জেনে নিন বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিভাবে টাকা জমাবেন? জানতে পারবেন সহজে বিকাশ সেভিংস একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
বিকাশ বাংলাদেশে যতগুলো মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সবচাইতে উন্নত এবং সবচাইতে বেশি গ্রাহক এই বিকাশ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে থাকেন। তারিখ ধারাবাহিকতায় বিকাশ প্রতি নিয়ত গ্রাহক সেবা বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন উন্নত সেবা চালু করে থাকে। নতুনভাবে চালু করেছে “বিকাশ সেভিংস “।তবে বিকাশ সেভিংস এর মাধ্যমে টাকা জমানোর পূর্বে অবশ্যই আপনাকে বিকাশ সেভিংস একাউন্ট খোলার নিয়ম এবং বিকাশ সেভিংস একাউন্ট সম্পর্কিত আরো সকল বিষয়ে জানতে হবে। তো চলুন আজকে যে সকল বিষয় আমরা জানব 👇
➡️বিকাশ সেভিংস একাউন্ট খোলার নিয়ম।
➡️বিকাশ সেভিংস এর মুনাফার হার।
➡️বিকাশ সেভিংস একাউন্ট এর সুবিধা।
➡️বিকাশ সেভিংস লাভ সম্পর্কে বিস্তারিত।
➡️বিকাশ সেভিংস কতটুকু নিরাপদ।
➡️বিকাশ সাধারন সেভিংস সম্পর্কে।
➡️বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট সম্পর্কে।
➡️বিকাশ সেভিংস বাতিল করার উপায়।
➡️বিকাশ সেভিংস রেফার করে টাকা আয়।
➡️বিকাশ সেভিংস আইডিএলসি কি।
উপরে এই সকল বিষয় ছাড়াও বিকাশ সেভিংস একাউন্ট খোলার নিয়ম সহকারে আরো অনেক বিষয়ে আজকে এই পোস্টে জানতে পারবেন। অর্থাৎ বিকাশ সম্পর্কিত খুঁটিনাটি সব বিষয় আজকের এই আর্টিকালে জানবেন। তো চলুন পোস্টটি শুরু করা যাক ↘️
➡️বিকাশ সেভিংস একাউন্ট কি?
বিকাশ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে মোবাইলে টাকা জমানোর আরেকটি মাধ্যম হিসেবে চালু করা হয়েছে বিকাশ সেভিংস। অর্থাৎ বিকাশ মোবাইল ব্যাংকিং ব্যবহার করা পাশাপাশি আপনারা বিকাশের মাধ্যমে ব্র্যাক ব্যাংক লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, ঢাকা লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সহায়তায় নির্দিষ্ট পরিমাণ একটি অ্যামাউন্ট প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে মুনাফা আকারে বিকাশ সেভিংস এর মাধ্যমে জমাতে পারবেন।
➡️বিকাশ সেভিংস একাউন্ট কত প্রকার?
বিকাশ সেভিংস করতে পারবেন দুই ধরনের।
১)সাধারণ বিকাশ সেভিংস একাউন্ট। (মুনাফা ভিত্তিক)
২)ইসলামিক সেভিংস একাউন্ট (ইসলামিক শরীয়া ভিত্তিক)
👉বিকাশ সাধারন সেভিংস
বিকাশ অ্যাপ এর মাধ্যমে উল্লেখিত চারটি ব্যাংকের সাহায্যে মুনাফা অর্থাৎ লাভ সঞ্চয় করাটাই বিকাশ সাধারণ সাভিংস।
👉বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট
শরিয়া মতাবেক বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতি সপ্তাহিক অথবা মাসিক আকারে নির্দিষ্ট একটি অ্যামাউন্ট ডিপিএস এর মত করে জমানো কেই বিকাশ ইসলামিক সেভিংস বলা হয় অর্থাৎ ইসলামিক শরিয়া ভিত্তিক পরিচালিত সেভিংসই বিকাশ ইসলামিক সেভিংস।
➡️বিকাশ সেভিংস এর মুনাফার হার
