বিকাশে গেম খেলে ২০০০ টাকা পুরস্কার নিন

বিকাশে গেম খেলে ২০০০ টাকা -বিকাশ গ্রাহকদের জন্য সুখবর বিকাশের নতুন অফার বিকাশে গেম খেলে 2 হাজার টাকা পুরস্কার  এবং ট্যাব সহ আরো প্রাইজ জেতার সুযোগ রয়েছে।

আজকের পোষ্টে আপনাদেরকে সুন্দর ভাবে জানিয়ে দিব আপনি যদি বিকাশ গ্রাহক হয়ে থাকেন। তাহলে এই ধরনের অফার উপভোগ কিভাবে করবেন

বিকাশ অ্যাপ থেকে বিকাশের যে কোনো গ্রাহক “ক্রিক মাস্টার গেম” খেলে গ্রাহক জিতে নিতে পারবে 2000 টাকা বোনাস এবং অ্যামাজনের সেই কাঙ্খিত ট্যাব।

বিকাশের গেম খেলা ক্যাম্পেইন সম্পর্কে

বিকাশ অ্যাপ এর বিকাশ গ্রাহকেরা ক্রিক মাস্টার গেম এ অংশগ্রহণ করা যাবে। বিকাশের গেমস সেকশন থেকে। এই প্রতিযোগিতার শীর্ষস্থানে থাকা টোটাল ৪০০ জন পুরস্কার পেয়ে থাকবে।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

তো চলুন এই ক্যাম্পেইনের পুরস্কার সম্পর্কে জেনে নেওয়া যাক

  • এক নাম্বার রেংকে বিজয়ী পাবে সর্বোচ্চ দুই হাজার টাকা
  • দুই থেকে তিন নাম্বার র‍্যাংকে থাকা বিজয়ী পাবে 1000 টাকা করে।
  • চার থেকে পাঁচ নাম্বার র‍্যাংকে থাকা পাবে 500 টাকা।
  • 6 থেকে 10 নাম্বার রেংকে থাকারও পাবে প্রতিজনে 300 টাকা করে।
  • ক্যাম্পেইনের 11 থেকে 100 মধ্যে যারা থাকবে তারা পাবে 150 টাকা করে।
  • ক্যাম্পেইনের রেংকিং এ থাকা 101 থেকে 200 সিরিয়ালের মধ্যেও তারা পাবে 100 টাকা করে।
  • রেঙ্ক 200 থেকে 400 জনের পাবে 50 টাকা করে।
  • এই খেলার টুর্নামেন্ট সেরা দের জন্য থাকছে অ্যামাজন ট্যাব।

উপরের এই সকল পুরুষ্কার এই ক্যাম্পেইন অর্থাৎ এই বিকাশের এই গেমস খেলা হিসেবে পুরস্কার থাকবে।

ক্যাম্পেইনে অংশগ্রহণ করার নিয়ম

বিকাশের এই নতুন ক্যাম্পেইন বিকাশ ক্রিক মাস্টার গেম এ অংশগ্রহণ করা একদমই সহজ।

বিকাশ অ্যাপ থেকে যেকোনো বিকাশ ইউজার খুব সহজেই এই গেমে অংশগ্রহণ করতে পারবে তারপরও আমি নিচে অংশগ্রহণ করার নিয়ম গুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।

  • প্রথমে আপনি আপনার স্মার্টফোন থেকে বিকাশ অ্যাপ ওপেন করে পিন নাম্বার দিয়ে প্রবেশ করুন।
  • নিচের দিকে একটু খেয়াল করলে আপনি দেখতে পাবেন। গেমস/Games বলে একটি অপশন রয়েছে। সে অপশনটির উপরে ট্যাপ করুন।
  • এর পরে আপনি cric মাস্টার অপশন এর উপরে ট্যাপ করুন।
  • এরপর সর্তের সাথে সম্মত হয়ে এগিয়ে চলুন এই বাটনে ক্লিক করুন।
  • ক্যাম্পেইনের প্রাইস পুল, মোট প্লেয়ার সংখ্যা ও ক্যাম্পেইনের শেষ হওয়ার মেয়াদ দেখতে পারবেন।
  • গেইমে অংশগ্রহণ করতে Pay Now tk15 অপশনে টেপ করে 15 টাকা পেমেন্ট।

এরপর প্লে অপশন এ টাইপ করে গেম খেলা শুরু করতে পারেন এভাবে বেশ সহজে বিকাশ ক্রিক মাস্টার গেম এ অংশগ্রহণ করতে পারবেন ক্লিক মাস্টার গেম খেলেই স্কোর বাড়াতে পারবেন গেমে শীর্ষস্থান দখল করে মোট 400 জন পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার।

আপনার জন্য-

বিকাশে গেম খেলে টাকা ইনকাম করুন (প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা)

মোবাইল দিয়ে টাকা আয় পেমেন্ট নগদ এবং বিকাশে

ফ্রিল্যান্সার ডটকম থেকে আয়ের উপায়

অনলাইনে টাকা আয় করার অ্যাপ

আমাদের আরো সেবা সমূহ :-

↘️আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Telegram গ্রুপ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

Assalamu Alaikum wa Rahmatullah. I am Md. Sanaul Bari. I am a salaried employee by profession and the admin of this website. Apart from my job, I have been writing on my own website for the past 14 years and creating content on my own YouTube and Facebook. Special Note - If there is any mistake in the writing, please forgive me. Thank you.