পদোন্নতির আবেদন পত্র-যেকোনো কোম্পানি বা গার্মেন্টসের চাকরির ক্ষেত্রে কয়েকটি পদ আছে। প্রথমেই কেউ বড় কোন পদে পৌঁছাতে পারেনা উচ্চতর পদে পৌঁছাতে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। যার যার যোগ্যতা বা পারফরম্যান্স অনুযায়ী পদোন্নতি ঘটে।
কাজের প্রতি শ্রদ্ধাশীল থাকলে দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করলে চাকরি ক্ষেত্রে নিম্ন পর্যায়ে থেকে উচ্চ পর্যায়ে স্থানান্তর হয়। কেউ যদিউচ্চ পর্যায়ে পদোন্নতি করতে চায় তাহলে কর্তৃপক্ষের নিকট তাকে প্রমোশনাল লেটার পাঠাতে হয়।
অনেকেই অনেক কোম্পানি তে চাকরিরত অবস্থায় আছেন। দীর্ঘদিন একই পদে কাজ করছেন দায়িত্ব ও কর্তব্যের সাথে। এখন মনে হচ্ছে আপনার প্রমোশন জরুরী।তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আপনি একটি প্রোমোশনাল লেটার পাঠাতে চাচ্ছেন।কিন্তু প্রমোশনাল লেটার কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আপনার ধারণা নেই তাই আপনার জন্য আজকে আমাদের এই পোস্টটি।
আমরা এখানে আলোচনা করব কিভাবে প্রোমোশনাল লেটার লিখতে হয়। আশা করছি কনটেন্ট টি শেষ পর্যন্ত পড়ে আমাদের সাথেই থাকবেন।
প্রমোশনাল লেটার বা পদোন্নতির জন্য আবেদন পত্র
প্রমোশনাল লেটার বা পদোন্নতির জন্য আবেদন পত্র লিখার কয়েকটি অংশ থাকে। ধাপে ধাপে প্রতিটি অংশ লিখতে হয়।যেমন:
*তারিখ
*বরাবর (যার নিকট লেটার লেখা হচ্ছে)
*প্রতিষ্ঠানের নাম
*ঠিকানা
*বিষয়
*শেষে নাম ঠিকানা পদবী
তারিখ
আবেদন পত্রটি শুরু করার আগে কোন তারিখে লেখাটি জমা দেওয়া হবে সেই তারিখ লিখতে হবে। আবেদনপত্রটি যেকোনো দিন আপনি লিখতে পারেন কিন্তু যেদিন পত্রটি জমা দিবেন সেদিনকার তারিখ উল্লেখ করতে হবে।
বরাবর
তারিখের পরেই বরাবর লিখে যার নিকট আবেদন পত্রটি লিখছেন তাকে মেনশন করতে হবে। যেমন আপনি কোন ব্যবস্থাপনা পরিচালকের নিকট আবেদন পত্রটি জমা দিবেন তাহলে সেখানে লিখতে হবে বরাবর তারপর নিচের লাইনে ব্যবস্থাপনা পরিচালক লিখতে হবে।
প্রতিষ্ঠানের নাম
প্রমোশনাল পত্রের মধ্যে প্রতিষ্ঠানের নাম এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। কোন প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন এবং প্রমোশন করাতে চাচ্ছেন অবশ্যই সে প্রতিষ্ঠানের নাম আবেদনপত্রে থাকা আবশ্যিক।
ঠিকানা
আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন বা পদোন্নতির জন্য আবেদন করছেন সেই অফিস বা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত সেই ঠিকানা অবশ্যই আবেদন পত্রে লিখতে হবে প্রতিষ্ঠানের নামের নিচেই প্রতিষ্ঠানের ঠিকানা থাকবে।
বিষয়
এই আবেদন পত্রটির মুখ্য অংশ হলো বিষয়। অর্থাৎ কোন বিষয়টির উপর প্রমোশনাল লেটার বা পত্রটি লিখা হচ্ছে সেটা লিখতে হবে এই বিষয় অংশে।
শেষাংশ
প্রমোশনাল পত্রের শেষাংশে নিবেদক লিখে নিজের নাম প্রতিষ্ঠানে নিজের পদবি প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের ঠিকানা লিখতে হবে।
গার্মেন্টস বা যেকোন প্রতিষ্ঠানের পদোন্নতি জন্য আবেদন পত্রের একটি নমুনা পত্র
যেকোনো কোম্পানি বা প্রতিষ্ঠানে নিজের অবস্থান প্রমোশন করার জন্য বা পদোন্নতি করার জন্য আবেদন পত্রের একটি নমুনা পত্র তুলে ধরা হলো:
তারিখ:
বরাবর,
ব্যবস্থাপনা পরিচালক
প্রতিষ্ঠানের নাম:
প্রতিষ্ঠানের ঠিকানা:
বিষয়: পদোন্নতির জন্য আবেদন পত্র।
জনাব,
