সুইং মেশিনের রক্ষণাবেক্ষণ-সুইং মেশিন রক্ষণাবেক্ষণ বলতে চলমান কাজের প্রবাহ ঠিক রাখা, মেশিনের কর্মদক্ষতা ঠিক রাখা, মেশিন সংক্রান্ত এনপিটি কমানো, মেশিনের কার্যকার বৃদ্ধি করা,উৎপাদনশীলতা বৃদ্ধি করা, মেশিনের রক্ষণাবেক্ষণ এবং মেরামত খরচ কমানো ইত্যাদিকে বুঝানো হয়।
আমরা অনেকেই সুইং মেশিনের ব্যবহার সম্পর্কে জানি কিন্তু এই রক্ষণাবেক্ষণ বা মেইনটেন্স সম্পর্কে আমাদের অনেক কিছুই অজানা তাই আজকে আপনাদের এই কনটেন্ট এর মাধ্যমে আমি সুইং মেশিন রক্ষণাবেক্ষণ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। আশা করছি শেষ পর্যন্ত পড়বেন।
সুইং মেশিন মেইনন্টেন্স বা রক্ষণাবেক্ষণ কি
সুইং মেশিন মেইনটেন্স বলতে গার্মেন্টসে ব্যবহৃত বিভিন্ন ধরনের মেশিন রক্ষণাবেক্ষণ বোঝায়।মেশিন মেরামত থেকে শুরু করে আইডল মেশিন সাজানো গোছানোসহ ফ্যাক্টরিতে চলা সকল মেশিন দেখাশোনা করে থাকে সুইং মেশিন মেইনটেন্স সেকশন।
সুইং মেশিনের রক্ষণাবেক্ষণ
সুইং মেশিনের রক্ষণাবেক্ষণ কি দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন:
১। দৈনিক প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ।
২। সাপ্তাহিক প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ।
প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের নির্দেশনাবলি
*সিডিউল মেইনটেইন্স এর জন্য মেইনটেন্স ম্যানেজার পূর্বে থেকেই ফ্লোর অনুযায়ী মেইনটেন্স সিডিউল তৈরি করে রাখে। মেইনটেন্সের দৃশ্যমান বোর্ডে তিন ধরনের কাজ থাকে।
*প্রোডাকশন ফ্লোরে মেইনটেন্স শিডিউল বোর্ডের টেকনিশিয়ান তার মেইন্টেন্স এর সিডিউল লিপিবদ্ধ করবে। এবং লাল/সবুজ কার্ডে মেশিনের নাম লিখে তা দৃশ্যমান করবে।
*সিডিউল মেইনটেন্স এর নিয়ম মোতাবেক মেকানিক ঝুলন্ত লাল/সবুজ কার্ডে উল্লেখিত মেশিন নাম্বার অনুসারে দৈনিক মেশিন সার্ভিসিং করবে।
*সিডিউল মেইনটেনেন্স এর দৃশ্যমান বোর্ডে উল্লেখিত মেশিন যদি সময় মত সার্ভিসিং করা হয় তাহলে মেইনটেনশন ড্রেস সমান বোর্ডের সবুজ রঙের সাইড দৃশ্যমান হবে এবং যদি সময় মতো সার্ভিসিং করা না হয় তাহলে ইনটেন্সের সমান বোর্ডের লাল রঙের সাইড দৃশ্যমান হবে।
*আই.ই এর উপস্থিতিতে মেইনটেন্স ডিপার্টমেন্ট মেনটেনেন্স এর গুরুত্ব সম্পর্কে লাইন সুপার এবং লাইন চিফদের সাথে প্রতি মাসে একবার ট্রেনিং এর ব্যবস্থা করবে।
*প্রতিদিন মেন্টেন্স ডিপার্টমেন্ট আই.ই ডিপার্টমেন্টকে প্রতিরোধ এবং প্রতিরক্ষামূলক মেনটেনেন্স এর একটি সারাংশ প্রতিবেদন জমা দিবে।
*মেনটেনস এর সময় টেকনিশিয়ান কে অবশ্যই তার টুল ব্যাগে প্রয়োজনে যন্ত্রপাতি রাখতে হবে।
*পাশাপাশি উপযুক্ত শিডিউল করে মেইনন্টেন্স ডিপার্টমেন্ট সুইং অপারেটরদেরকে সাধারণ মেইনটেন্স সম্পর্কে প্রশিক্ষণ দেবে। যাতে ছোটখাটো সমস্যা গুলো অপারেটর নিজেই সমাধান করতে পারে।
দৈনিক প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের নির্দেশনাবলি
দৈনিক প্রতিরোধমূলক রক্ষার আবেদনের নিয়ম মানুষের অপারেটর প্রতিদিন তার মেশিনে নিমুক্ত বিষয়গুলো রক্ষানাবেক্ষণ করবে:
*তেলের লেভেল চেক করবে।
