শীতের আগেই জানালা ও দরজার ফাঁক চেক করুন। প্রয়োজন অনুযায়ী সিল বা উইন্ডো ইনসুলেটর ব্যবহার করুন। এটি ঠাণ্ডা বাতাস প্রবেশ বন্ধ করে ঘর উষ্ণ রাখবে।

Credit Canva

পুরু ও ইনসুলেটেড পর্দা লাগান। এগুলো রাতে টেনে দিন এবং দিনের বেলা রোদ ঢুকতে দিলে তাপমাত্রা ব্যালান্স থাকে।

Credit Canva

দুপুরে জানালা ও পর্দা খুলে দিন যাতে ঘরে প্রাকৃতিক তাপ ঢুকতে পারে। এটি ঘরের তাপমাত্রা বাড়াতে সহায়ক।

Credit Canva

মেঝেতে কার্পেট বা রাগ ব্যবহার করুন। এটি ঠাণ্ডা মেঝে থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা কমায়।

Credit Canva

থার্মোস্ট্যাটের তাপমাত্রা ১৮-২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন। রাতে এটি সামান্য কমিয়ে রাখলে শক্তি সাশ্রয় হয়।

Credit Canva

দরজার নিচের ফাঁক থেকে ঠাণ্ডা বাতাস আসা বন্ধ করতে ড্রাফট এক্সক্লুডার ব্যবহার করুন।

Credit Canva

রুম হিটার ব্যবহার করুন তবে নিরাপত্তা নিশ্চিত করুন। একটানা অনেকক্ষণ চালাবেন না।

Credit Canva

ঘরে লেয়ারড কুশন, কম্বল ও সোফা কাভার ব্যবহার করুন। এটি ঘরের উষ্ণতা ধরে রাখে এবং আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে।

Credit Canva

ঘরের ভেতরে ছোট গাছ রাখুন, যা শীতল বাতাস শোষণ করে। এ ছাড়াও একটি হিউমিডিফায়ার ব্যবহার করলে আর্দ্রতা বজায় থাকবে।

Credit Canva

শীতে ঘরের তাপমাত্রা বজায় রাখার সেরা কৌশল সম্পর্কে  আরও জানতে চান তাহলে নিচে থাকা বাটনটিতে ক্লিক করুন

Credit Canva