সুবিনয় নিবেদক এই যে, আমি (নিজের নাম) গত ৩ বছর যাবত আপনার প্রতিষ্ঠানে (নিজের পদবী) হিসেবে কাজ করে আসছি। এই তিন বছরে আমি নিজেকে (যে পজিশনে পদোন্নতি করতে চান) এর জন্য যোগ্য করে তোলার আপ্রাণ চেষ্টা করেছি এবং যোগ্য হতে পেরেছি বলে আমি মনে করছি। তাছাড়া বিভিন্ন ক্লাইন্টদের সাথে এখন আমার দারুন রিলেশন তৈরি হয়েছে। আমি প্রতি মাসেই আমার টার্গেট আসিফ করে যাচ্ছি। এমন তা অবস্থায় আমি (নিজের বর্তমান পজিশন) থেকে (যে পজিশনে পদোন্নতি করতে চাচ্ছেন) পদের জন্য নিজেকে যোগ্য মনে করছি। কেননা আমি আমার কাজের ব্যাপারে আত্মবিশ্বাসী।আমি আপনাকে আশ্বস্ত করছি যে পদোন্নতি দেওয়া হলে আমি আমার কাজ আরো দক্ষতার সঙ্গে করার চেষ্টা করব।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন
অতএব মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে,আপনি আমার পদোন্নতির উক্ত অনুরোধ যে মঞ্জুর করে আমাকে আরো ভালো করে কাজ করার সুযোগ করে দিয়ে বাধিত করবেন।
নিবেদক,
নিজের নাম:
নিজের পদবী:
প্রতিষ্ঠানের নাম:
প্রতিষ্ঠানের ঠিকানা:
যেখানে আপনি কাজ করেন সেখানে নিজের পজিশন উন্নত করতে চাইলে বা পদোন্নতি করতে চাইলে আপনার উর্ধ্বতন কর্মকর্তার নিকট এইভাবে প্রমোশনাল লেটার লিখতে পারেন।
প্রমোশনাল লেটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি?
প্রমোশনাল লেটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো বিষয়।
পদোন্নতির জন্য আবেদন পত্রে বরাবর বলে কাকে নির্দেশ করা হয়?
পদোন্নতির জন্য আবেদন পত্রের বরাবর বলে নিজের ঊর্ধ্বতন ও কর্মকর্তা বা যার নিকট আবেদন পত্রটি লিখা হবে তাকে নির্দেশ করা হয়।
পদোন্নতির জন্য আবেদনপত্রের শেষাংশে কার নাম পদবি লিখতে হয়?
যে আবেদন পত্রটি লিখছে বা যার প্রমোশনের উদ্দেশ্যে আবেদন পত্রটি লিখা হচ্ছে তার নাম এবং বর্তমান পদবী লিখতে হয় আবেদনপত্রের শেষাংশে।
শেষ কথা–
আশা করছি যারা নিজ প্রতিষ্ঠানে পদোন্নতি চাওয়ার জন্য আবেদন পত্র লিখতে পারতেন না বা কিভাবে লিখতে হয় সে সম্পর্কে সম্পূর্ণ ধারণা ছিল না তারা আজকের এই কনটেন্টটি থেকে উপকৃত হবেন। এছাড়াও বিভিন্ন বিষয়ে আপনাদের জানার থাকলে আমাদের কমেন্ট করবেন। আমাদের ওয়েবসাইটের সাথেই থাকবেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্যাবলী তুলে ধরার চেষ্টা করে থাকি আমরা।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔
প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-
গার্মেন্টস কোয়ালিটি পলিসি বা নীতিমালা ফিনিশিং কোয়ালিটির কাজ গার্মেন্টস বা যে কোন চাকরিতে প্রমোশনাল লেটার বা পদোন্নতির আবেদন পত্র বাংলাদেশের কয়েকটি শীর্ষ স্থানীয় গার্মেন্টস কোম্পানির নাম গার্মেন্টস কি কত প্রকার ও কি কি কোন সেলাই মেশিনের কেমন দাম রিজাইন লেটার বাংলা ও ইংলিশে গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলার অফিসার গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ সুইং কোয়ালিটির কাজ কি
↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇
- ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন।
- বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇
➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন।
➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।
➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।