ১৪ টাকা এবং সেন্ড মানি আপাতত সব উপায়ে ফ্রি করা রয়েছে।
- আপনি উপায় অ্যাপস এর মাধ্যমে পেমেন্ট করলেও আপনার চার্জ সম্পূর্ণ ফ্রি।
- মোবাইল রিচার্সসম্পূর্ণ ফ্রি
- ইউটিলিটি বিল পেমেন্ট সম্পূর্ণ ফ্রি
উপায় অ্যাপস এর মাধ্যমে আপনি অ্যাড মানি করলে আপনার লিঙ্ক করা অ্যাকাউন্ট থেকে অথবা আপনার লিঙ্ক করা কার্ড থেকে অথবা আপনার লিঙ্ক করা ভিসা কার্ড থেকে তাহলে সম্পূর্ণ চার্জ ফ্রি।
উপায় একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস
উপায় একাউন্ট খুলে ৭৫ টাকা পাওয়ার কিছু শর্ত আছে।
👉উপায় একাউন্ট রেজিস্ট্রেশন প্লাস পিন নাম্বার সেট করার পরে সাত দিনের মধ্যে ২০ টাকা।
👉একাউন্ট থেকে ক্যাশ ইন অথবা এড মানি করে সর্বনিম্ন ৫০০ টাকা ক্যাশ ইন বা অ্যাড মানি করলে ৩০ দিনের মধ্যে ২০ টাকা পাবেন।
👉একাউন্ট তৈরি করার প্রথমবার নিজের নাম্বারে 40 টাকা মোবাইল রিচার্জ করে ভেরিফিকেশনে ৩০ দিনের মধ্যে ২০ টাকা পাবেন।
👉সর্বনিম্ন বিল পেমেন্ট ৩০ দিনের মধ্যে করলে বাকি ১৫ টাকা পাবেন।
উপরের উল্লেখিত অফার গুলো রেজিস্টেশন করার ৩০ দিন পর্যন্ত প্রযোজ্য থাকবে।
এছাড়াও বর্তমানে অনেক ধরনের উপায় মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানে অফার বোনাস এ সকল ক্যাম্পেইন চলছে। এজন্য উপায় অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম সম্পর্কে জেনে এখনই অ্যাকাউন্ট তৈরি করে নিন।
উপায় মোবাইল ব্যাংকিং ডায়াল কোড।Upay Accounts Dial Code
উপায় মোবাইল ব্যাংকিং ডায়াল কোড*268#লিখে আপনি আপনার মোবাইল থেকে ডায়াল করলেই উপায় এর সব ধরনের সার্ভিস দেখতে পাবেন।সেখান থেকে খুব সহজেই আপনি আপনার পছন্দের সার্ভিসটি বেছে নিয়ে কাজ করুন।
উপায় একাউন্ট খোলার সুবিধা।Upay Account
উপায় মোবাইল ব্যাংকিং সেবা নিলে অনেক ধরনের সুবিধা রয়েছে এরমধ্যে আমি উল্লেখযোগ্য কিছু সুবিধা আপনাদের নিচে তুলে ধরার চেষ্টা করলাম।
- সেন্ড মানি: দেশের যেকোনো প্রান্ত থেকে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করা যেতে পারে।
- মোবাইল রিচার্জ:অ্যাকাউন্ট ব্যালেন্স ব্যবহার করে মোবাইল রিচার্জ করা যায়।
- ক্যাশ ইন: আপনি মোবাইল ব্যাঙ্কিং এ এজেন্ট পয়েন্টে গিয়ে সহজেই ক্যাশ ইন করতে পারেন।
- ক্যাশ আউট: উপায় এজেন্ট পয়েন্ট থেকে যে কোনো সময় উপায় অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে।
- পেমেন্ট: মার্চেন্ট পয়েন্টে সহজেই পেমেন্ট করা যায়।
- বিল পরিশোধ করুন: উপায় অ্যাকাউন্টের মাধ্যমে গ্যাস এবং ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করা যেতে পারে।
- তহবিল স্থানান্তর: এমনকি ব্যাংক বন্ধের দিনেও ব্যাংক অ্যাকাউন্ট থেকে উপায় অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা যেতে পারে।
এছাড়া বর্তমানে আরো অনেক ধরনের ফিচার চালু হয়েছে উপায় মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনে।যার সাহায্যে খুব সহজে মোবাইল ব্যাংকিং সম্পর্কিত সব ধরনের লেনদেন করা যাবে উপায় মোবাইল অ্যাপ্লিকেশন।
উপায় অ্যাপ ডাউনলোড – Upay App Download
বর্তমানে যেভাবে অ্যাপটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য বিদ্যমান।iOS ডিভাইস অর্থাৎ আইফোনের জন্য উপায় অ্যাপ এখনও চালু হয়নি।গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড ফোনের জন্য উপায় অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