আমরা যারা বিকাশ সাধারন বা ইসলামিক সেভিংস করতে চাচ্ছি অনেকেরই মুনাফা কত বা লাভ কত টাকা বিকাশ দেয় সে বিষয়টি জানা দরকার। তাই বর্তমানে সাধারণ সেভিংস এ বিকাশের মুনাফা কেমন দিয়ে থাকে নিচে তার লিস্ট দিয়ে দিচ্ছি।
👉বিকাশ সেভিংস যদি ৫০০০ টাকা থেকে শুরু করে ৫০০০০ টাকার মধ্যে হয় তাহলে আপনাকে বিকাশ মুনাফা প্রদান করবে ০.৫০%।
👉বিকাশ সেভিংস ৫০০০০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত হয় = ১.০০%।
👉বিকাশ সেভিংস ১ লক্ষ ৫০ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত হয় তাহলে আপনাকে =২.০০%।
👉বিকাশ সেটিংস ২ লক্ষ ৫০ হাজার টাকা থেকে শুরু করে এর উর্ধ্বে হয় তাহলে আপনাকে মনা সব প্রদান করবে =৩.০০%।
উপরের এই মুনাফা হারে বিকাশ সেভিংস মুনাফা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও বিকাশ সেভিংস একাউন্ট তৈরি করার সময় আপনি আপডেট বিষয় সম্পর্কে আরো জানতে পারবেন।
➡️বিকাশ সেভিংস একাউন্ট খোলার নিয়ম
হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন দিয়ে বিকাশ অ্যাপ ব্যবহার করে খুব সহজে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোন ধরনের কাগজপত্রের ঝামেলা ছাড়াই বিকাশ সাধারন সেভিংস একাউন্ট তৈরি করতে পারবেন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন
বিকাশ সাধারণ সেভিংস একাউন্ট খুলতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন 👇
↘️গুগল প্লে স্টোর থেকে বিকাশ মোবাইল ব্যাংকিং এর অফিশিয়াল অ্যাপ ইন্সটল করে আপনার একাউন্টটি লগইন করে নিন।
↘️বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘সেভিংস’ বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপে প্রবেশ করুন।
↘️পরবর্তী ধাপে” নতুন সেভিংস খুলুন” বলে একটি অপশন দেখতে পাবেন এর উপরে ক্লিক করুন।
↘️সেভিংস এর ধরন বেছে নিন :-১)সাধারণ সেভিংস (মুনাফা সহ)। ২) ইসলামিক সেভিংস (শরিয়াহ ভিত্তিক মুনাফা)। আপনার পছন্দের ধরন নির্বাচন করুন।
↘️সেভিংস এর উদ্দেশ্য নির্বাচন করুন (আপনি কি কারণে সেভিংস করতে চান সেটি নির্বাচন করুন)।
↘️সেভিংস এর মেয়াদ কাল, পেমেন্টের ধরন, এবং টাকার পরিমান নির্বাচন করুন। অবশ্যই আপনি যে পরিমাণ সেটিংস করবেন সে পরিমাণ টাকা আপনার ব্যালেন্সে এখন থাকতে হবে।
↘️তালিকা থেকে আর্থিক প্রতিষ্ঠান নির্বাচন করুন অর্থাৎ কোন ব্যাংকের মাধ্যমে আপনি সেটিংস একাউন্ট খুলতে চাচ্ছেন সেই ব্যাংক এবং সেই ব্যাংকের মুনাফা সহকারে সবকিছু দেখতে পাবেন তা নির্বাচন করুন।
↘️নমুনি যোগ করুন– এই ধাপে আপনার সেভিংস একাউন্টে যা কে নমুনি দিতে চাচ্ছেন তার ইনফরমেশন যুক্ত করুন।
↘️এভাবে সেভিংস এর বিস্তারিত দেখে নিয়ে কনফার্ম করুন। যেমন-সেভিংস এর ধরন, সম্ভাব্য মুনাফায়, সেহের শেষ হওয়ার তারিখ, সেভিংস এর টাকা জমা দেওয়ার তারিখ থেকে শুরু করে সবকিছু। সকল ইনফরমেশন ঠিকঠাক থাকলে কনফার্ম করুন।
↘️উপরের সবকিছু ঠিকঠাক থাকলে ট্রামস এবং কন্ডিশনের সাথে সম্মত হয়ে পরবর্তী ধাপে এগিয়ে চলুন।
↘️এখন আপনি আপনার বিকাশ একাউন্টের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নম্বরটি প্রদান করুন।
