আলাপ অ্যাপ নিয়ে এলো নতুন এসএমএস সেবা – প্রতি এসএমএস মাত্র ২০ পয়সা

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (BTCL)-এর জনপ্রিয় মোবাইল অ্যাপ “আলাপ” এবার নিয়ে এলো নতুন এক চমক — এসএমএস সেবা!
এখন থেকে আলাপ অ্যাপ ব্যবহারকারীরা দেশের যেকোনো মোবাইল অপারেটরে মাত্র ২০ পয়সা (ভ্যাট প্রযোজ্য) খরচে সহজেই টেক্সট মেসেজ পাঠাতে পারবেন।

আরও পড়ুন-কীভাবে রেজিস্ট্রেশন করে কল করবেন ফ্রি বা কম খরচে

আলাপ অ্যাপ কী?

আলাপ (Alaap) হলো BTCL-এর অফিসিয়াল ইন্টারনেট টেলিফোনি (IP Calling) ও মেসেজিং অ্যাপ, যার মাধ্যমে ব্যবহারকারীরা ভয়েস কল, ভিডিও কল, চ্যাট, ব্যালেন্স ট্রান্সফার, এমএফএস রিচার্জসহ আরও নানা আধুনিক সুবিধা নিতে পারেন।
এখন এই অ্যাপে যুক্ত হলো এসএমএস ফিচার, যা আপনার ডিজিটাল যোগাযোগকে আরও সহজ করে তুলবে।

নতুন কী সুবিধা মিলছে?

🔹 যেকোনো অপারেটরে এসএমএস পাঠানো যাবে
🔹 প্রতি এসএমএস মাত্র ২০ পয়সা (ভ্যাট প্রযোজ্য)
🔹 অতিরিক্ত চার্জ বা ঝামেলা নেই
🔹 ইন্টারনেট সংযোগ থাকলেই ব্যবহারযোগ্য
🔹 চ্যাট, ভয়েস ও ভিডিওর পাশাপাশি এখন টেক্সটিং সুবিধা

এসএমএস ফিচারটি কীভাবে ব্যবহার করবেন?

1️⃣ আপনার আলাপ অ্যাপটি খুলুন
2️⃣ যার কাছে মেসেজ পাঠাতে চান, সেই নম্বরটি নির্বাচন করুন
3️⃣ চ্যাট বক্সে মেসেজ টাইপ করে সেন্ড করুন
4️⃣ মেসেজটি কয়েক সেকেন্ডের মধ্যেই পৌঁছে যাবে যেকোনো অপারেটরে

নোট: যদি আপনার আলাপ অ্যাপে এসএমএস ফিচারটি দেখা না যায়,
👉 তাহলে অ্যাপটি আনইনস্টল করে পুনরায় ইনস্টল করুন
🔹 গুগল প্লে স্টোর: Alaap App (Android)
🔹 অ্যাপল অ্যাপ স্টোর: Alaap App (iPhone)

কেন ব্যবহার করবেন আলাপ অ্যাপ?

  • 💬 সাশ্রয়ী কল ও এসএমএস রেট

  • 📞 দেশি ও আন্তর্জাতিক কল সেবা

  • 💰 ব্যালেন্স ট্রান্সফার ও এমএফএস রিচার্জ সুবিধা

  • 💻 ডেস্কটপ থেকে কল করার সুবিধা

  • 🔒 BTCL-এর নিরাপদ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম

আলাপ হোক সবখানে!

ডিজিটাল বাংলাদেশে এখন যোগাযোগের সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম BTCL আলাপ অ্যাপ। ভয়েস, ভিডিও, চ্যাট কিংবা এসএমএস — সব কিছুই এক অ্যাপেই।

আলাপ — ওটিটি কলিং ও মেসেজিং অ্যাপ, এখন আরও উন্নত সেবায়।
আলাপ হোক, সবখানে!

আরও পড়ুন-BTCL আলাপ অ্যাপ দিয়ে বিদেশে কল করবেন সহজে ও কম খরচে

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉টেক নিউজের সকল খবর সবার আগে পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আমি মোঃ সানাউল বারী। পেশায় আমি একজন চাকরিজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকরির পাশাপাশি, আমি গত ১৪ বছর ধরে আমার নিজস্ব ওয়েবসাইটে লেখালেখি করছি এবং আমার নিজস্ব ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট তৈরি করছি। বিশেষ দ্রষ্টব্য - লেখায় যদি কোনও ভুল থাকে, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ধন্যবাদ।