ফিনিশিং কোয়ালিটির কাজ কি?গার্মেন্টসে ফিনিশিং কোয়ালিটির কাজ কি?

ফিনিশিং কোয়ালিটির –গার্মেন্টসে ফিনিশিং কোয়ালিটি কাজ হলো অপারেটর দ্বারা তৈরিকৃত পোশাক সঠিকভাবে সেলাই হয়েছে কিনা তার চেক করা। অর্থাৎ তৈরি কৃত পোশাকের ফাইনালি কোয়ালিটি চেক করে তা বায়ারের কাছে প্রেরণ করা।

আমরা গার্মেন্টসের কোয়ালিটি কাজে অনেকেই ইন্টারেস্ট কিন্তু গার্মেন্টসের কোয়ালিটি কাজগুলো সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে‌ অনেকেই গার্মেন্টস সেকশনে কাজ করতে কনফিডেন্স পায়না। আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা গার্মেন্টস কোয়ালিটি সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। আজকে আমি গার্মেন্টস সম্পর্কে আরেকটি তথ্য বহুল কন্টেন্ট নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব ফিনিশিং কোয়ালিটির কাজ সম্পর্কে।

কোয়ালিটি কি

কোয়ালিটি বলতে কোন পণ্য বাসেবার মত একটি অপরটির তুলনায় কত গুন ভালো তা বুঝায়।অর্থাৎ উৎপাদিত পণ্য বাসে বা কাস্টমারের চাহিদা পূরণে কতটুকু সমর্থ হয়েছে এবং এটির ব্যবহার উপযোগী কিনা তা যাচাই করাই হলো কোয়ালিটি।

গার্মেন্টস ‌ফিনিশিং কোয়ালিটি

গার্মেন্টস ফিনিশিং রেডিমেড গার্মেন্টস সেক্টরের একটি গুরুত্বপূর্ণ সেকশন। এটি গার্মেন্টস মেনুফ্যাকচারিং এর সর্বশেষ সেকশন। প্রোপার গার্মেন্টস ফিনিশিং প্রসেসের মাধ্যমে প্রোডাক্ট এর কোয়ালিটি বৃদ্ধি এবং সময়মতো শিপমেন্ট করা যায়। গার্মেন্টস ফিনিশিং এর কিছু মেজর স্টেপ যেমন ট্রিমিং আইরনিং কোয়ালিটি চেক ফোল্ডিং প্যাকিং ইত্যাদি।

ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোলার এবং সুপারভাইজার এর কাজের দায়িত্ব

*অপারেটর দ্বারা তৈরি কৃত সকল পণ্য যেমন শার্ট-প্যান্ট সোয়েটার ইত্যাদি সঠিকভাবে সেলাই হয়েছে কিনা তা চেক করা।

*আয়রন ফোল্ডিং এবং পলি সঠিকভাবে হয়েছে কিনা তা  পর্যবেক্ষণ করা।

*ফিনিশিং সেকশনে সকল কাজ কোয়ালিটি ঠিক আছে কিনা তা চেক করা।

*কোথায় কোন কোয়ালিটি ইন্সপেক্টর কাজ করবে তা নির্ধারণ করে দিতে হবে।

*বায়ারের নির্দেশ মোতাবেক তার মালের পরিমাণ ঠিক রেখে সকল মালামাল রপ্তানি করার উপযুক্ত আছে কিনা নিশ্চিত হয়ে তার রপ্তানির জন্য প্রস্তুত রাখতে হবে।

*ফিনিশিং কোয়ালিটির সুপারভাইজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য এর নিয়ম কানুন গুলো যেন ভালভাবে মেনে চলা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

*সেলাই সঠিকভাবে চেক করার পর লাইটের টিউবের মাধ্যমে দেখতে হবে কোন শার্ট প্যান্ট সোয়েটারের পার্টির কোন অংশ ছিদ্র আছে কিনা তা চেক করতে হয়।যদি কোন অংশে ছিদ্র থাকে তাকে অল্টার বলা হয়। এবং এই অল্টার গুলোর পুনরায় উৎপাদন বিভাগে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

* উৎপাদিত মালামাল বায়ারের রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা তা ভালোভাবে চেক করতে হয়। যেমন সাইজ ফেব্রিক্স এর মান সিএসএম ফেব্রিক্সের স্ট্রং ঠিক আছে কিনা তা ভালোভাবে চেক করতে হয়।