উপায় একাউন্ট রেফার বোনাস
উপায় একাউন্ট খোলার নিয়ম অনুসরণ করে একাউন্ট তৈরি করার পর রেফারের মাধ্যমে উপায় একাউন্টে কাউকে তৈরি করে দিয়ে আপনিও প্রতি মাসে টাকা ইনকাম করতে পারবেন।
এখনো পর্যন্ত উপায়ে রেফার অপশনটি চালু রয়েছেন যারা উপায়ে একাউন্ট খুলে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যম ব্যবহার করছেন তারা নিচের দিকে আসলে দেখতে পাবেন“Refer&earn” বলে একটি অপশন রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দিয়ে রেফারেলের মাধ্যমে আপনার অথবা আপনার পরিবারের বা বন্ধুবান্ধব যে কাউকে উপায়ে একাউন্ট খুলে দিলে প্রতি একাউন্টের মিনিমাম ৬০ টাকা করে বোনাস পাবেন।
অর্থাৎ উপায় একাউন্ট খুলে ৭৫ টাকা বোনাস পাওয়ার সাথে সাথে আপনি আবার অন্য নিকটতম যে কাউকে উপায় একাউন্ট খুলে দিয়ে প্রতি অ্যাকাউন্টের ৬০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন।
উপায় কাস্টমার কেয়ার নাম্বার।Upay Helpline Number
আপনি উপায় মোবাইল ব্যাংকিং এর কাস্টমার কেয়ার থেকে সহযোগিতা পেতে কল করুন 16 419নাম্বারে। ২৪/৭ যেকোনো সময় কল করলে আপনি আপনার সেবাটি পেয়ে যাবেন।
এছাড়াও আপনি ইমেইলের মাধ্যমে আপনার সমস্যাটি মেইল করতে পারেন মেইল করার জন্য নিচের এই মেইল এড্রেসটি ব্যবহার করুন।
Mail:info.Upay@ucb.com.bd
উপায় একাউন্ট খোলা সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর
উপায় অ্যাকাউন্ট দেখার নিয়ম?
দুইভাবে উপায় একাউন্ট দেখতে পারেন। ১)মোবাইল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে এবং ২)ডায়াল কোড ব্যবহার করে।
উপায় একাউন্ট কোড কত?
উপায় মোবাইল ব্যাংকিং কোড দেখার জন্য *২৬৮#।
উপায় একাউন্ট চেক করার কোড কত?
উপায় একাউন্ট চেক করার জন্য ডায়াল করতে হবে *২৬৮#।
উপায় একাউন্ট খুললে কত টাকা বোনাস?
বর্তমানে উপায় একাউন্ট খুললে ৭৫ টাকা পর্যন্ত বোনাস পাবেন।
উপায় একাউন্ট রেফার বোনাস কত?
বর্তমানে রেফার প্রতি একাউন্টের ৬০ টাকা করে পাওয়া সম্ভব। তবে কিছু শর্ত সাপেক্ষ আছে।
শেষ কথা –
আসা করছি আপনারা যারা এই পোস্টটি সম্পূর্ণভাবে পড়ে উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জেনে নিজেরা নতুন উপায় একাউন্ট তৈরি করেছেন এবং উপকৃত হয়েছেন ? অবশ্যই এই পোস্টের কমেন্টসে জানিয়ে যাবেন। এছাড়াও যদি উপায় মোবাইল ব্যাংকিং বা উপায় অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কিত কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে? তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন।
বিশেষ দ্রষ্টব্য – লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
↘️ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন 🤲
ধন্যবাদ সবাইকে
আপনার জন্য আরো –
- ইংলিশে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- ব্লগিং,ইউটিউবিং,ফেসবুকিং থেকে ইনকাম সম্পর্কিত ভিডিও পেতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত সকল তথ্য পেতে – এখানে ভিজিট করুন।
- ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত সকল ভিডিও পেতে –এখানে ভিজিট করুন।