↘️এবার সকল সেটিং সেভ করে ট্যাপ করে ধরে রাখুন।পরবর্তী স্কিনে রিকুয়েস্ট সাবমিশন কনফার্মেশন দেখতে পাবেন।
উপরের এই সকল নিয়ম গুলো নতুন আপডেট নিয়ম অনুসরণ করে আপনাদের মাঝে দেওয়া হয়েছে, আপনার যদি উপরের নিয়মগুলি সঠিকভাবে অনুসরণ করেন তাহলে খুব সহজে অনলাইনের মাধ্যমে বিকাশ অ্যাপ দিয়ে কোন কাগজপত্রের ঝামেলা ছাড়াই বিকাশ সেভিংস একাউন্ট খুলতে পারবেন।
➡️বিকাশ সেভিংস একাউন্ট এর সুবিধা
আপনার যারা বিকাশ গ্রাহক বা বিকাশ মোবাইল ব্যাংকিং ব্যবহারকারী রয়েছেন তারা সকলেই জানেন যে বিকাশ মোবাইল ব্যাংকিং এর সুযোগ সুবিধা গুলো অনেক. সেভিংস একাউন্ট এর সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম।
👉মোবাইল অ্যাপ এর মাধ্যমে বা বিকাশের মাধ্যমে আপনি অর্থ মুনাফা সহ সেভিংস করতে পারবেন।
👉একটি বিকাশ অ্যাপ থেকে বা একটি অ্যাকাউন্ট থেকে একের অধিক সেভিংস স্কিমা খুলতে পারবেন।
👉বিকাশ সেটিংস স্কিমার নমিনির তথ্য যেকোনো সময় পরিবর্তন করতে পারবেন।
👉বিকাশ সেভিংস স্কিমার গ্রাহক মেয়াদ শেষে কোন ধরনের ক্যাশ আউট চার্জ ছাড়াই টাকা উত্তোলন করতে পারবে।
👉যেহেতু বিকাশে চারটি ব্যাংকের সঙ্গে এই স্কিমা করার সুযোগ রয়েছে এজন্য আপনি আপনার পছন্দের ব্যাংকটি ভালো মুনাফা দেখে নির্বাচন করতে পারবেন।
এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে বিস্তারিত জানতে বিকাশের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।
➡️বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট
ইসলামিক শরীয়হ ভিত্তিক যারা স্কিমা করতে চান?তারা বিকাশের মাধ্যমে বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট খুলতে পারবে। বিস্তারিত জানতে সুজিত করুন 👇
বিকাশ ইসলামিক শরিয়াহ ভিত্তিক সেভিংস একাউন্ট তৈরি করার নিয়ম
➡️বিকাশ সাধারন সেভিংস কি?
বিকাশ সেভিংস এর দুইটি প্রকার রয়েছে।
১.বিকাশ সাধারন সেভিংস :-মুনাফা ভিত্তিক স্কিমা। যারা বিকাশে টাকা জমিয়ে লাভ নিতে চান তারা বিকাশ সাধারনের সেভিংস একাউন্টের মাধ্যমে। খুব সহজে কোন কাগজপত্রের ঝামেলা ছাড়া বিকাশ অ্যাপ দিয়ে বিকাশ সাধারন সেভিংস একাউন্ট খুলতে পারবেন।
২) বিকাশ ইসলামিক শরিয়াহ ভিত্তিক একাউন্ট।
বিকাশ সাধারন সেভিংস একাউন্টে আপনি প্রতি সাপ্তাহিক অথবা মাসিক আকারে সর্বোচ্চ ৩০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চার বছর মেয়াদি স্কিমা খুলে টাকা জমাতে পারবেন।
➡️বিকাশ সেভিংস লাভ
বিকাশ সেভিংস লাভ অর্থাৎ জমানো টাকার উপরে ইন্টারেস্ট।বিকাশে জমানো টাকার উপরে ইন্টারেস্ট কিভাবে পাবেন নিচে তা দিয়ে দিচ্ছি। 👇
➡️বিকাশ সেভিংস আইডিএলসি কি?
বিকাশ থেকে স্কিমা এই প্রজেক্টের অঙ্গ-প্রচেষ্টাং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। এ আর্থিক প্রতিষ্ঠানটি বিকাশের সঙ্গে কিমা প্যাকেট চালু করেছে।
জমামার পরিমাণ প্রতি মাসে ৫০০-১০০০- ২০০০- ৩০০০ হাজার টাকা পর্যন্ত।
আইডিএলসি সেভিংস স্কিমার মেয়াদ দিয়েছেন দুই থেকে চার বছর।
স্কিমার মেয়াদ শেষে লাভের টাকা ক্যাশ আউট করতে পারবে কোন ধরনের খরচ ছাড়া।
➡️বিকাশ সেটিংস কতটুকু নিরাপদ?
