বিকাশ ইসলামিক শরিয়াহ ভিত্তিক সেভিংস একাউন্ট তৈরি করার নিয়ম

বিকাশ শরিয়াহ ভিত্তিক সেভিংস একাউন্ট – বিকাশ ইসলামিক সেভিংস একাউন্টে টাকা জমান আর মুনাফা বুঝে নিন। বিকাশ ইসলামিক শরিয়াহ ভিত্তিক সেভিংস একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানুন আজকের এই পোস্টে।

আপনারা সকলে জানেন মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশের সবচাইতে উন্নত এবং বেশি গ্রাহক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নাম বিকাশ মোবাইল ব্যাংকিং। বিকাশ মোবাইল ব্যাংকিং ব্র্যাক ব্যাংকের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

বিকাশ গ্রাহক সেবা বৃদ্ধির লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন সেবা চালু করে গ্রাহকের আস্থা পূরণ করে আসছে। তারি ধারাবাহিকতায় বিকাশ চালু করেছে ইসলামিক শারিয়াহ ভিত্তিক বিকাশ সেভিংস একাউন্ট ।

আমরা জানবো ইসলামিক বিকাশ সেভিংস একাউন্ট খোলার নিয়ম থেকে শুরু করে, বিকাশ ইসলামিক মুনাফা হার,বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট কিভাবে কাজ করে, বিকাশ সেভিংস অ্যাকাউন্ট সুবিধা এছাড়াও বিকাশ শরিয়াহ ভিত্তিক ইসলামী একাউন্ট সম্পর্কে বিস্তারিত।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

বিকাশ মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে বিকাশ শারিয়াহ মোতাবেক সেভিংস অ্যাকাউন্ট করতে পারবেন সিটি ব্যাংকের সিটি ইসলামিক -এ।
কোন ধরনের কোন ডকুমেন্টস কাগজপত্র ছাড়াই প্রতি মাসে ৫০০ থেকে সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত জমা রেখে মুনাফা সহ মেয়াদ শেষে ক্যাশ আউট করতে পারবেন কোন ধরনের চার্জ ছাড়াই।

বিকাশ ইসলামিক সেভিংস একাউন্টের নিয়ম কানুন

👉প্রতি মাসে টাকা জমার সর্বনিম্ন এবং সর্বোচ্চ পরিমাণ -৫০০/১০০০/২০০০/৩০০০ টাকা মাত্র।
👉সেভিংসের মেয়াদকাল- ২/৩/৪ বছর।
👉মুনাফা- দ্য সিটি ইসলামিক ব্যাংক দ্বারা মাস শেষে ধার্য হবে।

বিকাশ অ্যাপ দিয়ে ইসলামিক সেভিংস একাউন্ট খোলার নিয়ম

হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন দিয়ে বিকাশ অ্যাপ ব্যবহার করে খুব সহজে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোন ধরনের কাগজপত্রের ঝামেলা ছাড়াই বিকাশ ইসলামিক সেভিংস একাউন্ট খুলতে পারবেন।

নিয়মগুলো অনুসরণ করুন-👇

↘️গুগল প্লে স্টোর থেকে বিকাশ মোবাইল ব্যাংকিং এর অফিশিয়াল অ্যাপ ইন্সটল করে আপনার একাউন্টটি লগইন করে নিন।

↘️বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘সেভিংস’ বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপে প্রবেশ করুন।

বিকাশ শরিয়াহ ভিত্তিক সেভিংস একাউন্ট

↘️পরবর্তী ধাপে” নতুন সেভিংস খুলুন” বলে একটি অপশন দেখতে পাবেন এর উপরে ক্লিক করুন।বিকাশ শরিয়াহ ভিত্তিক সেভিংস একাউন্ট

↘️সেভিংস এর ধরন বেছে নিন :-১)সাধারণ সেভিংস (মুনাফা সহ)। ২) ইসলামিক সেভিংস (শরিয়াহ ভিত্তিক মুনাফা)। আপনার পছন্দের ধরন নির্বাচন করুন।

