গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন-গার্মেন্টস কোয়ালিটি ভাইবা প্রশ্ন ও উত্তর

গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন-বাংলাদেশের নাম সারা বিশ্বের পরিচিত হওয়ার কারণগুলোর মধ্য অন্যতম একটি কারণ হলো তৈরি পোশাক শিল্প। পোশাক রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে  এই গার্মেন্টস শিল্পের উপর। অনেকে গার্মেন্টস শিল্পে কোয়ালিটি চাকরি নেওয়ার কথা চিন্তা করে। কিন্তু কোয়ালিটি চাকরি পেতে হলে ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হয় তা অনেকেরই অজানা।

যদিও গার্মেন্টস শিল্প কোয়ালিটি চাকরি পেতে গেলে কোন প্রকার অভিজ্ঞতার প্রয়োজন হয় না কিন্তু কিছু প্রশ্নের উত্তর জানা থাকলে ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়া আপনার জন্য সহজ হবে।

আজকে আমরা আলোচনা করব গার্মেন্টস শিল্পে কোয়ালিটি চাকরি পেতে গেলে কি কি প্রশ্ন করা হয় এবং তার উত্তর গুলো কি। আশা করছি সাথেই থাকবেন। এই কনটেন্ট থেকে প্রয়োজনীয় কিছু তথ্য আপনারা জানতে পারবেন।

আরও পড়ুন-গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলার অফিসার সম্পর্কে কিছু তথ্য

গার্মেন্টস কোয়ালিটি বিষয়ক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১.কোয়ালিটি ইন্সপেক্টর কি?

উত্তর:কোয়ালিটি অর্থ গুন বা মান। এবং ইন্সপেক্টর অর্থ পরিদর্শক সুতরাং কোয়ালিটি ইন্সপেক্টর অর্থ মান পরিদর্শক।

প্রশ্ন-২. গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ কি?

উত্তর:গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ হচ্ছে একটি লাইনে যেসব মাল বা পোশাক তৈরি হবে তা চেক করা। যা একজন সুপারভাইজার এর পরের পদ।

প্রশ্ন- ৩. গার্মেন্টসে কোয়ালিটির কাজ কি?

উত্তর: গার্মেন্টসে কোয়ালিটির কাজ হল অন্যের গুণগত মান ঠিক আছে কিনা তা নির্ধারণ করা।

প্রশ্ন-৪. গার্মেন্টসে কোয়ালিটির বেতন কত?

উত্তর: ফ্রিজ দের জন্য বর্তমান বেতন নয় হাজার থেকে ৯৫০০ টাকা ডিউটি ৮ ঘন্টা। এছাড়া আট ঘন্টার পর কাজ করলে ওভারটাইম পাবেন। বাড়তি ইনকাম হবে তাতে করে ১৫০০০ টাকা ইনকাম করা সম্ভব নতুনদেরও।

প্রশ্ন-৫. এসপিআই কি?

Stitch Per Inchi (১ ইঞ্চি তে কয়টি সেলাই)।

প্রশ্ন-৬. গার্মেন্টস(Garments) অর্থ কি?

উত্তর:পোশাক।

প্রশ্ন-৭.AQL এর পূর্ণরূপ কি?

উত্তর: Acceptable Quality Level বা গুণগত মানের গ্রহণযোগ্য অবস্থা।

প্রশ্ন-৮. CB এর ফুল মিনিং কি?

উত্তর: CB এর full meaning হচ্ছে Centre Back।

প্রশ্ন-৯. GTM এর ফুল মিনিং কি?

উত্তর:GTM এর ফুল মিনিং হচ্ছে Garments Total Management বা মোট গার্মেন্টস ব্যবস্থাপনা।

প্রশ্ন-১০. HPS এর ফুল মিনিং কি?

উত্তর: HPS এর ফুল মিনিং হচ্ছে High Point Shoulder।

প্রশ্ন-১১. DTM এর ফুল মিনিং কি?

উত্তর: DTM এর ফুল মিনিং হচ্ছে Dying To Match বা রঙের সাথে মিল থাকা।

প্রশ্ন-১২. LPS এর ফুল মিনিং কি?

