গার্মেন্টস কোয়ালিটি প্রশিক্ষণ-বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নতির প্রকল্পে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে সেই সাথে বাংলাদেশের জনগণের চাহিদা ও বৃদ্ধি পাচ্ছে।আর এই চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশ গার্মেন্টসে গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলারের কাজের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। আর একজন কোয়ালিটি কন্ট্রোলার এর কাজে নিযুক্ত হতে হলে যথাযথ ট্রেনিং দরকার। ট্রেনিং এর মাধ্যমে একজন দক্ষ কোয়ালিটি কন্ট্রোলার পাওয়া সম্ভব।
আজকে আমরা কথা বলব গার্মেন্টস কোয়ালিটি প্রশিক্ষণ সম্পর্কিত বিষয়াদি নিয়ে। আশা করি শেষ পর্যন্ত পোস্টটি পড়ে আপনারা এ বিষয়ে বিভিন্ন তথ্য জানতে পারবেন।
গার্মেন্টস কোয়ালিটি ট্রেনিং বা প্রশিক্ষণ কী?
মার্চেন্ডাইজার এর কাছ থেকে নেয়া পোশাক যেন অর্ডারের মানদন্ড (যেমন সঠিক মাপ ও আকার) অনুযায়ী তৈরি করা হয় তার জন্য শ্রমিকের কাজ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করাকে গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল বলে। অর্থাৎ তৈরিকৃত পোশাকের সামগ্রিক মান নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত পুরো প্রক্রিয়াকে কোয়ালিটি কন্ট্রোল বলে।
এ ব্যাপারে দক্ষ হলে সফল কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসেবে নিযুক্ত করা হয়।পোশাক শিল্পের মধ্য সব থেকে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে কোয়ালিটি সেক্টর কোয়ালিটির উপর নির্ভর করে টিকে আছে বাংলাদেশের টেক্সটাইল সেক্টর বা পোশাক শিল্প।
তৈরি পোশাক খাতে গার্মেন্টস কোয়ালিটি প্রশিক্ষণ
-পণ্যের গুণগত মান নিশ্চিত করা।
-সঠিক সময় ডেলিভারি নিশ্চিত করা।
-কোম্পানির সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা।
-কোম্পানির উৎপাদনের হার বৃদ্ধি করা।
-কোম্পানির উৎপাদন খরচ কমানো।
-কোম্পানির সম্পদের অপচয় রোধে যথাযথ পদক্ষেপ নেওয়া।
-ক্রেতা গ্রহণ যোগ্যতা অর্জনের জন্য সহযোগিতা করা।
গার্মেন্টস কোয়ালিটি ট্রেনিং কোথায় নিবেন
গার্মেন্টস কোয়ালিটি সরাসরি ট্রেনিং নেয়ার সুযোগ তুলনামূলক কম। তবে সরকারি বেসরকারি পর্যায়ে বেশ কিছু শর্ট কোর্সে অংশগ্রহণ করা যেতে পারে।
সরকারি ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ
যদি কেউ সরকারি ট্রেনিং সেন্টারে গার্মেন্টস কোয়ালিটি প্রশিক্ষণ নিতে চায় তাহলে অবশ্যই তাকে খোঁজ রাখতে হবে।বাংলাদেশ বেসিক ভবনে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে বিভিন্ন কোর্স চলে তাই খোঁজ রাখতে হবে যে গার্মেন্টস রিলেটেড কোর্স কখন চলবে।
যখনই গার্মেন্টস রিলেটেড কোন কোর্স চলবে তখন তাকে আবেদন করতে হবে।আবেদন করা হয় সাধারণত অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করার জন্য প্রয়োজন হয় ভোটার আইডি কার্ড এসএসসির সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট দুই কপি ছবি।
বেসরকারি ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ
বেসরকারি ট্রেনিং সেন্টার থেকে কেউ যদি ট্রেনিং নিতে চায়তাহলে তাকে অবশ্যই সেই ট্রেনিং সেন্টার সম্পর্কে বিস্তারিত জেনে অনলাইন অফলাইন যেকোনো ভাবে আবেদন করতে হবে। বিস্তারিত না জানা থাকলে এখানে প্রতারিত হওয়ার অনেক সুযোগ থেকে যায়। তাই সবকিছু জেনে বুঝে বেসরকারি সেন্টার গুলোতে ভর্তি হতে হবে।
গার্মেন্টস কোয়ালিটি শর্ট ট্রেনিং
কেউ চাইলে টেক্সটাইল টুডে ট্রেনিং এ নিয়ে মূলত কোয়ালিটি ম্যানেজমেন্ট এর উপর প্রশিক্ষণ নিতে পারে। এই ক্ষেত্রে গ্র্যাজুয়েটেড গার্মেন্টস এর মালিকসহ সবাই এই ট্রেনিংয়ের জন্য উপযোগী। ট্রেনিং ফি হিসেবে দিতে হবে ৫ হাজার ৯০০ টাকা। অনেক সময় বিডি জবস কোয়ালিটি কন্ট্রোল নিয়ে ওয়ার্কশপের আয়োজন করে থাকে।এক্ষেত্রে যারা কাজ করতে আগ্রহী তারা যে কেউ চাইলে অংশগ্রহণ করতে পারে এই কোর্সে তাছাড়া ফিল নির্ভর করে প্রশিক্ষকের উপর।
ডিপ্লোমা ট্রেনিং
সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমার ডিগ্রী নেওয়ার ব্যবস্থা রয়েছে। যেমন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ছয় মাস ব্যাপী এই কোর্সে ৩০ হাজার টাকা ফি নিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। গ্র্যজুয়েশন কমপ্লিট করা থাকলে যে কেউ এ কোর্সে অংশ নিতে পারে।