*তেলের কালার চেক করবে।
*ববিন কেস এরিয়া পরিষ্কার করবে।
*তেলের প্যান থেকে ময়লা বের করবে।
*মেশিনের বডি তল এবং টেবিল পরিষ্কার রক্ষণাবেক্ষণ শেষে নিডেল পয়েন্ট এর সঠিক অবস্থান নিশ্চিত করবে।
সাপ্তাহিক প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের নির্দেশনাবলি
*মেশিনের ফিটনেস চেক করা এবং পরিবর্তন করার প্রয়োজন হলে পরিবর্তন করা।
*থ্রোট প্লেট পরিষ্কার করা।
*গ্রুভ এবং নাইভ পরিষ্কার করা।
*ব্রাশ দ্বারা ফিট ডগ পরিষ্কার করা।
*তেলের প্যান থেকে ময়লা বের করে ফেলা।
*মেশিন ট্রায়াল রান করে দেখতে হবে ঠিক আছে কিনা।
প্রতিকারমূলক রক্ষণাবেক্ষণের নির্দেশনাবলি
*লাইনে মেশিনের কোন সমস্যা হলে অপারেটরদের সাথে ওই লাইনের সুপারভাইজার লাইন চিফকে জানাতে হবে।
*অপারেটরের জানানোর সাথে সাথে লাইন সুপারভাইজার সমস্যাকৃত মেশিনের কাছে গিয়ে পর্যবেক্ষণ করে দ্রুত সিদ্ধান্ত নেবে যে মেইনন্টেন্স ডিপার্টমেন্ট কে জানানো দরকার আছে কিনা।
*লাইন সুপারভাইজার লাইন চিফ যদি জানানো প্রয়োজন মনে করে তবে সাথে সাথে সনাক্তকরণ লাইট জ্বালিয়ে দেবে এবং ওই মেশিনের উপর সমস্যা সনাক্তকরণ কার্ড ঝুলিয়ে দেবে যাতে কোন মেশিনের সমস্যা মেকানিক খুব সহজেই তার শনাক্ত করতে পারে।
*সুপারভাইজার অনলাইন চিপ সনাক্তকরণ লাইটের সুইচ চাপ দিলে সাথে সাথে লাইন ফ্লোর এবং মেইনটেইন্স কক্ষের সনাক্তকরণ লাইট জ্বলে উঠবে।
*সনাক্তকরণ লাইট জ্বলে ওঠার সাথে সাথে মেইনটেইন্স ম্যানেজার টেকনিশিয়ান কে সমস্যাকৃত লাইনে প্রয়োজনীয় সরঞ্জাম এবং মেশিন কল কার্ড সহ পাঠিয়ে দেবে।
*যদি ২০ থেকে ২৫ মিনিটের মধ্যো সমস্যা সমাধান না হয় তবে সমস্যা পেতে মেশিন লাইন থেকে সরিয়ে আইডেল মেশিন এরিয়া থেকে মেশিন প্রতিস্থাপন করে দেবে এবং সাথে সাথে মেইনন্টেন্স ম্যানেজারকে অবহিত করবে। এবং মেইনটেন্স ম্যানেজার সশরীরে সমস্যাকৃত লাইনে উপস্থিত হয়ে সমস্যা সমাধান করবে।
*নির্দিষ্ট সময়ের মধ্যো সমস্যার সমাধান না করা গেলে প্রয়োজনের তুলনায় বেশি সময় প্রয়োজন হলে সাথে সাথে দায়িত্বরত আই.ই প্রতিনিধিকে জানাতে হবে।
*সমস্যা কি তো মেশিনের সমস্যা সমাধান হওয়ার পর ওই মেশিনের কল কার্ডে লাইনের সুপারভাইজার লাইন চিফ এবং দায়িত্বরত আই.ই এর সিগনেচার নিতে হবে।
*মেকানিক লাইট থেকে মেশিন সরানোর প্রয়োজন মনে করলে অবশ্যই ওই লাইন সুপারভাইজার লাইন চিফ আই.ই প্রতিনিধিকে অবহিত করতে হবে।
*সুপারভাইজার লাইট চিফ এক লাইন থেকে অনলাইনে মেশিন সরানোর বা পরিবর্তন করার প্রয়োজন মনে করলে অবশ্যই তা মেইন্টেন্স ডিপার্টমেন্টকে অবহিত করতে হবে। কেননা মেইনন্টেন্স কক্ষে লাইন অনুযায়ী প্রত্যেক মেশিনের হিসাব এবং তালিকা করা থাকে।
*মেইনটেন্স কক্ষে টেকনিশিয়ান মেশিনের কল কার্ড লাইন অনুসারে সঠিকভাবে সাজিয়ে রাখবে। এবং মেইনন্টেন্স এর সময় মেশিনের কলকার্ড সঙ্গে নিয়ে যাবে।
*মেইনটেনেন্স এর সময় টেকনিশিয়ান কে অবশ্যই তার টুল ব্যাগে প্রয়োজনীয় যন্ত্রপাতি রাখতে হবে।
প্রতিক্রিয়ামূলক রক্ষণাবেক্ষণ
