আপনি যদি একজন টেলিটক ইউজার হয়ে থাকেন আর আপনার প্রয়োজন যদি টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক বা টেলিটক এমবি চেক করা হয়ে থাকে? তাহলে আজকের এই পোস্টটি সম্পূর্ণ আপনার জন্য।
আজকের পোষ্টের সম্পূর্ণভাবে জানতে পাবেন নতুন এবং সহজ নিয়মে টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক বা টেলিটক এমবি চেক করা সঠিক যতগুলি মাধ্যম রয়েছে প্রত্যেকটি মাধ্যম থেকে শুরু করে টেলিটক ইন্টারনেট এবং টেলিটক এমবি সম্পর্কিত সকল বিষয়।
আমরা খুব সহজে টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক বা টেলিটক এমবি চেক করার জন্য কোড এর সাহায্য নিয়ে মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে *১৫২# লিখে ডায়াল করে খুব সহজে টেলিটকের ইন্টারনেট এবং এমবি মেয়াদ –পরিমান সহ সকল তথ্য পেয়ে যাই।
টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক বা টেলিটক এমবি চেক এর সম্পর্কে বিস্তারিত জানতে নিচের বিস্তারিত দেওয়া রয়েছে এই পোস্টটি সম্পূর্ণ অনুসরণ করুন:-
টেলিটক সিম সম্পর্কিত কিছু কথা
আপনারা সকলে জানেন জনপ্রিয় যতগুলি মোবাইল সিম কোম্পানি রয়েছে বাংলাদেশে এর মধ্যে বাংলাদেশের নিজস্ব সিম কোম্পানি হচ্ছে টেলিটক।টেলিটক বাংলাদেশী সিম কোম্পানি হওয়াই বাংলাদেশের বিভিন্ন অন্যান্য সিম কোম্পানির তুলনায় টেলিটক সব সময় কম রেটে বিভিন্ন ধরনের ইন্টারনেট থেকে শুরু করে অন্যান্য অফার দিয়ে থাকেন।যার ফলে বর্তমানে টেলিটকের গ্রাহক সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
টেলিটকের নেটওয়ার্ক সিস্টেম দুর্বল হওয়ার ফলে অনেকেই টেলিটক সিমটি প্রাইমারি সিম হিসেবে ব্যবহার করে না যার ফলে বিভিন্ন সময় টেলিটক ইন্টারনেট ক্রয় করার পর ইন্টারনেট ব্যালেন্স সম্পর্কে ভুলে যায় বা অজানা থাকে যার ফলে পরবর্তীতে মূল ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে চলে যায় যা অর্থনৈতিকভাবে একজন গ্রাহক ক্ষতির সম্মুখীন হয়।তাই আজকের পোস্টে আমরা সম্পূর্ণভাবে জানবো টেলিটক সিম ইন্টারনেট ব্যালেন্স চেক থেকে শুরু করে টেলিটক ইন্টারনেট অফার সম্পর্কিত সকল বিষয়।
টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক বা টেলিটক এমবি চেক করার নিয়ম
Teletalk Internet Balance check করার দুইটি সহজ পদ্ধতি রয়েছে দুটি মধ্যের যে কোন একটি দিয়ে খুব সহজেই Teletalk Mb Check করতে পারবেন যা একজন টেলিটক গ্রাহকদের জন্য খুবই সহজ ।তো চলুন নিচে আমরা টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক বা টেলিটক এমবি চেক করার দুইটি নিয়ম সম্পর্কে জেনে নিন:-
১.টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক কোড
প্রথম পদ্ধতি হচ্ছে একজন টেলিটক ইউজার অর্থাৎ টেলিটক গ্রাহক teletalk internet balance check code ব্যবহার করে খুব সহজে তার টেলিটক সিমের কাঙ্ক্ষিত ইন্টারনেট ব্যালেন্স সম্পর্কে জানতে পারবে নিচের নিয়ম অনুসরণ করুন-
👉প্রথমে আপনি যে টেলিটক সিমের ইন্টারনেট ব্যালেন্স বা টেলিটক এমবি চেক করতে চাচ্ছেন সেই সিমটি যে কোন মোবাইল ফোনে একটিভ করে নিন।
👉এরপর মোবাইল ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *১৫২# ।
👉সঙ্গে সঙ্গে আপনি আপনার টেলিটক ইন্টারনেট ব্যালেন্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যেমন- ইন্টারনেটের পরিমাণ, ইন্টারনেটের মেয়াদ।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন
আশা করছি আপনারা যারা টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক কোডের সাহায্যে করতে চাচ্ছিলেন তারা উপরের এই নিয়মটি অনুসরণ করে খুব সহজে টেলিটক এমবি চেক করতে পারবেন।
২.অ্যাপের মাধ্যমে টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক বা টেলিটক এমবি চেক করার নিয়ম
খুব সহজ এবং স্মার্টওয়েতে অ্যাপস এর মাধ্যমে টেলিটকের এমবি চেক করতে পারবেন নিচের দেখানো এই ধাপ গুলি অনুসরণ করে।