*ফেব্রিক্স এর মধ্যে অন্য কালার এর দাস গিয়ে যাতে ফেব্রিক্স এর মান নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হয়।

*ডিউটির নির্ধারিত সময়ের মধ্যে টার্গেট পূরণ করতে হয়।

*প্রোডাকশন হিসাব করে দায়িত্বরত অফিসার কে অবগত করতে হয়।

*শিপমেন্ট সিডিউল অনুযায়ী কাজ করতে হয়।

*প্যাকিং অপারেটর ঠিকভাবে প্যাকিং করছে কিনা সেদিকে খেয়াল রাখতে হয়। যদিও অনেক গার্মেন্টস কারখানায় এর দায়িত্ব স্টোর সেকশনে থাকে।

*শিপমেন্ট সিডিউল ঠিক রাখতে প্রয়োজনে অতিরিক্ত ডিউটি করতে হবে। তবে তার দায়িত্বে থাকা ইনচার্জকে জানাতে হবে।

*কোন কাজ না বুঝলে তো ফিনিশিং কোয়ালিটি ইনচার্জ বা ফিনিশিং কোয়ালিটি ম্যানেজারকে তাৎক্ষণিক অবগত করতে হবে।

ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর এর দায়িত্ব

১। পয়েন্টস মেজারমেন্ট ও গেট আপ চেক করতে হয়।

২। হ্যাংট্যাগ, পলি ও অন্যান্য এক্সেসরিজ সোয়াচ বোর্ড অনুযায়ী ঠিক আছে কিনা তা চেক করতে হয়।

৩। গার্মেন্টসের ইনসাইট ও আউটসাইড চেক করতে হয়।

৪। ফাইভ পয়েন্টস এর ব্যালান্সিং চেক করতে হয় ‌।

৫।ডিফেক্ট গার্মেন্টস গুলোর রেকর্ড রাখা। রিপোর্ট তৈরি করা এবং সংশ্লিষ্ট সুপারভাইজার কে অবহিত করা।

৬। গার্মেন্টসের আয়রন গেটাপ মেজারমেন্ট ও ফোল্ডিং ঠিক আছে কিনা তা চেক করা।

৭। ডিফেক্ট সনাক্ত করা ও রিপেয়ার করানো এবং লাইন কোয়ালিটি ইন্সপেক্টর সুপারভাইজার কে জানানো যাতে ডিফেক্ট সহজে প্রতিরোধ করতে পারে।

ফিনিশিং কন্ট্রোলার/ইনচার্জ ম্যানেজারের ডিউটি

*সুইং সেকশন থেকে কমপ্লিট গার্মেন্টস ফলোআপ করে ফিনিশিং সেকশনে ইনপুট করা।

*গার্মেন্টস থ্রেড ট্রিম প্রোপারলি চেক করা।

*মেজারমেন্ট ওকে আছে কিনা ইন শিওর করা

*আয়রনের ওভার হিট রিডিউস করা যাতে গার্মেন্টস ড্যামেজ না করে।

*আয়রনের পর কোন ডিফেক্ট দেখা দিলে রিপেয়ারের জন্য পাঠানো।

*ফিনিশিং টেবিল ক্লিন আছে কিনা নিশ্চিত করা।

*গার্মেন্টসে কোন ডিফেক্ট এবং রিজেক্ট আছে কিনা চেক করা।

*ফাউন্ড আউট করা কেন গার্মেন্টস ডিফেক্ট এবং রিজেক্ট হচ্ছে।

*ডিফেক্ট পরীক্ষা করা এবং অয়েল মার্কস স্টেন মার্ক বার্ন পিটস ইত্যাদির জন্য এক্সট্রা কেয়ার নেওয়া।

*ফিনিশিং ম্যানেজার গার্মেন্টস এক্সামিন করা যদি সিম প্যাকারিং থাকে তবে তা ওয়াশিং অথবা আয়রনের মাধ্যমে ডেভেলপ করা।

*ইন্সপেকশন ডাটা রেকর্ড এবং সাবমিট করা।

*বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফোল্ডিং ইন শিওর করা।

*পলি করার আগে অবশ্যই গার্মেন্টস ইন্সপেক্টর করা।

*ডাস্ট রিমুভ এবং গার্মেন্টসে হ্যাংট্যাগ সঠিকভাবে লাগানো হয়েছে কিনা নিশ্চিত করা।

*অ্যাপ্রুভ ফিনিশ গার্মেন্টস এর সাথে ম্যাচ করে গার্মেন্টস প্যাক করা।

*কার্টুন মেজারমেন্ট প্যাকিং কোয়ালিটি কার্টুন সাইড মার্ক শিপমেন্ট ইত্যাদি নিশ্চিত করা।