বিকাশ মোবাইল ব্যাংকিং যেমন কোটি কোটি গ্রাহকের আস্থা রেখেছে তাই এটা বলা যেতে পারে বিকাশ সেভিংস অবশ্যই গ্রাহকের আস্থা এবং বিশ্বাস অর্জন করবে।
২০২১ সালের সেপ্টেম্বরের শুরু হয়েছে বিকাশ স্কিমা এবং বর্তমানে বিকাশের ১৪ কোটি গ্রাহকের মধ্যে অনেকেই এই বিকাশ সেভিংস চালু করেছে।
➡️বিকাশ সেভিংস বাতিল করার নিয়ম
ধরুন আপনি বিকাশ সেভিংস স্কিমা খুলেছেন ১-২ মাস আপনি টাকা ও জমা দিয়েছেন কোন কারণবশত এখন চাচ্ছেন আপনার বিকাশ সেভিংস বাতিল করতে? বিকাশ সেভিংস বাতিল করতে নিচের নিয়ম অনুসরণ করুন 👇
👉প্রথমে আপনি আপনার বিকাশ মোবাইল অ্যাপে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
👉মেনু থেকে “সেভিংস” এই অপশনের উপরে ক্লিক করুন।
👉আপনার সেভিংস ওপেন করুন এবং নিচের দিকে স্কোল করে চলে আসুন। নিচে আসলে “সেভিংস বাতিল “বলে একটি অপশন দেখতে পাবে। এই অপশনের উপরে কি করে প্রয়োজনে নির্দেশিকা মেনে আপনার একাউন্ট বাতিল করুন।
➡️বিকাশ সেভিসং রেফার করে টাকা আয়
বিকাশ মোবাইল ব্যাংকিং এর অনেক রেফার প্রোগ্রাম রয়েছে আপনি যেকোনো একটি ব্যবহার করে বিকাশ সেভিংস এর মাধ্যমে প্রচুর টাকা প্রতিমাসে আয় করতে পারবেন।
বিকাশ সেভিংস রেফার সম্পর্কে বিস্তারিত জানতে বিকাশের ওয়েবসাইটটি ভিজিট করুন।
বিকাশ সেভিংস একাউন্ট সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর
বিকাশ সেভিংস একাউন্ট কয় ধরনের?
বিকাশ সেভিংস একাউন্ট দুই ধরনের। ১)সাধারণ সেভিংস ২)ইসলামিক শরিয়াহ ভিত্তিক।
সেভিংস এর সর্বোচ্চ স্কিমা লিমিট কত?
সর্বোচ্চ প্রতিমাসে ৩০০০ টাকা পর্যন্ত স্কিমা করতে পারবেন।
বিকাশ সেভিংস স্কিমার মেয়াদ কাল?
বিকাশ সেভিংস স্কিমার সর্বোচ্চ চার বছর পর্যন্ত করতে পারবেন।
বিকাশ সেভিংস লাভ কত?
সর্বোচ্চ ৩% পর্যন্ত সেভিংসে লাভ রয়েছে।
শেষ কথা:
আশা করছি আপনারা যারা বিকাশ সেভিংস একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চেয়েছিলেন?উপরের দেখানোয় নিয়ম অনুসরণ করে বিকাশ সেভিংস একাউন্ট সম্পর্কিত সকল বিষয় এবং একাউন্ট খোলা সম্পর্কে জানতে পেরেছেন। আজকের এই পোস্ট থেকে বিন্দু পরিমান উপকৃত হয়ে থাকলে অথবা বিকাশ একাউন্ট সম্পর্কিত কোন বিষয়ে জানার থাকলে অবশ্যই পোস্ট কমেন্টসে জানিয়ে দিবেন।
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔
আপনার জন্য-
নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা কেমন দেয়? নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার জেলা ভিত্তিক আপডেট নাম্বার
আমাদের আরো সেবা সমূহ :-
- ইংলিশে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- ব্লগিং,ইউটিউবিং,ফেসবুকিং থেকে ইনকাম সম্পর্কিত ভিডিও পেতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত সকল তথ্য পেতে – এখানে ভিজিট করুন।
- ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত সকল ভিডিও পেতে –এখানে ভিজিট করুন।
- ফেসবুকিং – ইউটিউবিং এবং ব্লগিং সম্পর্কিত পোস্ট পেতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত পোস্ট পেতে – এখানে ভিজিট করুন
↘️আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇
➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন।
➡️Telegram গ্রুপ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।