উত্তর: LPS এর ফুল মিনিং হচ্ছে Low Point Shoulder।

ডিফেক্ট ও অলটার বিষয়ক প্রশ্ন

প্রশ্ন-১. ডিফেক্ট কত প্রকার?

উত্তর: ডিফেক্ট তিন প্রকার।

যথাঃ১। Major problem (বড় ধরনের সমস্যা)

২। Minor problem (ছোট সমস্যা)

৩। Critical problem(ক্ষুদ্র সমস্যা)

প্রশ্ন-২. ব্রকেন স্টিচ কি?

উত্তর: দুটি বন্ধনী জোড়া দেওয়াই হচ্ছে সেলাই আর সেলাইয়ের একটি স্টিচ কেটে গেলে তাকে বলা হয় ব্রকেন স্টিচ।

প্রশ্ন-৩. স্কিপ স্টিচ কি?

উত্তর:সেলাইকৃত নিচের সুতা যদি ওপরের সুতাকে না ধরতে পারে এক্ষেত্রে তাকে বলা হয় স্কিপ স্টিচ।

প্রশ্ন-৪. প্লিট কি?

উত্তর: সেলাইকৃত বস্তুতে সেলাইয়ের সময় কুচি পড়লে বলা হয় প্লিট।

প্রশ্ন-৫. ওপেন স্টিচ কি?

উত্তর: সেলাইয়ের সময় কিছু জায়গায় সেলাই এড়িয়ে গেলে বা সেলাই না হলে তাকে বলা হয় ওপেন স্টিচ।

ইঞ্চি বিষয়ক কিছু প্রশ্ন

প্রশ্ন-১. একটি ইঞ্চি টেপে কত সেন্টিমিটার থাকে?

উত্তর: ১৫০ সেন্টিমিটার থাকে।

প্রশ্ন-২. একটি ইঞ্চি টেপে কত ইঞ্চি থাকে?

উত্তর: একটি ইঞ্চি টেপে ৬০ ইঞ্চি থাকে।

প্রশ্ন-৩. একটি ইঞ্চি টেপে কত ফুট থাকে?

উত্তর: একটি ইঞ্চি টেপে ৫ ফুট থাকে।

প্রশ্ন-৪. ১০ মিলিমিটার সমান কত সেন্টিমিটার?

উত্তর: ১০ মিলিমিটার সমান ১ সেন্টিমিটার।

প্রশ্ন-৫. এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার?

উত্তর: এক ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার।

প্রশ্ন-৬. এক ইঞ্চি সমান কত সুতা?

উত্তর: এক ইঞ্চি সমান ৮ সুতা।

প্রশ্ন-৭. এক মিটার সমান কত সেন্টিমিটার?

উত্তর: ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার।

প্রশ্ন-৮.এক মিটার সমান কত ইঞ্চি?

উত্তর: ১ মিটার সমান ৩৯.৩৭ ইঞ্চি।

গার্মেন্টস কোয়ালিটির কাজ কি

গার্মেন্টস কোয়ালিটি নির্ধারিত কাজ হলো আউটপুট হওয়ার সামগ্রিক পণ্যের গুণগত মান সঠিক কিনা তা পরীক্ষা করা।

শেষ কথা

সাধারণত গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউ পরীক্ষায় জাতীয় প্রশ্ন করা হয়ে থাকে গার্মেন্টস শিল্পে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে প্রথমে কোয়ালিটি ইন্সপেক্টর হওয়া জরুরী কারণ শিল্পী অভিজ্ঞতার মূল্য বেশ গুরুত্বপূর্ণ। আশা করছি এই পোস্ট থেকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন যা আপনাদের গার্মেন্টস কোয়ালিটি চাকরি ইন্টারভিউতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেকোনো বিষয়ে প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

আরও পড়ুন- বাংলাদেশে গার্মেন্টস কোয়ালিটি প্রশিক্ষণ বা ট্রেনিং

👉টেক নিউজের সকল খবর সবার আগে পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন!

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ টিম