অ্যাপারেল ফিনিশিং জব

এপারেল ইন্ডাস্ট্রিতে ফিনিশিং জব গার্মেন্টস তৈরির প্রোডাকশন ধারা ধরে রাখতে হেল্প করে।ফিনিশিং ম্যানেজার শিপমেন্ট সিডিউল অনুযায়ী কিভাবে ডিফেক্টমুক্ত গার্মেন্টস তৈরি করা যায় তার পরিকল্পনা করা। ফিনিশিং জব বিভিন্ন সেকশনের সাথে সম্পর্কযুক্ত যেমন নীটিং ,ডাইং ,স্টোর, ব্যাচ, ল্যাবরেটরি ফিনিশিং, টেক্সটাইল ফিনিশিং, এবং গার্মেন্টস ফিনিশিং ইত্যাদি।

ফিনিশিং সেকশন কাজের ধরন অনুসারে পাঁচ ভাগে ভাগ করা হয়ে থাকে। যথা-

১.থ্রেড ট্রিমিং।

২. ইনসাইড কিউসি।

৩. আয়রনিং।

৪. ফাইনাল কিউসি।

৫. ফোল্ডিং এবং প্যাকিং।

গার্মেন্টসে পোশাক তৈরির সর্বশেষ ধাপের কাজগুলো একজন ফিনিশং কোয়ালিটি অফিসারের।একজন ফিনিশিং কোয়ালিটি অফিসার কে যথাসময়ে তার কর্মস্থলে আসতে হবে এবং তার ওপর অর্পিত দায়িত্ব গুলো সঠিকভাবে পালন করতে হবে।সকল পারফরমেন্স ঠিক থাকলে ধীরে ধীরে তার পদোন্নতি ঘটবে।

প্রশ্ন-১: ডিফেক্ট কত প্রকার?

উত্তর: ডিফেক্ট তিন প্রকার। যথা:

১. মেজর প্রবলেম।

২. মিনোর প্রব্লেম।

৩. ক্রিটিক্যাল প্রবলেম।

প্রশ্ন-২: ব্রোকেন স্টিচ কি?

উত্তর:দুটি বন্ধনী জোড়া দেওয়াই হচ্ছে সেলাই আর সেলাইয়ের একটি স্টিচ কেটে গেলে তাকে বলা হয় ব্রোকেন স্টিচ।

প্রশ্ন-৩: স্কিপ স্টিচ কি?

উত্তর:সেলাইকৃত নীচের সুতা যদি উপরের সূতাকে না ধরতে পারে এ ক্ষেত্রে তাকে বলা হয় স্কিপ স্টিচ।

শেষ কথা-

আমাদের আজকের কনটেন্টটি ছিল ফিনিশিং কোয়ালিটি সম্পর্কিত। গার্মেন্টসে ফিনিশিং কোয়ালিটির কাজ কি সে সম্পর্কে যারা ধারণা নিতে চান তাদের জন্য আজকের এই তথ্য বহুল পোস্টটি পড়ার অনুরোধ রইল। এ সম্পর্কিত যদি আরো কোন প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।

এছাড়াও যদি কারো কোন বিষয়ে কোন তথ্য জানার থাকে অবশ্যই আমাদেরকে অবগত করবেন আমরা আপনাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন তথ্যমূলক পোস্ট করা হয়ে থাকে। আশা করছি সাথেই থাকবেন।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-

গার্মেন্টস কোয়ালিটি পলিসি বা নীতিমালা
ফিনিশিং কোয়ালিটির কাজ
গার্মেন্টস বা যে কোন চাকরিতে প্রমোশনাল লেটার বা পদোন্নতির আবেদন পত্র
বাংলাদেশের কয়েকটি শীর্ষ স্থানীয় গার্মেন্টস কোম্পানির নাম
গার্মেন্টস কি কত প্রকার ও কি কি
কোন সেলাই মেশিনের কেমন দাম
রিজাইন লেটার বাংলা ও ইংলিশে
গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলার অফিসার
গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ 
সুইং কোয়ালিটির কাজ কি

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

  • ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
  • বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন
  • বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি। বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।