শীত আসার আগে থেকেই শিশুর ত্বক সুরক্ষার জন্য প্রস্তুতি শুরু করুন। সঠিক ময়েশ্চারাইজার, তেল ও ত্বকের উপযোগী পণ্য কিনে রাখুন। শিশুর ত্বকে ব্যবহারের আগে সব প্রোডাক্ট পরীক্ষা করে নিন।
Credit Canva
শীতকালে শিশুর ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। এজন্য ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ লোশন বা ক্রিম শিশুর ত্বকের শুষ্কতা দূর করে কোমল রাখবে।
Credit Canva
শীতকালে শিশুকে খুব বেশি গরম পানি নয়, বরং কুসুম গরম পানিতে গোসল করান। এতে শিশুর ত্বক শুষ্কতা থেকে রক্ষা পায়। গোসলের পর তৎক্ষণাৎ ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
Credit Canva
শীতকালে শিশুর জন্য আরামদায়ক সুতির কাপড় বেছে নিন। মোটা বা রুক্ষ কাপড় শিশুর ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। আরামদায়ক পোশাক শিশুকে উষ্ণ রাখার পাশাপাশি ত্বকের সুরক্ষা দেয়।
Credit Canva
শিশুর ঠোঁট ও মুখ শীতে শুষ্ক হয়ে যেতে পারে। নিয়মিত ঠোঁটে প্রাকৃতিক লিপ বাম বা ভ্যাসলিন লাগান। মুখের ত্বকে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করে কোমল রাখুন।
Credit Canva
গোসলের পর তোয়ালে দিয়ে ত্বক অতিরিক্ত শুকানোর প্রয়োজন নেই। হালকা চাপ দিয়ে পানি মুছে নিন। এতে ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে।
Credit Canva
শীতের দিনে শিশুর শরীর আর্দ্র রাখতে পর্যাপ্ত পানি পান করান। পানির অভাবে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তরল খাবার যেমন ফলের রসও দিতে পারেন।
Credit Canva
শীতের দিনে রোদে থাকা ভালো, তবে দীর্ঘ সময় শিশুকে সরাসরি রোদে রাখবেন না। হালকা রোদে কিছুক্ষণ রাখুন, যাতে শরীরে ভিটামিন ডি পায়।
Credit Canva
শীতের দিনে রোদে থাকা ভালো, তবে দীর্ঘ সময় শিশুকে সরাসরি রোদে রাখবেন না। হালকা রোদে কিছুক্ষণ রাখুন, যাতে শরীরে ভিটামিন ডি পায়।
Credit Canva
Credit Canva