👉Google Play store এ গিয়ে আপনাকে সার্চ করতে হবে “My Teletalk” আপনার সামনে টেলিটক সিম কোম্পানির অফিসিয়াল অ্যাপটি চলে আসবে সেখান থেকে আপনি অ্যাপসটি ইন্সটল করে নিবেন।
👉অ্যাপসটি ইন্সটল করা হয়ে গেলে আপনি আপনার কাঙ্খিত টেলিটক সিম নাম্বারটি ইনপুট করে অ্যাপটি এক্টিভ করে নিবেন।
👉এখন অ্যাপটির ভেরিফাই হয়ে গেলে নিচের ছবির মত এরকম একটিভ হয়ে যাবে এবং হোম ইন্টারফেস চলে আসবে।সেখান থেকে খুব সহজে আপনি আপনার টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক বা টেলিটক ইন্টারনেট এমবি চেক করতে পারবেন।
এছাড়াও উপরের নিয়ম বুঝতে অসুবিধা হলে নিচের ছবিগুলি অনুসরণ করুন তাহলে আপনি উপকৃত হবেন।
আশা করছি আপনারা যারা টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক সম্পর্কে জানতে চেয়েছিলেন উপরের দেখানো এই দুটি নিয়ম অনুসরণ করে খুব সহজে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে টেলিটক ইন্টারনেট এমবি চেক করে নিতে পারবেন।
টেলিটক সিমের সকল কোড সমূহ
এছাড়াও আমি এখন নিচে আপনাদের প্রয়োজন স্বার্থে টেলিটক ইউজার যেহেতু তাই আপনি অনেক সময় আমরা টেলিটক সিমের বিভিন্ন ধরনের কোড সম্পর্কে আপনার জানা নেই ।সে সকল কোড সম্পর্কে নিচে দিয়ে দিচ্ছি যাতে খুব সহজে টেলিটকের খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কে আপনি অবগত হতে পারেন।
টেলিটক সিমের অফারসমূহ | ইউএসএসডি কোড |
টেলিটক সিমের নাম্বার চেক | *৫৫১# |
টেলিটক ব্যালেন্স চেক | *১৫২# |
টেলিটক ইন্টারনেট ব্যালেন্স চেক | *১৫২# |
টেলিটক ইন্টারনেট এমবি চেক | *১৫২# |
টেলিটক এসএমএস চেক | *১৫২# |
টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স চেক | *১১২২# |
টেলিটকের এমবি চেক করে কিভাবে?
শুরুতেই বলেছি টেলিটক সিম যেহেতু আমরা প্রাইমারি সি হিসেবে ব্যবহার করি না এজন্য টেলিটকের অনেক ছোট ছোট বিষয়গুলো আমরা ভুলে যায় তাই অনেকেই google এ সার্চ করে থাকে টেলিটকের এমবি চেক করায় কিভাবে এই সম্পর্কে?
ওই সকল টেলিটক ইউজারদেরকে আমি বলব টেলিটকের এমবি চেক করার দুটি পদ্ধতি রয়েছে একটি আপনি ডায়াল কোড ব্যবহার করে খুব সহজেই আপনার টেলিটকের এমবি ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন ।আরেকটি আপনি টেলিটক এর অফিসিয়াল মাই টেলিটক অ্যাপসটি ইন্সটল করেও টেলিটকের এমবি চেক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
টেলিটক হেল্পলাইন নাম্বার
এছাড়াও আপনার টেলিটক হেল্পলাইন সেন্টারে কল করেও টেলিটক ইন্টারনেট ব্যালেন্স টেলিটক সম্পর্কিত আরো অন্যান্য সকল বিষয়ে সুযোগ-সুবিধা পেয়ে থাকবেন।তাই আমি টেলিটক সিম সঙ্গে কিভাবে আপনার সরাসরি যোগাযোগ করবেন নিচে তার মাধ্যমগুলি দিয়ে দিচ্ছি।
- হেল্প লাইন: ১২১
- অন্য অপারেটর: ০১৫০০১২১১২১-৯.
শেষ কথা–
পরিশেষে একটি কথাই বলবো আপনি যদি, বাংলাদেশের অন্যান্য সিম অপারেটর যেমন-বাংলালিংক ,গ্রামীন, রবি এই সকল সিম অপারেটরের ইন্টারনেট ব্যালেন্স সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের পোস্টের দেওয়া নিচে যে লিংক গুলি রয়েছে সেই লিংক গুলো অনুসরণ করবেন।
এছাড়াও সকল মোবাইল সিম সম্পর্কিত সকল বিষয় জানতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন পাশাপাশি আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে রাখবেন।
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔
প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-
রবি ইন্টারনেট ব্যালেন্স চেক করার নিয়ম সহজ নিয়মে এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক করুন বাংলালিংক ইন্টারনেট ব্যালেন্স চেক করার নিয়ম
↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇
- ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন।
- বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇
➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন।
➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।
➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।