বিকাশ শরিয়াহ ভিত্তিক সেভিংস একাউন্ট

↘️সেভিংস এর উদ্দেশ্য নির্বাচন করুন (আপনি কি কারণে সেভিংস করতে চান সেটি নির্বাচন করুন)।বিকাশ শরিয়াহ ভিত্তিক সেভিংস একাউন্ট

↘️সেভিংস এর মেয়াদ কাল, পেমেন্টের ধরন, এবং টাকার পরিমান নির্বাচন করুন। অবশ্যই আপনি যে পরিমাণ সেটিংস করবেন সে পরিমাণ টাকা আপনার ব্যালেন্সে এখন থাকতে হবে।বিকাশ শরিয়াহ ভিত্তিক সেভিংস একাউন্ট

↘️তালিকা থেকে আর্থিক প্রতিষ্ঠান নির্বাচন করুন অর্থাৎ কোন ব্যাংকের মাধ্যমে আপনি সেটিংস একাউন্ট খুলতে চাচ্ছেন সেই ব্যাংক এবং সেই ব্যাংকের মুনাফা সহকারে সবকিছু দেখতে পাবেন তা নির্বাচন করুন।বিকাশ শরিয়াহ ভিত্তিক সেভিংস একাউন্ট

↘️নমুনি যোগ করুন- এই ধাপে আপনার সেভিংস একাউন্টে যা কে নমুনি দিতে চাচ্ছেন তার ইনফরমেশন যুক্ত করুন।বিকাশ শরিয়াহ ভিত্তিক সেভিংস একাউন্ট

↘️এভাবে সেভিংস এর বিস্তারিত দেখে নিয়ে কনফার্ম করুন। যেমন-সেভিংস এর ধরন, সম্ভাব্য মুনাফায়, সেহের শেষ হওয়ার তারিখ, সেভিংস এর টাকা জমা দেওয়ার তারিখ থেকে শুরু করে সবকিছু। সকল ইনফরমেশন ঠিকঠাক থাকলে কনফার্ম করুন।বিকাশ শরিয়াহ ভিত্তিক সেভিংস একাউন্ট

↘️উপরের সবকিছু ঠিকঠাক থাকলে ট্রামস এবং কন্ডিশনের সাথে  সম্মত হয়ে পরবর্তী ধাপে এগিয়ে চলুন।

↘️এখন আপনি আপনার বিকাশ একাউন্টের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নম্বরটি প্রদান করুন।

↘️এবার সকল সেটিং সেভ করে ট্যাপ করে ধরে রাখুন।পরবর্তী স্কিনে রিকুয়েস্ট সাবমিশন কনফার্মেশন দেখতে পাবেন।

উপরের দেখায় নিয়ম অনুসরণ করলে আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে বিকাশের এই নতুন ফিচার ইসলামিক সেভিংস স্কিম আপনি খুলে ফেলতে পারবেন। মনে রাখবেন প্রতিমাসে যে পরিমাণ আপনি ডিপিএস করেছেন সে পরিমাণ টাকা আপনার বিকাশ একাউন্টে থাকতে হবে।

