কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর –আমাদের ওয়েবসাইটের সম্মানিত ভিজিটর/পাঠক/ পাঠিকা বন্ধুদের জানাচ্ছি আজকের আর্টিকেলে স্বাগতম। কম্পিউটার বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। পুরো বিশ্বকে জানতে এই কম্পিউটারের কোন বিকল্প নেই। কম্পিউটার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্যতম একটি ক্ষেত্র।
কম্পিউটার সম্পর্কে অনেক খুঁটিনাটি প্রশ্ন থাকে আপনাদের। আপনাদের এই খুঁটিনাটি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের আজকের আর্টিকেল থেকে। কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান নিয়ে যাদের প্রশ্ন রয়েছে তারা আমাদের আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন এবং উত্তরগুলো পেয়ে যাবেন।
কম্পিউটার সাধারণ জ্ঞান কি
কম্পিউটার সাধারণ জ্ঞান হলো কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ। কম্পিউটার কি কম্পিউটার কি কি উপাদান দ্বারা গঠিত কম্পিউটারের কাজ কি কিভাবে কম্পিউটার ব্যবহার করতে হয় এই সকল বিষয়গুলো কম্পিউটার সাধারণ জ্ঞানের আওতাভুক্ত।
কম্পিউটারের টাইপ করা, কিবোর্ড কমান্ড শেখা, একটি কম্পিউটার চালু এবং বন্ধ করার নিয়ম জানা এবং কম্পিউটারের সাথে ইন্টারনেটের সংযোগ কিভাবে করতে হয়, কম্পিউটারের সাথে ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন কিভাবে করতে হয়, এই সকল বিষয়গুলোকে কম্পিউটারের সাধারণ জ্ঞান বলা হয়।
কম্পিউটার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
কম্পিউটার এমন একটি যন্ত্র যা খুব কম সময়ের মধ্যে একাধিক কাজ বা নির্দেশনা অনুযায়ী ফলাফল প্রদান করতে পারে। কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে। গ্রিক শব্দ কম্পিউট এর আভিধানিক অর্থ হচ্ছে হিসাব করা বা গণনা করা। কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। চার্লস ব্যাবেজ নামক একজন ব্যক্তি আধুনিক কম্পিউটার আবিষ্কার করেন। কম্পিউটার ইনপুট প্রসেসিং আউটপুট এই তিন প্রক্রিয়ায় কার্যসম্পাদন করে।
কম্পিউটার কাজ করে কিভাবে?
কম্পিউটার ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কাজ করে।সাধারণত কম্পিউটার দুইটি মাধ্যমের সমন্বয়ে কাজ করে থাকে। কম্পিউটারের কাজ করার দুইটি মাধ্যম হলো হার্ডওয়ার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার এবং সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ। এই দুইটি ছাড়া কম্পিউটার কাজ করতে পারে না।
কম্পিউটার কি কি যন্ত্রাংশের মাধ্যমে কাজ করে?
কম্পিউটার এমন একটি ইলেকট্রনিক ডিভাইস যা ব্যবহারকারীর থেকে কিছু তথ্য নিয়ে তা ইনপুট আকারে গ্রহণ করে ইনপুট ডিভাইস এর মাধ্যমে সেই তথ্যের গাণিতিক ও যৌক্তিক গ্রেটার সমূহ কে প্রসেসর দ্বারা প্রক্রিয়াকরণ করে সুনির্দিষ্ট আউটপুট প্রদান করে।
কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
কম্পিউটার অর্থ কি?
উত্তর: গণনাকারী যন্ত্র।
কম্পিউটারের আবিষ্কারক কে?
উত্তর: হাওয়ার্ড এ্যাইকিন।
আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তর: চার্লস ব্যাবেজ।
কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: গ্রিক শব্দ কম্পিউট থেকে।
কম্পিউটারে কোনটি নেই?
উত্তর: বুদ্ধি বিবেচনা।
কম্পিউটারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তর: সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি বলা হয় কাকে?
উত্তর: বিল গেটস।
কম্পিউটারের যন্ত্রাংশ কে কি বলে ?
উত্তর: হার্ডওয়ার।
কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয়?
উত্তর: মাদারবোর্ড।
কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তি কে কি বলে?
উত্তর: রোম।
কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?
উত্তর :মাইক্রোপ্রসেসর।
কম্পিউটার RAM কি?
উত্তর: স্মৃতিশক্তি।
মাইক্রো শব্দের অর্থ কি?
উত্তর: ক্ষুদ্রাকার।
পাওয়ারপয়েন্ট ফাইলকে কি বলা হয়?
উত্তর: প্রেজেন্টেশন।
কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার এর নাম কি?
উত্তর:বিজয়।
কম্পিউটারে কয় ধরনের drive থাকে?
উত্তর :তিন ধরনের।
কম্পিউটারের ডেটা সংরক্ষণ এবং স্থানান্তরে ব্যবহৃত হয় কোনটি?
উত্তর: পেনড্রাইভ।
কম্পিউটারের ব্যবহৃত প্রোগ্রামের সমষ্টিকে কি বলে?
উত্তর: সফটওয়্যার।
কোনটি ব্যতীত হার্ডওয়ার কাজ করে না?
উত্তর: সফটওয়্যার।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন
কম্পিউটারের কাজ করার জন্য কি প্রদান করতে হয়?
উত্তর: তথ্য বা ডেটা।
কোনটি কম্পিউটারের আউটপুত্র যন্ত্র নয় ?
উত্তর :স্ক্যানার।
কম্পিউটারের মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটি?