মেইনটেনেন্স এর পরবর্তী যাবতীয় রক্ষণাবেক্ষণ (যেমন মেশিন ঠিকমতো কাজ করছে কিনা নতুন কোন সমস্যা হলো কিনা) হলো প্রতিক্রিয়া মূলক রক্ষণাবেক্ষণ।
দায়িত্বরত ব্যক্তি
*অপারেটর
*লাইন সুপারভাইজার
*লাইন চিফ
*মেকানিক
পর্যবেক্ষক
*মেনটেনেন্স ইনচার্জ।
*এডমিন।
*আই.ই প্রতিনিধি।
*আই.ই হেড/ম্যানেজার।
সুইং মেশিন এর একজন জনশক্তি হিসেবে কাজ করতে চাইলে তার প্রথম দক্ষতা থাকা চাই সুইং মেশিন মেরামত দক্ষতা। এরপর আসে শিক্ষাগত যোগ্যতা। এখন বর্তমানে কাজে দক্ষতা থাকলে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশে সুইং মেশিন বিভাগের চাকরির সুযোগ পেয়ে থাকে।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন
প্রশ্ন-১:সুইং মেশিন মেরামত দক্ষতা কিভাবে অর্জন করতে?
উত্তর: সুইং মেশিন মেরামত দক্ষতা দুইভাবে অর্জন করা যায়। যেমন:
১) যেকোনো গার্মেন্টসে সুইং মেশিন মেইন্টেনেন্স হেল্পার হিসেবে জয়েন করে।
২) ভালো কোন সুইং মেশিন মেইন্টেনেন্স ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে কাজ শিখে।
প্রশ্ন-২: সুইং মেইন্টেনেন্স বিভাগের কাজ কি?
গার্মেন্টসে বিভিন্ন ধরনের মেশিন চলে।একটি পোশাক তৈরি করতে কমপক্ষে পাঁচ ছয় প্রকার মেশিনের প্রয়োজন হয়। সব ধরনের মেশিনে পোশাক সেলাইয়ের জন্য প্রস্তুত করে থাকে সুইং মেশিন মেইনটেনেন্স বিভাগ। শুধু মেশিন প্রস্তুতি না লাইনে চলার সকল মেশিন নষ্ট হলে সেটাও দ্রুত মেরামত করে সুইং মেশিন মেন্টেনেন্স এর লোকজন।
প্রশ্ন-৩: একজন সুইং মেশিন মেকানিক্স এর বেতন কত?
উত্তর: একজন সুইং মেশিন মেকানিক্স এর বেতন কমপক্ষে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত।
শেষ কথা-
আজকে আমরা আলোচনা করলাম সুইং মেশিন রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স নিয়ে। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয় সম্পর্কে।এরপর যদি এই সম্পর্কে কারো কোন জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার। আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন।
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔
প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-
গার্মেন্টস কোয়ালিটি পলিসি বা নীতিমালা ফিনিশিং কোয়ালিটির কাজ গার্মেন্টস বা যে কোন চাকরিতে প্রমোশনাল লেটার বা পদোন্নতির আবেদন পত্র বাংলাদেশের কয়েকটি শীর্ষ স্থানীয় গার্মেন্টস কোম্পানির নাম গার্মেন্টস কি কত প্রকার ও কি কি কোন সেলাই মেশিনের কেমন দাম রিজাইন লেটার বাংলা ও ইংলিশে গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলার অফিসার গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ সুইং কোয়ালিটির কাজ কি
↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇
- ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন।
- বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇
➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন।
➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।
➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।