বিকাশ সেভিংস স্কিমা খোলার পূর্বে বিষয়গুলো জেনে নিন

  • বিকাশ সেভিং স্কিম খোলার সময় যদি আপনার নমিনির কোন তথ্য পরিবর্তন করতে চান। সে ক্ষেত্রে আপনি পরিবর্তন করতে পারবেন।
  • বিকাশের এই সিটি ব্যাংক ইসলামী সেভিংস স্কিম এ কোন ধরনের গোপন কোনো চার্জ নেই।
  • বাংলাদেশ সরকারের নিয়ম অনুসারে প্রাপ্ত মুনাফার উপর ট্যাক্স প্রযোজ্য হবে। আপনি যদি ভ্যালিড ই-টিন তথ্য প্রদান করতে পারেন, তবে আপনার ট্যাক্স এর পরিমাণ কমানো যেতে পা…
  • সেভিংস স্কিম শুরুর প্রথম তিন মাসের মধ্যে স্কিম বাতিল করা যাবেনা। তবে একাউন্ট খোলার প্রথম তিন মাস পর একাউন্ট কেন্সেল করে আপনার টাকা ফেরত পেতে পারেন।
  • আপনি যদি উল্লেখিত সময়ের আগে সেভিংস স্কিম একাউন্ট বন্ধ করে ফেলেন তবে উক্ত স্কিম থেকে আশানুরূপ লাভ পাবেন না।
  • স্কিমের টাকা কেটে নেওয়ার সময় বিকাশ একাউন্টে যথেষ্ট অর্থ না থাকলে সেক্ষেত্রে পরবর্তী ৭দি…আবার চেষ্টা করবে বিকাশ, এর মধ্যেও টাকা ডিপোজিট করা সম্ভব না হলে মিসড ইন্সটলমেন্ট এর লাভ পাওয়া যাবেনা।
  • উল্লেখিত যেকোনো শর্ত যেকোনো সময় পরিবর্তন এর অধিকার রাখে বিকাশ।
 প্রশ্ন উত্তর

বিকাশ সেভিংস এর মুনাফার হার কত?

৫০০০-৫০০০০০টাকা = ০.৫০%।৫০,০০০// থেকে ১৫০,০০০টাকা = ১.০০%।১৫০,০০০ থেকে ২৫০,০০০টাকা = ২.০০%।২৫০,০০০টাকা ++++++ = ৩.০০%।

বিকাশ সেভিংস একাউন্ট খোলার নিয়ম?

বিকাশের মোবাইল আ্যাপ থেকে “সেভিংস ” অপশন থেকে খুব সহজেই বিকাশ সেভিংস একাউন্ট খুলে নিতে পারবেন।

সেভিংস একাউন্ট এর মেয়াদকাল কত?

সর্বোচ্চ আপনি চার বছর পর্যন্ত সেভিংস একাউন্টে টাকা জমাতে পারবেন।

সর্বনিম্ন সেভিংস একাউন্টে জমাকৃত টাকার পরিমাণ কত?

সর্বনিম্ন প্রতি মাসে আপনাকে ৫০০ টাকা এবং সর্বনিম্ন প্রতি সপ্তাহে ২৫০ টাকা পর্যন্ত।

সর্বোচ্চ সেভিংস অ্যামাউন্টের পরিমাণ কত?

সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বিকাশ সেভিংস একাউন্টে টাকা জমা রাখতে পারবেন।

বিকাশ সেভিংস একাউন্ট এর সুবিধা?

বিকাশ সেভিংস একাউন্ট এর সুবিধা আপনি নিরাপদে মোবাইলের মাধ্যমে ডিপিএস এর মত করে টাকা জমা রাখতে পারবেন।

বিকাশ সেভিংস লাভ কত?

সর্বোচ্চ ৩% পর্যন্ত সেভিংসে লাভ রয়েছে।

শেষ কথা –

আপনারা যারা বিকাশের মাধ্যমে ইসলামিক শরিয়াহ ভিত্তিক সেভিংস একাউন্ট খুলতে চাচ্ছেন? তারা উপরের দেখানোর নিয়ম অনুসরণ করে সহজেই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আশা করছি পোস্ট থেকে আপনি উপকৃত হয়েছেন। উপকৃত হয়ে থাকলে অথবা বিকাশ সেভিংস একাউন্ট সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

আপনার জন্য-

নগদ মোবাইল ব্যাংকিং মুনাফা কেমন দেয়?

নগদ মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ার জেলা ভিত্তিক আপডেট নাম্বার

আমাদের আরো সেবা সমূহ :-

↘️আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Telegram গ্রুপ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি। বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।