স্নাতক প্রশিক্ষণ
বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে পরিচিত প্রতিষ্ঠান বুটেক্সও এর অধীনে ঝিনাইদহ নোয়াখালী পাবনা চট্টগ্রাম বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্নাতক ডিগ্রী দেওয়া হয়।
এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যেও খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ আছে।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন
বাংলাদেশের মোট ১৩ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করা যায় এর মধ্য উল্লেখযোগ্য হলো আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজেএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বস্ত্রপাত মন্ত্রণালয়ের অধীনে বি টি এম এ দ্বারা পরিচালিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রিসার্চ বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম টেক্সটাইল শিক্ষা বিষয়ক ইনস্টিটিউট।
গার্মেন্টস কোয়ালিটি ট্রেনিং বা প্রশিক্ষণ থেকে কি কি শিখতে পারবেন
*কোয়ালিটির প্রসেস শেখাবে।
*কোয়ালিটিতে কিভাবে কাজ করতে হবে সে বিষয়ে শেখাবে
*ফেব্রিক এর মধ্য কি কি ত্রুটি হয় তা শেখাবে
*চার পয়েন্ট ইন্সপেকশন সিস্টেম সম্পর্কে ধারণা দিবে।
*ফেব্রিক এর গুণগত মান ঠিক রাখার ধারণা দিবে।
*পোশাকের মেটারিয়াল সম্পর্কে ধারণা দিবে।
*একটি পোশাকের মধ্যে কি কি ত্রুটি থাকতে পারে তা শিখাবে।
*গার্মেন্টস ডিজাইন ফিটিংয়ের মাপ এর গুরুত্ব সম্পর্কে ধারণা দিবে।
*ফেব্রিক এর মান উন্নত এবং নির্ণয় করার উপায় সম্পর্কে শেখাবে।
*কাঁচামাল উপকরণের মান নির্ণয় শেখাবে।
*ড্রয়িং এর গুণগত মান ঠিক রাখার উপায় শেখাবে।
*কাটিং এর ক্ষেত্রে কি কি সর্তকতা অবলম্বন করতে হবে সেই সম্পর্কে শেখাবে।
*প্রিন্টিং এমব্রয়ডারি সিম্ফনি এবং ওয়াশিং এর মান ঠিক রাখার কৌশল শেখাবে।
*ফ্লোরে সিনিয়রদের সাথে কি রকম সম্পর্ক রাখতে হবে তা সম্পর্কে ধারণা দিবে।
গার্মেন্টস কোয়ালিটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিলে অবশ্যই সে এ বিষয়ে এক্সপার্ট হতে পারবে এবং তার ডিমান্ড হাই লেভেলে থাকবে।আর প্রতিটি ট্রেনিং সেন্টার থেকে খুব কমপ্লিট করলে অবশ্যই থাকে একটি সার্টিফিকেট দেয়া হবে ।যা দ্বারা সে খুব সহজেই যে কোন কোম্পানিতে চাকরির আবেদন করতে পারবেন।
গার্মেন্টস অর্থ কি?
গার্মেন্টস শব্দের অর্থ হলো পোশাক।
কোয়ালিটি ইন্সপেক্টর(QI)কি?
কোয়ালিটি অর্থ গুন মান এবং ইন্সপেক্টর অর্ধ পরিদর্শক অর্থাৎ কোয়ালিটি ইন্সপেক্টর অর্থ হল মান পরিদর্শক।
গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ কি?
গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ হচ্ছে একটি লাইনের যেসব মাল বা পোশাক তৈরি হবে তা চেক করা যায় একজন সুপারভাইজার এর পরের পদ।
শেষ কথা-
আশা করি আপনারা পুরো পোস্ট পড়ে গার্মেন্টস কোয়ালিটি প্রশিক্ষণ সম্পর্কে একটি ভালো ধারণা অর্জন করতে পেরেছেন। গার্মেন্টস কোয়ালিটি সম্পর্কিত আরো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। এছাড়াও যে কোন বিষয়ে তথ্য জানতে এবং কনটেন্ট পেতে আমাদের সাথেই থাকবেন।
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔
প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-
গার্মেন্টস কোয়ালিটি পলিসি বা নীতিমালা ফিনিশিং কোয়ালিটির কাজ গার্মেন্টস বা যে কোন চাকরিতে প্রমোশনাল লেটার বা পদোন্নতির আবেদন পত্র বাংলাদেশের কয়েকটি শীর্ষ স্থানীয় গার্মেন্টস কোম্পানির নাম গার্মেন্টস কি কত প্রকার ও কি কি কোন সেলাই মেশিনের কেমন দাম রিজাইন লেটার বাংলা ও ইংলিশে গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোলার অফিসার গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ সুইং কোয়ালিটির কাজ কি
↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇
- ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন।
- বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇
➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন।
➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।
➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।