উত্তর :সুপার কম্পিউটার।
কম্পিউটার কার নির্দেশ অনুযায়ী কাজ করে?
উত্তর: মানুষের।
কার্সর কি?
উত্তর :আলোক রেখা।
কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন কে?
উত্তর: ফ্রেড কোহেন।
কম্পিউটারের অক্ষর মুছার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়?
উত্তর: ডিলিট বা ব্যাকস্পেস।
কম্পিউটারে ফাইল সেভ করার জন্য কোন ম্যানু ব্যবহৃত হয়?
উত্তর :ফাইল মেনু।
কম্পিউটারের ইনপুট ডিভাইস কোনটি?
উত্তর: কি বোর্ড।
LAN এর পূর্ণরূপ কি?
উত্তর:Local Area Network।
WWW এর পূর্ণরূপ কি?
উত্তর:World Wide Web।
সেভ মেনু কম্পিউটারের কোন মেনুতে থাকে?
উত্তর: ফাইল মেনুতে।
কম্পিউটারের মেনু বারে কয়েকটি মেনু থাকে?
উত্তর :নয়টি।
MS word এ symbol কোন মেনুতে আছে?
উত্তর: insert।
Data processing কয় প্রকার?
উত্তর: তিন প্রকার।
IBM PC বাজারে আসে কত সালে?
উত্তর: 1981 সালে।
এপল কম্পিউটার কত সালে বাজারে আসে?
উত্তর: ১৯৭৬ সালে।
পুরাতন ডকুমেন্ট ওপেন করার জন্য কোন মেনুতে ক্লিক করতে হয়?
উত্তর: ফাইল মেনুতে।
সেফ মানে কি?
উত্তর: সংরক্ষণ করা।
ক্যাপস লক কি কারনে ব্যবহার করা হয়?
উত্তর: বড় হাতের লিখার জন্য।
কিবোর্ডে হোম কি কয়টি?
উত্তর: একটি।
কোন কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বলা হয়?
উত্তর: মাইক্রো কম্পিউটারকে।
কিবোর্ডে অ্যারো কি এর সংখ্যা কয়টি?
উত্তর: চারটি।
কিবোর্ডে কয়টি Alt key থাকে?
উত্তর :দুইটি।
কিবোর্ডে উইন্ডোজ কি কয়টি?
উত্তর: দুইটি।
কিবোর্ডে ESC কয়টি?
উত্তর:একটি।
এইচটিএমএল কি?
উত্তর: একটি প্রোগ্রাম।
শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে কোন প্রোগ্রাম?
উত্তর :বেসিক প্রোগ্রাম।
ওরাকল কোন ধরনের প্রোগ্রাম?
উত্তর: ডাটাবেজ।
এলসিডি এর জনক কে?
উত্তর: সুইচ পদার্থবিদ মার্টিন সাউট।
বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি?
উত্তর: পিপীলিকা।
কম্পিউটারের হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী?
উত্তর: এম এস এক্সেল।
কোন কোম্পানির মাইক্রোপ্রসেসর দিয়ে আইবিএমপিসি তৈরি হয়?
উত্তর:ইনটেল।
BOL কি?
উত্তর: Bangladesh online limited।
ফাইন্ড কমান্ড কোন মেনুতে থাকে?
উত্তর: ইডিট মেনুতে।
প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
উত্তর: লেডি এডা অগাস্টা।
কম্পিউটার বাংলা লেখার সফটওয়্যার এর নাম কি?
উত্তর: বিজয় অভ্র লিপিকার ইত্যাদি।
CPU এর পূর্ণরূপ কি?
উত্তর: central processing unit।
বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?
উত্তর: ENIAC।
PC এর পূর্ণরূপ কি?
উত্তর: personal computer।
বাংলাদেশের সর্বপ্রথম কত সালে কম্পিউটার আসে?
উত্তর: 1964 সালে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
কম্পিউটার ভাইরাস কি?
উত্তর:কম্পিউটার ভাইরাস বলতে এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বুঝাই যা ব্যবহারকারী নির্দেশ ছাড়াই নিজে নিজে কপি হতে পারে অথবা নিজের প্রতি রূপ সৃষ্টি করতে পারে।
কম্পিউটার কিসের দ্বারা কাজ করে?
উত্তর:কম্পিউটার হার্ডওয়ার এবং সফটওয়্যার এর সমন্বয়ে কাজ করে।
কম্পিউটার প্রসেসর কি?
উত্তর: কম্পিউটার নিয়ন্ত্রণের জন্য সকল কাজ করে প্রসেসর। মূলত কম্পিউটারের ব্রেইন বলা হয় কম্পিউটার প্রসেসরকে।
শেষ কথা
আমাদের আজকের আর্টিকেলটিতে আলোচনা করা হলো কম্পিউটার সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে। ইতোমধ্যেই আপনারা আজকের আর্টিকেলটি পড়ে বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। এ বিষয়ে কারো কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।
আপনাদের যদি আমাদের ওয়েবসাইটের আর্টিকেল গুলো ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের ওয়েবসাইটের কথা। আরো নতুন নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔
আরও পড়ুন-
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলর (বিসিসি) প্রতিষ্ঠার ইতিহাস কম্পিউটারের হার্ডওয়ার পরিচিতি কম্পিউটার কিবোর্ড পরিচিতি- কোন বাটনের কি কাজ কম্পিউটারের বেসিক নলেজ গুলো জেনে নিন কম্পিউটার অনুচ্ছেদ বাংলা ১০ম শ্রেণি
↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇
- ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন।
- বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇
➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন।
➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।
➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।